ETV Bharat / entertainment

বাড়ছে 'সেপারেশন ম্যারেজ', ট্রেন্ডিং বিয়ে নিয়ে কি বলছেন তারকারা? - SEPARATION MARRIAGE IN JAPAN

বিয়ের থেকে বেশি বেড়ে চলেছে বিচ্ছেদের সংখ্যা ৷ কেমন হয় যদি সেপারেশন ম্যারেজ করা যায়? কি বলছেন টলিউড তারকারা?

separation marriage
'সেপারেশন ম্যারেজ' নিয়ে কি বলছেন তারকারা? (গেটি ইমেজ)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 6, 2024, 3:54 PM IST

কলকাতা/হায়দরাবাদ: আপনি বিয়ে করলেন কিন্তু আলাদা থাকছেন ৷ উইকএন্ডে একবার এসে স্বামী/স্ত্রী ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটালেন ৷ আবার যে যার কাজে ফিরে গেলেন ৷ সম্প্রতি বিয়ের এমন ধরন ট্রেন্ড করছে জাপানে ৷ বাংলাতেও এমন ট্রেন্ড ফলো করলে কেমন হয়, আদৌ বিচ্ছেদ বাঁচাতে মেনে চলা উচিত কি সেপারেশন ম্যারেজ ট্রেন্ড?

জাপানে ট্রেন্ডিং এই বিয়ের ধরন এখন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন কোণায় ৷ এই সেপারেশন বিয়ে অনেকটা প্রেমের মতোই। বিয়ের আগে প্রেম করলে যেমন কেউ কারোর বাড়িতে থাকে না, সেপারেশন বিয়েও ঠিক তেমন। এক্ষেত্রে আইনগত ভাবে বিয়ে হয়, কিন্তু স্বামী-স্ত্রী দু'জনের জীবন থাকে আগের মতোই । এই বিষয়ে কী মনে করছেন টলিউডের তারকারা খোঁজ নিল ইটিভি ভারত ৷

separation marriage
প্রতীকী ছবি (গেটি ইমেজ)

অভিনেত্রী রূপালি ভট্টাচার্য সেপারেশন ম্যারেজ সম্পর্কে জেনে চমকে গিয়েছেন ৷ তিনি বলেন, "ডিভোর্স বন্ধ করার জন্য যদি একসঙ্গে থাকা বন্ধ করতে হয় তাহলে বিয়ে করার মানেটাই কি? মানে মৃত্যু রেট কমানোর জন্য শিশুর জন্ম দেব না কারণ জন্মিলে মরিতে হবে..এটার তো কোনও লজিক নেই ৷"

অভিনেত্রী এরপর বলেন, "লিভইন তাও ঠিক আছে ৷ বিয়ে করছেন না কিন্তু একসঙ্গে থাকছেন ৷ কিন্তু একসঙ্গে থাকব না অথচ বিয়ে করব এমনটা আমি ভাবতে পারি না ৷ আমার কাছে লং ডিসটেন্স রিলেশনশিপ চালিয়ে যাওয়াও খুব মুশকিলের ৷ লং টার্মে সেই সম্পর্ক টেকানোর জন্য আমি তাঁর সঙ্গে থাকব না এর থেকে ভালো একসঙ্গে থেকে ট্রাই করা সম্পর্ক টেকানো যাচ্ছে কি না ৷ আমার কাছে বিয়ে করা মানে সেই মানুষটার সঙ্গে 24 ঘণ্টা থাকা ভালো এবং মন্দে ৷"

স্বস্তিকা দত্ত জানালেন এই ধরনের বিয়ে এখানেও হয় ৷ তিনি বলেন, "কে বলেছে এখানে হয় না ৷ খবর নিয়ে দেখো সেপারেশন ম্যারেজ অনেক বাড়িতেই হয় ৷ সেই খবর সাংবাদিকদের কাছে পৌঁছয় না ৷ অনেকে এমন আছেন যাঁরা পাপা কি পরি টাইপ আবার স্পয়েলড ব্র্যাট চাইল্ড তখন তাঁরা যখন একই ছাদের নীচে থাকে মনোমালিন্য হয় তখন অনেক বাড়িতেই এমন বিয়ে মেনে চলা হয় ৷"

অভিনেত্রী আরও বলেন, "জাপানে জনপ্রিয় বলে একটা আন্তর্জাতিক ব্র্যান্ডের তকমা লেগেছে ৷ আমার মনে হয় মানুষ যেগুলোতে কমফোর্টেবল হয় সেই অভ্যাস প্রাকটিস করে ৷ এটা যার যেরকম নিজস্ব চিন্তাধারা ৷" তিনি জানান, তবে এখানে যদি সেপারেশন ম্যারেজ-এ সিলমোহর পরে তাহলে সেটা খুব বোকা বোকা হবে ৷ তবে সেটা একান্তই ব্যক্তিগত মতামত ৷

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, "এই সম্পর্কে শুনেছি ৷ কিন্তু এটা তো বিয়েই নয় ৷ এটা জাস্ট একটা টাইমপাস বা ছেলেখেলা ৷ সেপারেশন ম্যারেজ হল, কিছু লোক এল, খাওয়া-দাওয়া হল তারপর যে যার মতো বাড়ি চলে গেল ৷ বন্ধন বলতে আমরা একটা বন্ধন-সংসার বুঝি ৷ সেটা তো নেই এখানে ৷"

এখনও লোকে লিভইন করে ৷ সেটাও বিয়ের বাইরে একটা সম্পর্ক ৷ কিন্তু এখন সেই লিভইন-এও লোকে যাচ্ছে না ৷ বিয়ে করে আলাদা থাকা সেখানে বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠছে না ৷ কারোর সঙ্গে মানিয়ে নিয়ে থাকা, এটা অভ্যাসটাই এখন চলে যাচ্ছে ৷ আর সেই মানিয়ে নিয়ে চলাটা হচ্ছে না বলেই জনপ্রিয় হচ্ছে সেপারেশন ম্যারেজ ৷ তাই মনে হয় এটা একদমই লোকদেখানো ব্যাপার ৷

সেপারেশন ম্যারেজ-এর নিয়ম-নীতি

1-তরুণ তরুণীরা বিয়ে করছেন একসঙ্গে না থাকার শর্তে।

2- বিয়ের পর আগের মতো আলাদা ভাবেই বসবাস করবেন স্বামী-স্ত্রী।

3-কেউ কারোর জীবনে কোনও রকম হস্তক্ষেপ করবে না।

4-সাপ্তাহিক ছুটির দিন শুধুমাত্র একসঙ্গে সময় কাটানো হবে। বাকি সময় স্বামী-স্ত্রী দু'জনেই স্বাধীন।

সেপারেশন কোন কোন দেশে প্রচলিত?

এই তালিকায় জাপানে ট্রেন্ড করছে এই বিয়ে ৷ বিশেষজ্ঞদের মতে, জাপানে জনপ্রিয় হয়ে ওঠা সেপারেশন ম্যারেজ-এর ইতিবাচক প্রভাব পড়েছে ৷ বিয়ের পর দুই পরিবারকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রীর দায়িত্ব বেড়ে যায়। ব্যস্ততার কারণে পরিবার-পার্টনারকে সময় দেওয়া সম্ভব হয় না।

ফলে ঝগড়া, মনোমালিন্য, বচসা দেখা দেয়। সেপারেশন বিয়ের ক্ষেত্রে এই রকম কোনও জটিলতা নেই। ফলে দেশের অনান্য জায়গায় এই বিয়ে প্রচলিত হলেও তা এখনও পর্যন্ত ট্রেন্ড করেনি বা খবরের শিরোনামে আসেনি ৷ তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে ডিভোর্স রেট বাড়ছে তাতে আগামী দিনে বাকি দেশেও তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠতে পারে সেপারেশন ম্যারেজ ৷

কলকাতা/হায়দরাবাদ: আপনি বিয়ে করলেন কিন্তু আলাদা থাকছেন ৷ উইকএন্ডে একবার এসে স্বামী/স্ত্রী ও তাঁর পরিবারের সঙ্গে সময় কাটালেন ৷ আবার যে যার কাজে ফিরে গেলেন ৷ সম্প্রতি বিয়ের এমন ধরন ট্রেন্ড করছে জাপানে ৷ বাংলাতেও এমন ট্রেন্ড ফলো করলে কেমন হয়, আদৌ বিচ্ছেদ বাঁচাতে মেনে চলা উচিত কি সেপারেশন ম্যারেজ ট্রেন্ড?

জাপানে ট্রেন্ডিং এই বিয়ের ধরন এখন ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন কোণায় ৷ এই সেপারেশন বিয়ে অনেকটা প্রেমের মতোই। বিয়ের আগে প্রেম করলে যেমন কেউ কারোর বাড়িতে থাকে না, সেপারেশন বিয়েও ঠিক তেমন। এক্ষেত্রে আইনগত ভাবে বিয়ে হয়, কিন্তু স্বামী-স্ত্রী দু'জনের জীবন থাকে আগের মতোই । এই বিষয়ে কী মনে করছেন টলিউডের তারকারা খোঁজ নিল ইটিভি ভারত ৷

separation marriage
প্রতীকী ছবি (গেটি ইমেজ)

অভিনেত্রী রূপালি ভট্টাচার্য সেপারেশন ম্যারেজ সম্পর্কে জেনে চমকে গিয়েছেন ৷ তিনি বলেন, "ডিভোর্স বন্ধ করার জন্য যদি একসঙ্গে থাকা বন্ধ করতে হয় তাহলে বিয়ে করার মানেটাই কি? মানে মৃত্যু রেট কমানোর জন্য শিশুর জন্ম দেব না কারণ জন্মিলে মরিতে হবে..এটার তো কোনও লজিক নেই ৷"

অভিনেত্রী এরপর বলেন, "লিভইন তাও ঠিক আছে ৷ বিয়ে করছেন না কিন্তু একসঙ্গে থাকছেন ৷ কিন্তু একসঙ্গে থাকব না অথচ বিয়ে করব এমনটা আমি ভাবতে পারি না ৷ আমার কাছে লং ডিসটেন্স রিলেশনশিপ চালিয়ে যাওয়াও খুব মুশকিলের ৷ লং টার্মে সেই সম্পর্ক টেকানোর জন্য আমি তাঁর সঙ্গে থাকব না এর থেকে ভালো একসঙ্গে থেকে ট্রাই করা সম্পর্ক টেকানো যাচ্ছে কি না ৷ আমার কাছে বিয়ে করা মানে সেই মানুষটার সঙ্গে 24 ঘণ্টা থাকা ভালো এবং মন্দে ৷"

স্বস্তিকা দত্ত জানালেন এই ধরনের বিয়ে এখানেও হয় ৷ তিনি বলেন, "কে বলেছে এখানে হয় না ৷ খবর নিয়ে দেখো সেপারেশন ম্যারেজ অনেক বাড়িতেই হয় ৷ সেই খবর সাংবাদিকদের কাছে পৌঁছয় না ৷ অনেকে এমন আছেন যাঁরা পাপা কি পরি টাইপ আবার স্পয়েলড ব্র্যাট চাইল্ড তখন তাঁরা যখন একই ছাদের নীচে থাকে মনোমালিন্য হয় তখন অনেক বাড়িতেই এমন বিয়ে মেনে চলা হয় ৷"

অভিনেত্রী আরও বলেন, "জাপানে জনপ্রিয় বলে একটা আন্তর্জাতিক ব্র্যান্ডের তকমা লেগেছে ৷ আমার মনে হয় মানুষ যেগুলোতে কমফোর্টেবল হয় সেই অভ্যাস প্রাকটিস করে ৷ এটা যার যেরকম নিজস্ব চিন্তাধারা ৷" তিনি জানান, তবে এখানে যদি সেপারেশন ম্যারেজ-এ সিলমোহর পরে তাহলে সেটা খুব বোকা বোকা হবে ৷ তবে সেটা একান্তই ব্যক্তিগত মতামত ৷

অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় বলেন, "এই সম্পর্কে শুনেছি ৷ কিন্তু এটা তো বিয়েই নয় ৷ এটা জাস্ট একটা টাইমপাস বা ছেলেখেলা ৷ সেপারেশন ম্যারেজ হল, কিছু লোক এল, খাওয়া-দাওয়া হল তারপর যে যার মতো বাড়ি চলে গেল ৷ বন্ধন বলতে আমরা একটা বন্ধন-সংসার বুঝি ৷ সেটা তো নেই এখানে ৷"

এখনও লোকে লিভইন করে ৷ সেটাও বিয়ের বাইরে একটা সম্পর্ক ৷ কিন্তু এখন সেই লিভইন-এও লোকে যাচ্ছে না ৷ বিয়ে করে আলাদা থাকা সেখানে বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠছে না ৷ কারোর সঙ্গে মানিয়ে নিয়ে থাকা, এটা অভ্যাসটাই এখন চলে যাচ্ছে ৷ আর সেই মানিয়ে নিয়ে চলাটা হচ্ছে না বলেই জনপ্রিয় হচ্ছে সেপারেশন ম্যারেজ ৷ তাই মনে হয় এটা একদমই লোকদেখানো ব্যাপার ৷

সেপারেশন ম্যারেজ-এর নিয়ম-নীতি

1-তরুণ তরুণীরা বিয়ে করছেন একসঙ্গে না থাকার শর্তে।

2- বিয়ের পর আগের মতো আলাদা ভাবেই বসবাস করবেন স্বামী-স্ত্রী।

3-কেউ কারোর জীবনে কোনও রকম হস্তক্ষেপ করবে না।

4-সাপ্তাহিক ছুটির দিন শুধুমাত্র একসঙ্গে সময় কাটানো হবে। বাকি সময় স্বামী-স্ত্রী দু'জনেই স্বাধীন।

সেপারেশন কোন কোন দেশে প্রচলিত?

এই তালিকায় জাপানে ট্রেন্ড করছে এই বিয়ে ৷ বিশেষজ্ঞদের মতে, জাপানে জনপ্রিয় হয়ে ওঠা সেপারেশন ম্যারেজ-এর ইতিবাচক প্রভাব পড়েছে ৷ বিয়ের পর দুই পরিবারকে সঙ্গে নিয়ে স্বামী-স্ত্রীর দায়িত্ব বেড়ে যায়। ব্যস্ততার কারণে পরিবার-পার্টনারকে সময় দেওয়া সম্ভব হয় না।

ফলে ঝগড়া, মনোমালিন্য, বচসা দেখা দেয়। সেপারেশন বিয়ের ক্ষেত্রে এই রকম কোনও জটিলতা নেই। ফলে দেশের অনান্য জায়গায় এই বিয়ে প্রচলিত হলেও তা এখনও পর্যন্ত ট্রেন্ড করেনি বা খবরের শিরোনামে আসেনি ৷ তবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেভাবে ডিভোর্স রেট বাড়ছে তাতে আগামী দিনে বাকি দেশেও তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠতে পারে সেপারেশন ম্যারেজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.