ETV Bharat / state

আপার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু ?

কবে থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া? স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে জানা গেছে, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন ।

ssc
author img

By

Published : Jun 11, 2019, 7:39 AM IST

কলকাতা, 11 জুন : চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন । আগামীকাল (12 জুন) পর্যন্ত চলবে ভেরিফিকেশন। তারপরই সব প্রার্থীর নথিপত্র যাচাই করে 1:1:4 রেশিওতে পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন । কিন্তু, কবে থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া? স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে জানা গেছে, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন । তৎপরতার সঙ্গে তার প্রস্তুতি চলছে ।


এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "অফারের ইন্টারভিউয়ের দিন মোটামুটি চিন্তাভাবনা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে । এটা এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে । আপার প্রাইমারির ভেরিফিকেশন রয়েছে 12 জুন পর্যন্ত । তারপর মামলাকারী চাকরিপ্রার্থীদের ডাকা হচ্ছে । আমরা চেষ্টা করছি 21 জুনের মধ্যে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার । তারপরে চেকিং করে যদি আমরা প্রস্তুত হতে পারি তখন জুলাইয়ের প্রথম সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করব ।"

বর্তমানে আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন প্রক্রিয়ার পাশাপাশি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন । কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, ইন্টারভিউয়ের প্রস্তুতির কাজটা বিশাল । প্রতিটি ইন্টারভিউ বোর্ডে 3 জন করে থাকেন । তাঁদের মধ্যে একজন সেন্ট্রাল কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য থাকেন । যাঁর পদ একটি কলেজের অধ্যক্ষের থেকে কম হবে না । তিনিই এই ইন্টারভিউ বোর্ডের নেতৃত্ব দেবেন । বাকি দু'জনের মধ্যে একজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য ও আর একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকবেন । কমিশন এখন জোরকদমে এই ইন্টারভিউ বোর্ড গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ।

অন্যদিকে, টেকনিকাল সমস্যার কারণে তৃতীয় ফেজ়ে বহু প্রার্থী সময়ে নিজের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি । কারণ হিসাবে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানিয়েছিলেন, যে অ্যাপ্লিকেশন ID দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হয় সেই অ্যাপ্লিকেশন ID-র ডেটাবেসে সমস্যা হয়েছিল । পরে সেই সমস্যা দূর করতে রোল নম্বর দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার ব্যবস্থা করেছিল স্কুল সার্ভিস কমিশন । কিন্তু, তার মধ্যেই বহু প্রার্থী সময়ে নিজের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি । ফলে, তাঁরা জানতে পারেননি কবে তাঁদের ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য । সেই সকল অনুপস্থিত প্রার্থীদের কেস টু কেস বেসিসে ফের ভেরিফিকেশনে ডাকা হবে । তবে, তার জন্য 12 জুন ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে আবেদন করতে হবে SSC-র কাছে । এমনই জানা গেছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে।

এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "আমরা একটা পলিসি বা সিদ্ধান্ত নিয়েছি, যে সব প্রার্থী অ্যাবসেন্ট হয়েছে, হয়ত কেউ ওয়েবসাইটে দেখতে পারেননি লিঙ্ক ফেল করে গেছে বা হয়ত এমন সময় দেখেছে তাঁর যেখানে বাড়ি সেখান থেকে পৌঁছানো সম্ভব হয়নি । এই সব ক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীদের আমরা বিবেচনা করব । তাঁরা আমাদের কাছে আবেদন করলে আমরা কেস টু কেস বেসিসে তাঁদের বিবেচনা করে আবার অন্য একদিন ভেরিফিকেশনে ডাকব ।" গতকাল এই ধরনের একটি আবেদন এসেছে স্কুল সার্ভিস কমিশনের কাছে । যেখানে, হাওড়ার এক প্রার্থী 9 জুন ইন্টিমেশন ডাউনলোড করতে পেরেছেন । অথচ, তাঁর ভেরিফিকেশনের তারিখ ছিল 7 জুন । এইরকমই কিছু ক্ষেত্রে বিচার বিবেচনা করে পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে স্কুল সার্ভিস কমিশন ।

