ETV Bharat / state

"দিদিকে বলো"-র পালটা এবার "দিলীপদাকে বলো"

author img

By

Published : Jul 6, 2020, 6:38 PM IST

"দিদিকে বলো"-র পালটা "দিলীপ দাকে বলো" ৷ দিলীপ ঘোষ বলেন, যাদের সত্যিই বাড়ি ভেঙেছে, কিন্তু ক্ষতিপূরণ পায়নি তাদের জন্যই এই ওয়েবসাইটি তৈরি করা হয়েছে ।

West Bengal state BJP started 'Dilip ke bolo' instead of 'didi ke bolo' to fight Amfan corruption
আমফান দুর্নীতি নিয়ে 'দিদিকে বলো' র পালটা BJP - র 'দিলীপকে বলো'

কলকাতা, 6 জুলাই : আমফানের ক্ষতিপূরণ নিয়ে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা করল BJP ৷ "দিলীপদাকে বলো" শুরু করল তারা ৷

রাজ্য BJP-র তরফে জানানো হয়েছে, www. amaderdilipda. in/cyclone-amphan এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "যাদের বাড়ি প্রকৃতই ভেঙেছে তারা ক্ষতিপূরণ পায়নি । তাই যারা ক্ষতিপূরণ পায়নি তাদের জন্য এই ওয়েবসাইটি তৈরি করেছি । ওখানে বাড়ি ভাঙার ছবি দেওয়ারও জায়গা আছে । এখানকার প্রশাসন যদি চায় তাহলে আমাদের কাছে যে অভিযোগ জমা পড়ছে তা আমরা দিতে পারি । কিন্তু আমরা এমনিতেই BDO-SDO-কে এই তালিকা জমা দেব । আমরা দিয়েছি অনেক জায়গায় । আমরা দাঁতনে 1500 জনের নামের তালিকা দিয়েছি । যাদের মধ্যে প্রশাসন মাত্র একজনকে ক্ষতিপূরণ দিয়েছে ৷"

এর আগে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, কেন অন্যের অধিকারকে বঞ্চিত করে এই টাকা নিয়ে দুর্নীতি হবে । কেন তাদের সাজা দেওয়া হবে না । কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না । শিক্ষামন্ত্রী গতকাল স্বীকার করে নেন, একাধিক বুথে দুর্নীতি হয়েছে । এরপরই দিলীপবাবু বলেন, "এটা একটা চালাকি হচ্ছে । মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ঠিক করার জন্য চালাকি করা হচ্ছে । মাননীয়ার অনুপ্রেরণাতেই টাকা-পয়সা লুট হচ্ছে । এমনভাবে দেখানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বচ্ছ । কিন্ত ওনার অযোগ্যতার কারণেই চুরি হচ্ছে । সমস্ত কিছুর দায় ওনাকেই নিতে হবে । "

কলকাতা, 6 জুলাই : আমফানের ক্ষতিপূরণ নিয়ে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা করল BJP ৷ "দিলীপদাকে বলো" শুরু করল তারা ৷

রাজ্য BJP-র তরফে জানানো হয়েছে, www. amaderdilipda. in/cyclone-amphan এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি অভিযোগ জানানো যাবে । এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, "যাদের বাড়ি প্রকৃতই ভেঙেছে তারা ক্ষতিপূরণ পায়নি । তাই যারা ক্ষতিপূরণ পায়নি তাদের জন্য এই ওয়েবসাইটি তৈরি করেছি । ওখানে বাড়ি ভাঙার ছবি দেওয়ারও জায়গা আছে । এখানকার প্রশাসন যদি চায় তাহলে আমাদের কাছে যে অভিযোগ জমা পড়ছে তা আমরা দিতে পারি । কিন্তু আমরা এমনিতেই BDO-SDO-কে এই তালিকা জমা দেব । আমরা দিয়েছি অনেক জায়গায় । আমরা দাঁতনে 1500 জনের নামের তালিকা দিয়েছি । যাদের মধ্যে প্রশাসন মাত্র একজনকে ক্ষতিপূরণ দিয়েছে ৷"

এর আগে দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন, কেন অন্যের অধিকারকে বঞ্চিত করে এই টাকা নিয়ে দুর্নীতি হবে । কেন তাদের সাজা দেওয়া হবে না । কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না । শিক্ষামন্ত্রী গতকাল স্বীকার করে নেন, একাধিক বুথে দুর্নীতি হয়েছে । এরপরই দিলীপবাবু বলেন, "এটা একটা চালাকি হচ্ছে । মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি ঠিক করার জন্য চালাকি করা হচ্ছে । মাননীয়ার অনুপ্রেরণাতেই টাকা-পয়সা লুট হচ্ছে । এমনভাবে দেখানো হচ্ছে যে মুখ্যমন্ত্রী স্বচ্ছ । কিন্ত ওনার অযোগ্যতার কারণেই চুরি হচ্ছে । সমস্ত কিছুর দায় ওনাকেই নিতে হবে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.