ETV Bharat / international

'স্বর্ণযুগে ফিরল আমেরিকা', স্বপ্নের জাল বুনলেন ট্রাম্প - US PRESIDENTIAL ELECTION 2024

ইতিহাস গড়লেন ডোনাল্ড ট্রাম্প ৷ মাঝে একটি নির্বাচনে হেরে দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি ৷

Donald Trump
ডোনাল্ড ট্রাম্প (ছবি সৌজন্য: ডোনাল্ড ট্রাম্পের এফবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 3:40 PM IST

Updated : Nov 6, 2024, 4:07 PM IST

ফ্লোরিডা, 6 নভেম্বর: হোয়াইট হাউসে ফিরছেন তিনি ৷ মাঝে 4 বছরের ব্যবধান ৷ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টে হিসেবে কার্যকাল শুরু করতে চলেছেন ট্রাম্প ৷ বুধবার ভারতীয় সময় দুপুর 1টা নাগাদ তিনি তাঁর প্রদেশ ফ্লোরিডার পাম বিচের কনভেনশন সেন্টারে পৌঁছন ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ৷

সমর্থকদের ট্রাম্প বলেন, "এটা গণতন্ত্র ও স্বাধীনতার জয় ৷ আমি আমেরিকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই ৷ আপনারা আপনাদের 47তম প্রেসিডেন্টকে নির্বাচিত করেছেন । আপনারাই আমায় 45তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিলেন ৷ আমি আমার সবটা দিয়ে আপনাদের জন্য লড়ব ৷ আমাদের সন্তানরা এবং আপনাদেরও, একটা শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা পাওয়া উচিত ৷ সেটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমি বিশ্রাম নেব না ৷"

স্বর্ণযুগের সূচনা

তাঁর এই জয় আমেরিকায় একটা নতুন যুগের সূচনা করেছে ৷ এই প্রসঙ্গে 78 বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটা সত্যিই আমেরিকার স্বর্ণ যুগ ৷ এই দুর্দান্ত জয় আমাদের ফের শ্রেষ্ঠ আমেরিকা গড়তে সাহায্য করবে ৷" সদ্য জয়ী প্রেসিডেন্টের সঙ্গেই ছিলেন তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভান্স ৷ মঞ্চে তাঁদের উপস্থিতিতেই তাঁদের প্রশংসা করেন দেশের 47তম প্রেসিডেন্ট ৷

সর্বকালের সেরা রাজনৈতিক আন্দোলন

তাঁর এই প্রচার এবং তার ফলস্বরূপ নির্বাচনে জয়ের ঘটনাকে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন ডোনাল্ড ৷ তিনি বলেন, "এইরকম আন্দোলন এর আগে কেউ কখনও দেখেনি ৷ আমার বিশ্বাস, এটাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন ৷ দেশে এর আগে এরকম কিছু হয়নি ৷ এবার এই আন্দোলন আরও গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের দেশের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য কাজ করব ৷ আমাদের দেশের সাহায্য দরকার, এখনই দরকার ৷"

রিপাবলিকানদের দখলে সেনেট

রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্রেটিক হ্যারিস- দু'জনেই তাঁদের প্রচারে অভিবাসন নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন ৷ জয়ী হওয়ার পর প্রথম বক্তৃতা থেকেও বাদ পড়ল না অভিবাসন প্রসঙ্গ ৷ বেআইনি অভিবাসন বন্ধ করা নিয়ে ট্রাম্প বলেন, "আমেরিকার এই জনাদেশ অভূতপূর্ব এবং শক্তিশালী ৷ আমরা সেনেটের দখল নিয়েছি ৷ এটা অবিশ্বাস্য ৷ আমরা দেশের সীমান্তকে সুরক্ষিত করব ৷ দেশের সব সমস্যার সমাধান করব ৷ " তিনি স্পিকার মাইক জনসনেরও প্রশংসা করেছেন এই বক্তৃতায় ৷ তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট অভিবাসনের সমস্যার সমাধান কড়া হাতেই করতে চলেছেন তিনি। এখানে মনে রাখতে হবে তাঁর আমলেই এইচওয়ান বি ভিসা বাতিল হয়েছিল। অন্য দেশ থেকে আমেরিকায় গিয়ে কাদজ করতে এই ভিসা প্রয়োজন।

ইতিহাস গড়েছি

প্রেসিডেন্ট পদে ফিরে আসা ট্রাম্পের কাছে ইতিহাস গড়ার সামিল ৷ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি বলেন, "আজ রাতে আমরা ইতিহাস গড়েছি ৷ এর নেপথ্যে একটা কারণ আছে ৷ সেই কারণটা হল, সব বাধার মোকাবিলা করে আমাদের পক্ষে জয়ী হওয়া সম্ভব, তা কেউ ভাবতে পারেনি ৷ আর এখন এটা পরিষ্কারও আমাদের এই অর্জন সবদিক থেকেই অবিশ্বাস্য ৷"

এর 127 বছর আগে আমেরিকার আরেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড দেশের 22তম এবং 24তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ৷ তিনি1885 সাল থেকে 1889 সাল পর্যন্ত এবং পরে 1893 সালে নির্বাচিত হয়ে 1897 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন ৷ মাঝে একটি নির্বাচনে জিততে পারেননি ৷ সেই ইতিহাস ফিরল ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ৷