কলকাতা, 11 জুন : চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন । আগামীকাল (12 জুন) পর্যন্ত চলবে ভেরিফিকেশন। তারপরই সব প্রার্থীর নথিপত্র যাচাই করে 1:1:4 রেশিওতে পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন । কিন্তু, কবে থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া? স্কুল সার্ভিস কমিশন (SSC) সূত্রে জানা গেছে, জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন । তৎপরতার সঙ্গে তার প্রস্তুতি চলছে ।


এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "অফারের ইন্টারভিউয়ের দিন মোটামুটি চিন্তাভাবনা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে । এটা এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে । আপার প্রাইমারির ভেরিফিকেশন রয়েছে 12 জুন পর্যন্ত । তারপর মামলাকারী চাকরিপ্রার্থীদের ডাকা হচ্ছে । আমরা চেষ্টা করছি 21 জুনের মধ্যে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার । তারপরে চেকিং করে যদি আমরা প্রস্তুত হতে পারি তখন জুলাইয়ের প্রথম সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করব ।"

বর্তমানে আপার প্রাইমারির তৃতীয় ফেজ়ের ভেরিফিকেশন প্রক্রিয়ার পাশাপাশি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন । কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, ইন্টারভিউয়ের প্রস্তুতির কাজটা বিশাল । প্রতিটি ইন্টারভিউ বোর্ডে 3 জন করে থাকেন । তাঁদের মধ্যে একজন সেন্ট্রাল কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য থাকেন । যাঁর পদ একটি কলেজের অধ্যক্ষের থেকে কম হবে না । তিনিই এই ইন্টারভিউ বোর্ডের নেতৃত্ব দেবেন । বাকি দু'জনের মধ্যে একজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য ও আর একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকবেন । কমিশন এখন জোরকদমে এই ইন্টারভিউ বোর্ড গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে ।

অন্যদিকে, টেকনিকাল সমস্যার কারণে তৃতীয় ফেজ়ে বহু প্রার্থী সময়ে নিজের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি । কারণ হিসাবে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানিয়েছিলেন, যে অ্যাপ্লিকেশন ID দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হয় সেই অ্যাপ্লিকেশন ID-র ডেটাবেসে সমস্যা হয়েছিল । পরে সেই সমস্যা দূর করতে রোল নম্বর দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার ব্যবস্থা করেছিল স্কুল সার্ভিস কমিশন । কিন্তু, তার মধ্যেই বহু প্রার্থী সময়ে নিজের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি । ফলে, তাঁরা জানতে পারেননি কবে তাঁদের ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য । সেই সকল অনুপস্থিত প্রার্থীদের কেস টু কেস বেসিসে ফের ভেরিফিকেশনে ডাকা হবে । তবে, তার জন্য 12 জুন ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে আবেদন করতে হবে SSC-র কাছে । এমনই জানা গেছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে।

এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "আমরা একটা পলিসি বা সিদ্ধান্ত নিয়েছি, যে সব প্রার্থী অ্যাবসেন্ট হয়েছে, হয়ত কেউ ওয়েবসাইটে দেখতে পারেননি লিঙ্ক ফেল করে গেছে বা হয়ত এমন সময় দেখেছে তাঁর যেখানে বাড়ি সেখান থেকে পৌঁছানো সম্ভব হয়নি । এই সব ক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীদের আমরা বিবেচনা করব । তাঁরা আমাদের কাছে আবেদন করলে আমরা কেস টু কেস বেসিসে তাঁদের বিবেচনা করে আবার অন্য একদিন ভেরিফিকেশনে ডাকব ।" গতকাল এই ধরনের একটি আবেদন এসেছে স্কুল সার্ভিস কমিশনের কাছে । যেখানে, হাওড়ার এক প্রার্থী 9 জুন ইন্টিমেশন ডাউনলোড করতে পেরেছেন । অথচ, তাঁর ভেরিফিকেশনের তারিখ ছিল 7 জুন । এইরকমই কিছু ক্ষেত্রে বিচার বিবেচনা করে পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে স্কুল সার্ভিস কমিশন ।

Intro:কলকাতা, 10 জুন: চলছে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের তৃতীয় ফেজের ভেরিফিকেশন। আগামী 12 জুন পর্যন্ত চলবে ভেরিফিকেশন। তারপরেই সব প্রার্থীর নথিপত্র যাচাই করে 1:1:4 রেশিওতে পার্সোনালিটি টেস্ট তথা ইন্টারভিউয়ের প্যানেল প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু, কবে থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া? স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে পারে কমিশন। তৎপরতার সঙ্গে তার প্রস্তুতি নিচ্ছে কমিশন।Body:
এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "অফারের ইন্টারভিউয়ের দিন মোটামুটি চিন্তাভাবনা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে। এটা এখন ভাবনাচিন্তার পর্যায়ে রয়েছে। আপার প্রাইমারির ভেরিফিকেশন রয়েছে 12 জুন পর্যন্ত। তারপরে কোর্ট কেসের ক্যান্ডিডেটদের ডাকা হচ্ছে। আমরা চেষ্টা করছি 21 জুনের মধ্যে সমস্ত ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করার। তারপরে চেকিং করে যদি আমরা রেডি হতে পারি তখন আমরা ওই জুলাইয়ের প্রথম সপ্তাহে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করব।"

বর্তমানে আপার প্রাইমারির তৃতীয় ফেজের ভেরিফিকেশন প্রক্রিয়ার পাশাপাশি ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের এক আধিকারিক জানাচ্ছেন, ইন্টারভিউয়ের অ্যারেঞ্জমেন্টের কাজটা বিশাল। প্রতিটি ইন্টারভিউ বোর্ডে 3 জন করে থাকেন। তাঁদের মধ্যে একজন সেন্ট্রাল কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য থাকেন। যাঁর পদ একটি কলেজের অধ্যক্ষের থেকে কম হবে না। তিনিই এই ইন্টারভিউ বোর্ড চেয়ার করেন। বাকি দু'জনের মধ্যে একজন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের নির্বাচিত সদস্য ও আর একজন বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ থাকবেন। কমিশন এখন জোরকদমে এই ইন্টারভিউ বোর্ড গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

অন্যদিকে, টেকনিক্যাল সমস্যার কারণে তৃতীয় ফেজে বহু প্রার্থী সময়ে নিজের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি। কারণ হিসাবে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক জানিয়েছিলেন, যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হয় সেই অ্যাপ্লিকেশন আইডির ডেটাবেসে সমস্যা হয়েছিল। পরে সেই সমস্যা দূর করতে রোল নম্বর দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার ব্যবস্থা করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু, তার মধ্যেই বহু প্রার্থী সময়ে নিজের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারেননি। ফলে, তাঁরা জানতে পারেননি কবে তাঁদের ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য। সেই সকল অনুপস্থিত প্রার্থীদের কেস টু কেস বেসিসে ফের ভেরিফিকেশনে ডাকা হবে। তবে, তার জন্য 12 জুন ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার মধ্যে আবেদন করতে হবে SSC-র কাছে। এমনটাই জানা গেছে স্কুল সার্ভিস কমিশন সূত্রে।

এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিক বলেন, "আমরা একটা পলিসি বা সিদ্ধান্ত নিয়েছি যে, যে সব প্রার্থী অ্যাবসেন্ট হয়েছে, হয়তো কেউ ওয়েবসাইটে দেখতে পারেননি লিংক ফেল করে গেছে বা হয়তো এমন সময় দেখেছে তাঁর যেখানে বাড়ি সেখান থেকে পৌঁছানো সম্ভব হয়নি। এই সব ক্ষেত্রে সেই সমস্ত প্রার্থীদের আমরা বিবেচনা করব। তাঁরা আমাদের কাছে আবেদন করলে আমরা কেস টু কেস বেসিসে তাঁদেরকে বিবেচনা করে আবার অন্য একদিন ভেরিফিকেশনে ডাকব।" আজই এই ধরনের একটি আবেদন এসেছে স্কুল সার্ভিস কমিশনের কাছে। যেখানে, হাওড়ার এক প্রার্থী 9 জুন ইন্টিমেশন ডাউনলোড করতে পেরেছেন। অথচ, তাঁর ভেরিফিকেশনের তারিখ ছিল 7 জুন। এইরকমই কিছু ক্ষেত্রে বিচার বিবেচনা করে পুনরায় ভেরিফিকেশনের জন্য ডাকতে পারে স্কুল সার্ভিস কমিশন।

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.