কলকাতা, 30 জুন : শেষ হয়েছে তিনটি দফার ভেরিফিকেশন প্রক্রিয়া । তিনটি ফেজ়ে প্রায় 38 হাজার প্রার্থী ডাক পেয়েছিলেন । 2 জুলাই থেকে শুরু হতে চলেছে আপার প্রাইমারি স্তরে সহকারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া ।
স্বাভাবিকভাবেই শূন্যপদের হিসেবে ভেরিফিকেশনে ডাক পেলেও অনেক প্রার্থীই ডাক পাননি ইন্টারভিউয়ের জন্য । তাঁদের কি কিছু করার আছে ? স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার জানাচ্ছেন, তাঁদের আর কিছু করার নেই । কারণ, গেজেটের নিয়ম অনুযায়ী শূন্যপদের ১:১:৪ রেশিও মেনে প্রার্থীদের ডাকা হয়েছে ।
কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার এ বিষয়ে বলেন, "আমি তো ভেরিফিকেশনে ডাকবই । তারপরে ঝাড়াই-বাছাই করে ১:১:৪ রেশিওতে ইন্টারভিউয়ে ডাকব । ভেরিফিকেশনে ডেকেছি মানে সবাইকে নিতে হবে না । যাদের B.Ed নেই তারা বাদ । আমি নিয়মে করেছি । তাতে যারা ডাক পায়নি তাঁদের কারণ বলে দেব কেন পায়নি ।" আরও এক আধিকারিক বলেন, "যারা মেরিটে আসেনি তাদের আর কিছু করার নেই ।" তিনি জানান, আগামী 2 জুলাই থেকে 15 জুলাই দুটি রবিবার বাদ দিয়ে চলবে আপার প্রাইমারির ইন্টারভিউ প্রক্রিয়া । তার জন্য প্রতিদিন 40টা করে ইন্টারভিউ বোর্ড থাকবে ।
একটি প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীরা । ইন্টারভিউয়ের প্যানেল লিস্ট কি প্রকাশ করা হবে ? কারণ, গত 28 জুন কমিশনের ওয়েবসাইটে নিজেদের অ্যাপ্লিকেশন ID বা টেট পরীক্ষার রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে নিজেদের কল লেটার ডাউনলোড করতে পারলেও দেওয়া হয়নি কোনও তালিকা । অথচ, আপার প্রাইমারির গেজেটে বলা আছে, সেন্ট্রাল কমিশন যে সব প্রার্থীদের ইন্টারভিউতে ডাকছে তাঁদের একটি তালিকা তৈরি ও প্রকাশ করবে চূড়ান্ত শূন্যপদের ১:১:৪ রেশিও অনুযায়ী, মেধার ভিত্তিতে ক্যাটাগরি অনুযায়ী । এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বলেন, "ওরা যা দাবি করবে সব পাবে না । আমি নিয়ম অনুযায়ী সবকিছু করছি । SSC-র যা নিয়ম তার এক চুল এদিক-ওদিক করছি না । যার যা দাবি সব তো আমি মেটাতে পারব না ।"
ইন্টারভিউয়ের পর প্যানেল কবে নাগাদ বের হতে পারে ?
প্রশ্নের উত্তরে সৌমিত্রবাবু বলেন, "ইন্টারভিউ হবে, চেকিং হবে, মার্কস পোস্টিং হবে তারপরে তো । ইন্টারভিউ হোক, তারপরে বার করব ।" যদিও, স্কুল শিক্ষা দপ্তরের এক আধিকারিক এ বিষয়ে বলেন, "আমাদের টার্গেট আছে যদি কোনও রকম বাধা বিপত্তির সম্মুখীন আমরা না হই তাহলে এই মাসের মধ্যেই বের করে দেব ।"