ফ্লোরিডা, 6 নভেম্বর: হোয়াইট হাউসে ফিরছেন তিনি ৷ মাঝে 4 বছরের ব্যবধান ৷ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্টে হিসেবে কার্যকাল শুরু করতে চলেছেন ট্রাম্প ৷ বুধবার ভারতীয় সময় দুপুর 1টা নাগাদ তিনি তাঁর প্রদেশ ফ্লোরিডার পাম বিচের কনভেনশন সেন্টারে পৌঁছন ৷ তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ৷

সমর্থকদের ট্রাম্প বলেন, "এটা গণতন্ত্র ও স্বাধীনতার জয় ৷ আমি আমেরিকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই ৷ আপনারা আপনাদের 47তম প্রেসিডেন্টকে নির্বাচিত করেছেন । আপনারাই আমায় 45তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছিলেন ৷ আমি আমার সবটা দিয়ে আপনাদের জন্য লড়ব ৷ আমাদের সন্তানরা এবং আপনাদেরও, একটা শক্তিশালী, নিরাপদ এবং সমৃদ্ধ আমেরিকা পাওয়া উচিত ৷ সেটা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আমি বিশ্রাম নেব না ৷"

স্বর্ণযুগের সূচনা

তাঁর এই জয় আমেরিকায় একটা নতুন যুগের সূচনা করেছে ৷ এই প্রসঙ্গে 78 বছর বয়সি ডোনাল্ড ট্রাম্প বলেন, "এটা সত্যিই আমেরিকার স্বর্ণ যুগ ৷ এই দুর্দান্ত জয় আমাদের ফের শ্রেষ্ঠ আমেরিকা গড়তে সাহায্য করবে ৷" সদ্য জয়ী প্রেসিডেন্টের সঙ্গেই ছিলেন তাঁর ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভান্স ৷ মঞ্চে তাঁদের উপস্থিতিতেই তাঁদের প্রশংসা করেন দেশের 47তম প্রেসিডেন্ট ৷

সর্বকালের সেরা রাজনৈতিক আন্দোলন

তাঁর এই প্রচার এবং তার ফলস্বরূপ নির্বাচনে জয়ের ঘটনাকে রাজনৈতিক আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন ডোনাল্ড ৷ তিনি বলেন, "এইরকম আন্দোলন এর আগে কেউ কখনও দেখেনি ৷ আমার বিশ্বাস, এটাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন ৷ দেশে এর আগে এরকম কিছু হয়নি ৷ এবার এই আন্দোলন আরও গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের দেশের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য কাজ করব ৷ আমাদের দেশের সাহায্য দরকার, এখনই দরকার ৷"

রিপাবলিকানদের দখলে সেনেট

রিপাবলিকান ট্রাম্প এবং ডেমোক্রেটিক হ্যারিস- দু'জনেই তাঁদের প্রচারে অভিবাসন নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন ৷ জয়ী হওয়ার পর প্রথম বক্তৃতা থেকেও বাদ পড়ল না অভিবাসন প্রসঙ্গ ৷ বেআইনি অভিবাসন বন্ধ করা নিয়ে ট্রাম্প বলেন, "আমেরিকার এই জনাদেশ অভূতপূর্ব এবং শক্তিশালী ৷ আমরা সেনেটের দখল নিয়েছি ৷ এটা অবিশ্বাস্য ৷ আমরা দেশের সীমান্তকে সুরক্ষিত করব ৷ দেশের সব সমস্যার সমাধান করব ৷ " তিনি স্পিকার মাইক জনসনেরও প্রশংসা করেছেন এই বক্তৃতায় ৷ তাঁর বক্তব্য থেকেই স্পষ্ট অভিবাসনের সমস্যার সমাধান কড়া হাতেই করতে চলেছেন তিনি। এখানে মনে রাখতে হবে তাঁর আমলেই এইচওয়ান বি ভিসা বাতিল হয়েছিল। অন্য দেশ থেকে আমেরিকায় গিয়ে কাদজ করতে এই ভিসা প্রয়োজন।

ইতিহাস গড়েছি

প্রেসিডেন্ট পদে ফিরে আসা ট্রাম্পের কাছে ইতিহাস গড়ার সামিল ৷ প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি বলেন, "আজ রাতে আমরা ইতিহাস গড়েছি ৷ এর নেপথ্যে একটা কারণ আছে ৷ সেই কারণটা হল, সব বাধার মোকাবিলা করে আমাদের পক্ষে জয়ী হওয়া সম্ভব, তা কেউ ভাবতে পারেনি ৷ আর এখন এটা পরিষ্কারও আমাদের এই অর্জন সবদিক থেকেই অবিশ্বাস্য ৷"

এর 127 বছর আগে আমেরিকার আরেক প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড দেশের 22তম এবং 24তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ৷ তিনি1885 সাল থেকে 1889 সাল পর্যন্ত এবং পরে 1893 সালে নির্বাচিত হয়ে 1897 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন ৷ মাঝে একটি নির্বাচনে জিততে পারেননি ৷ সেই ইতিহাস ফিরল ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে ৷

Last Updated : Nov 6, 2024, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.