কলকাতা ও দিল্লি, 30 মে : জল্পনা বাড়ছিলই । আজ BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর দপ্তর থেকে ফোন আসে । তারপরই মোটামুটি স্পষ্ট হয়ে যায় বাংলা পেতে চলেছে বেশ কয়েকজন কেন্দ্রীয়মন্ত্রী । তালিকায় রয়েছেন বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরি, কুনার হেমব্রম । এছাড়াও উঠে আসছে আরও কয়েকজনের নাম ।
লোকসভা ভোটে বাংলায় পদ্ম ফোটার পরই জল্পনা বেড়েছিল পুরস্কারের । প্রথমেই নাম উঠে এসেছিল মুকুল রায়ের । কারণ, তাঁর হাত ধরেই বাংলার মাটিতে বিজয় পতাকা ওড়াতে শুরু করেছিল গেরুয়া শিবির, এমনই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের । তালিকায় ছিলেন, বাবুল সুপ্রিয় । আসানসোলের এই সাংসদ শুধু গতবারের মন্ত্রীই নন, কেন্দ্রে তাঁর প্রভাবও যথেষ্ট । মোদি ঘনিষ্ট বলেও সুনাম রয়েছে বাবুলের । স্বাভাবিকভাবেই মন্ত্রিসভায় ঠাঁই পাওয়া তাঁর নিশ্চিত ।
চমকটা বোধহয় ছিল আজ সকালে । রায়গঞ্জ এবং ঝাড়গ্রামের দুই BJP সাংসদের কাছে ফোন আসে অমিত শাহর দপ্তর থেকে । রায়গঞ্জের দেবশ্রী চৌধুরি এবং ঝাড়গ্রামের কুনার হেমব্রমকে নিয়ে জল্পনা তুঙ্গে । খুব সম্ভবত মন্ত্রিসভায় আসতে চলেছেন এই তিনজন । দেবশ্রী বাংলায় BJP-র অন্যতম গুরুত্বপূর্ণ মুখ । তাঁকে মন্ত্রিত্ব দিয়ে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে দলের । ঝাড়গ্রামের BJP-র পতাকা ওড়ানোর কাজটা বেশ ভালোই করেছেন কুণার । একসময় বাম, পরবর্তিতে তৃণমূলের পরিচিত মাঠে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন দলীয় কর্মীদের সঙ্গে ।
আরও কয়েকজনের নাম উঠে আসছে বাংলা থেকে । এরমধ্যে চর্চিত সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম । দুর্গাপুর-আসানসোলের এই সাংসদকে অধ্যক্ষ পদের জন্য ভাবা হচ্ছে বলেই সূত্রের খবর । গতবারের দার্জিলিং-এর এই সাংসদকে দুর্গাপুর-আসানসোলে নিয়ে এসে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মোদি-শাহরা । তীব্র লড়াই চালিয়ে পরীক্ষা সফল হয়েছেন আলুওয়ালিয়া । পুরস্কার মিলতে পারে তাঁরও । আলোচনায় শোনা যাচ্ছে বাংলার আরও কয়েকটি নাম । যেমন, লকেট চট্টোপাধ্যায়ের নাম । বাংলার দাপুটে BJP নেত্রীদের মধ্যে তিনি প্রথমসারীতে । হুগলির মাটি থেকে তৃণমূলকে উপড়ে ফেলার পুরস্কার হিসেবে লকেটকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে ।