কলকাতা, 26 অক্টোবর : অবশেষে দেশ থেকে বিদায় নিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু । নির্দিষ্ট সময়ের থেকেও অনেক বেশি দিন গোটা দেশে এবছর সক্রিয় ছিল মৌসুমী বায়ু । ফলে স্বাভাবিকের থেকে তুলনামূলক অনেক বেশি বৃষ্টি হয়েছে দেশজুড়ে । তবে মৌসুমী বায়ু বিদায় নিলেও এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরাজ্যে । এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তের অবস্থানের ফলেই সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে, যার জেরে আজও আগামিকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস ।
বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের জেরে আগামী দু'দিন দক্ষিণবঙ্গ জুড়ে বিশেষ করে উপকূলের জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে । কলকাতা, হাওড়া, হুগলি, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন : Train Food : দূরপাল্লার ট্রেনে ফের মিলতে পারে রেলের খাবার
বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । ইতিমধ্যেই তাপমাত্রা ক্রমশ কমতে শুরু করেছে । দিনের তাপমাত্রা খুব বেশি না কমলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম থাকবে । চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিসের কথায়, আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না । আজ ও কাল দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা থাকবে । আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
তবে আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে । আজ উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামীকাল আবহাওয়ার উন্নতি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।
আজ কলকাতায় আকাশ আংশিক মেঘলা রয়েছে । আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 7.0 মিলিমিটার ।
আরও পড়ুন : Water Problem : তীব্র জলসঙ্কট সুজাপুরের মুনাতুলি গ্রামে, ক্ষুব্ধ গ্রামবাসীরা