কলকাতা,15 অগস্ট: মধ্যরাতের ভাষণে বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যােপাধ্যায় । স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee Slams Central Govt) । তিনি জানান, দেশপ্রেম কী তা কোনও স্বৈরাচারীর কাছ থেকে শেখার দরকার নেই । 7 মিনিট 58 সেকেন্ডের বক্তব্যে মোদি সরকারের বিরুদ্ধে একাধিক প্রশ্ন তুলে অভিষেক জানতে চেয়েছেন, আজকের ভারতের স্বপ্নই কি দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী ?
অভিষেকের কথায়,"স্বাধীনতা দিবসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমাদের এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষদের সংগ্রামকে স্বীকার করা এবং শ্রদ্ধায় মাথা নত করা আমাদের প্রধান কর্তব্য । তাঁদের কল্পনা করা একটি স্বাধীন দেশ যেখানে নাগরিকরা তাঁদের জীবন উৎসর্গ করতে পারে জাতির উন্নতি জন্য ও কিছু বিদেশি প্রভুর কাছে নয় । এটা কি আসলেই সেই স্বাধীনতা যার জন্য আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিলেন?
আরও পড়ুন: বিরোধীদের সেটিং তত্ত্ব নিয়ে পালটা তোপ মমতার
অভিষেক মনে করিয়ে দেন, আমাদের দেশ আমাদের লালন-পালন করছে, রক্ষা করছে । এটা আমাদের মধ্যে একটি গভীর দেশপ্রেমের জন্ম দিয়েছে । একইসঙ্গে, আমরা প্রতিটি নাগরিক আমাদের জীবনকে দেশের উন্নতি ও বৃদ্ধির জন্যই উৎসর্গ করেছি । এই সম্পর্ক আমাদের অন্তরের । আমাদের অবশ্যই একে স্বীকার করতে হবে এবং আরও এগিয়ে যেতে হবে । তবে আমাদের দেশ ভক্তি প্রমাণের জন্য কারও অনুমোদনের প্রয়োজন নেই ।
স্বাধীনতা দিবসের এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি প্রশ্ন তোলেন, আমি কী করব, কার সঙ্গে কথা বলব, কাকে ভালবাসব, এটা দিল্লিতে বসে কেউ ঠিক করে দিতে পারে না । জীবন কীভাবে কাটাব, সেটা আমার সিদ্ধান্ত ।
তিনি বলেন, "আমাদের খাবার আলাদা হতে পারে, কিন্তু, কৃষকদের প্রতি আমাদের অনুভূতি এক । আমাদের ভাষা আলাদা হতে পারে, কিন্তু টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে আমরা সবাই উচ্ছ্বসিত হই ।"
আরও পড়ুন: কালীঘাটে সিবিআই হানার আশঙ্কা, কর্মীদের পাশে থাকতে অনুরোধ মমতার
আজকের যুবসমাজের জন্য কি করনীয় তাও মধ্যরাতের ভাষণে উল্লেখ করেছেন অভিষেক । তিনি বলেন, "আজকের শপথ বিভেদমূলক শক্তির হাত থেকে দেশকে বাঁচানো । জীবনের শেষ রক্ত বিন্দু পর্যন্ত এই দেশ, এই বৈচিত্র্যময় সমাজকে রক্ষা করব । এই হোক আজকের শপথ । আমি যুব সম্প্রদায়কে বলতে চাই অনেক আদর্শ নিয়ে চর্চা হয়েছে । এখন সময় কাজ করার । অন্য কে কী করছে, তা না দেখে আমি কী করছি সেটা ভাবুন । আসুন বিদ্বেষমুক্ত ভারত গড়ি ।"
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বক্তব্যের ছত্রে ছত্রে ছিল কেন্দ্রের প্রতি শ্লেষ । তিনি বলেন, "ভেবে দেখুন তো সত্যি আপনারা কি বাক স্বাধীনতা পান? নিজের ইচ্ছে মতো খাওয়া-দাওয়া, পোশাক পরার বা মত প্রকাশের স্বাধীনতা পান? এই ভারতেরই কি স্বপ্ন দেখেছিলেন নেতাজি, গান্ধীজি, লালবাহাদুর শাস্ত্রী, মাতঙ্গিনী হাজরারা! দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁরা কি এই ভারতের কল্পনা করেছিলেন?"
অমৃত মহোৎসবের প্রশ্নেও বিরোধিতা শোনা গিয়েছে অভিষেকের গলায় । তিনি বলেন, "এটাই কি সেই অমৃত মুহূর্ত যেখানে টাকার দাম ডলারের দামের তুলনায় ক্রমেই কমছে । অন্যদিকে পেট্রোল ডিজেলের মত জ্বালানি তেলের দাম ক্রমেই আকাশ ছুঁয়ে যাচ্ছে ।"
আরও পড়ুন: সমালোচকদের গায়ের চামড়া দিয়ে জুতো তৈরির হুঁশিয়ারি সৌগতর, পালটা দিলেন বামেরা
একইসঙ্গে এখানে একটা বৃহত্তর জনমত গঠনের চেষ্টাও করেছেন অভিষেক । তাঁর কথায়, দেশের স্বাধীনতার 75 বছরে ভাবতে হবে যে বিভেদ-বিচ্ছেদ-হিংসার পরিস্থিতি গত কয়েক বছর ধরে ছড়াচ্ছে আগামী দিনেও সেই পরিস্থিতি আপনারা চান কি না । না কি এই পরিস্থিতির পরিবর্তন চান? অভিষেকের মতে, দেশজুড়ে যারা বিভেদের, হিংসার, অবিশ্বাসের, দমনের বিষ ছড়াচ্ছে তাদের উপড়ে ফেলতে হবে ।