নিউইয়র্ক, 26 সেপ্টেম্বর: প্রকাশ্যে ছাত্র নেতাদের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস, যাঁরা দেশের সাম্প্রতিক বিপ্লবের পিছনে মূল 'মস্তিষ্ক' ছিলেন ৷ যে আন্দোলনের জেরেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিলেন। ইউনুস এদিন তাঁর পুরনো বন্ধু বিল ক্লিনটনেরও প্রসংশা করেন।
ইউনুস নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের মাঝে 'ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ'-এ বক্তব্য রাখেন ৷ তাঁর পাশেই ছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। সেই মঞ্চেই বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান ইউনুস মাহফুজ আবদুল্লা এবং অন্য দুই ছাত্রনেতাকে ডেকে পরিচয় করিয়ে দেন ৷ সেই সময়ই ইউনুস পুরো দেশকে নাড়া দিয়েছে এমন একটি বিপ্লবের জন্ম দেওয়ার জন্য তাদের প্রশংসাও করেছেন।
This is how Prof. Yunus introduced the student leaders who deposed Fascist Hasina.
— Premiumerza 🇧🇩 (@PREMIUMERZA) September 25, 2024
Yunus was standing next to his old friend Clinton.
Yunus introduced Mahfuj Abdullah as the mastermind behind Hasina's ouster....an official introduction at the world stage that will change… pic.twitter.com/wu6vQwkWaA
ইউনুস শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ইউনুস বলেন, "তারা দেখতে অন্য কোনও তরুণের মতো দেখতে যাকে আপনি আলাদা করে চিনতেও পারবেন না। কিন্তু, আপনি যখন তাদের কাজ করতে দেখবেন বা তাদের কথা বলতে শুনবেন, আপনি কেঁপে উঠবেন। তারা তাদের বক্তব্যে পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে। প্রতিশ্রুতিতে তারা বলেছিল যে, আপনি চাইলে আমাদের হত্যা করতে পারেন ৷ কিন্তু, আমরা হাল ছাড়ব না।"
এরপরই ইউনুস মাহফুজের হাত ধরে তাঁকে এই 'বিপ্লবের পিছনের অন্যতম মস্তিষ্ক' বলে অভিহিত করেন। ইউনুস বলেন, "তিনি (মাহফুজ) পুরো বিপ্লবের নেপথ্যে 'মস্তিষ্ক' হিসাবে কাজ করেছেন ।" ইউনুস ছাত্র বিপ্লবকে সতর্কতার সঙ্গে পরিকল্পিত আন্দোলন বলেও অভিহিত করেন। তাঁর কথায়, "আন্দোলনকারীরাও জানত না যে এটির (আন্দোলনের) নেতৃত্ব কে দিচ্ছেন !" তাঁর দাবি, শিক্ষার্থীরা বাংলাদেশের নতুন সংস্করণ তৈরি করে দিয়েছে।
ইউনুস এও দাবি করেছেন, হাসিনা সরকার ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংসাত্মক পদক্ষেপ নিয়েছিল। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে এবং অগস্টে দেশ ছেড়ে পালাতে বাধ্য করা হয় ৷ এর পিছনেও ছিল এই ছাত্রদের ব্যাপক বিক্ষোভ, আন্দোলন ৷