ETV Bharat / state

টানা 13 দিন দৈনিক সংক্রমণ 4 হাজারের নিচে

গত 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 920 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 5 হাজার 314 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 59 জনের । রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 294 জনের ।

corona virus
corona virus
author img

By

Published : Nov 8, 2020, 9:11 PM IST

কলকাতা, 8 নভেম্বর : টানা 13 দিন । রাজ্যে দৈনিক কোরোনা সংক্রমণ চার হাজারের নিচে । বাড়ছে সুস্থতার হারও । 26 অক্টোবর শেষবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল চার হাজারের বেশি । এদিকে রাজ্যে কোরোনায় মোট মৃত্যু 7 হাজার 294 জনের ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 920 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 5 হাজার 314 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 59 জনের । রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 294 জনের ।

গত 24 ঘণ্টায় কলকাতায় 813 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনা জেলায় 796 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 34 হাজার 566 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 4 হাজার 383 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 3 লাখ 63 হাজার 454 জন সুস্থ হয়ে উঠেছে ।

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 89.67 শতাংশ । রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে । 7 নভেম্বর পর্যন্ত রাজ্যে 48 লাখ 69 হাজার 554টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 45 হাজার 187টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 49 লাখ 14 হাজার 741 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.25 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 95 ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 280 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 8 হাজার 210 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 9 লাখ 45 হাজার 282 জন রয়েছে । ছাড়া পেয়েছে 8 লাখ 48 হাজার 418 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 410 ।

কলকাতা, 8 নভেম্বর : টানা 13 দিন । রাজ্যে দৈনিক কোরোনা সংক্রমণ চার হাজারের নিচে । বাড়ছে সুস্থতার হারও । 26 অক্টোবর শেষবার রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল চার হাজারের বেশি । এদিকে রাজ্যে কোরোনায় মোট মৃত্যু 7 হাজার 294 জনের ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে 3 হাজার 920 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4 লাখ 5 হাজার 314 । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 59 জনের । রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 7 হাজার 294 জনের ।

গত 24 ঘণ্টায় কলকাতায় 813 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনা জেলায় 796 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 34 হাজার 566 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 4 হাজার 383 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 3 লাখ 63 হাজার 454 জন সুস্থ হয়ে উঠেছে ।

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 89.67 শতাংশ । রোজই রাজ্যে সুস্থতার হার বাড়ছে । 7 নভেম্বর পর্যন্ত রাজ্যে 48 লাখ 69 হাজার 554টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 45 হাজার 187টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 49 লাখ 14 হাজার 741 টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.25 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 95 ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 280 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 8 হাজার 210 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 9 লাখ 45 হাজার 282 জন রয়েছে । ছাড়া পেয়েছে 8 লাখ 48 হাজার 418 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 410 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.