ETV Bharat / state

রাজ্যে লকডাউনের নয়া নির্দেশিকা

আজ থেকে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন । চলবে 31 মে পর্যন্ত । কী কী নির্দেশিকা মানতে হবে, তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 18, 2020, 6:01 PM IST

Updated : May 18, 2020, 7:31 PM IST

কলকাতা, 18 মে : 31 মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন । এই লকডাউনের নতুন নির্দেশিকা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

নতুন নির্দেশিকা জারি করে তিনি বলেন-

  • শপিং মল সহ বেসরকারি অফিসগুলি বিকল্প দিনগুলিতে 50 শতাংশ লোক নিয়ে কাজ করতে পারে ।
  • স্যালঁ ও বিউটি পার্লারগুলিও এরপর খুলতে পারে । তবে একই সরঞ্জাম ছ'জনের বেশি মানুষকে জীবাণুমুক্ত না করে ব্যবহার করা যাবে না ।
  • রাজ্যের হোটেলগুলি চালু করা যেতে পারে । তবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।
  • জেলাগুলির মধ্যে বাস চালানোর অনুমতি দেওয়া হবে ।
  • খেলাধুলার অনুমতি থাকলেও কোনও জমায়েত হতে দেওয়া যাবে না ।
  • 21 মে থেকে সমস্ত বড় বড় দোকান খোলা হবে । হকারদের বাজার 27 মে থেকে বিকল্প দিনগুলিতে খোলা থাকবে ।
  • তিনটি জ়োনে বিভক্ত হবে- জ়োন এ- প্রভাবিত অঞ্চল, জ়োন বি- বাফার অঞ্চল, জ়োন সি- পরিচ্ছন্ন অঞ্চল ।

তিনি বলেন, "আমরা কারফিউ ঘোষণা করছি না । তবে লকডাউন 31 মে পর্যন্ত চলবে । আমরা বিশেষ করে কারফিউ শব্দটি পছন্দ করি না । আমাদের একে অপরকে সাহায্য করতে হবে । আমরা যা কিছুই ব্যবহার করি আগে তা স্যানিটাইজ় করতে হবে ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক দূরত্বকে কঠোরভাবে অনুসরণ করা উচিত । এরপর থেকে মাস্ক জীবনের অংশ হওয়া উচিত । "মাস্ক পরা আমাদের জীবনের অংশ হিসেবে তৈরি করতে হবে । এটি অন্যদের শ্রদ্ধা জানানোর একটি নিদর্শন ।" পরিযায়ী শ্রমিকদের সংকটের বিষয়ে তিনি বলেন, তাঁর সরকার পরিযায়ীদের বাড়ি ফেরার জন্য ভাড়া দিচ্ছে । বলেন, "আমরা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনছি । আমরা ভাড়া দিচ্ছি । সমস্ত ব্যয়ের দায়িত্ব নিচ্ছি ।"

কলকাতা, 18 মে : 31 মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন । এই লকডাউনের নতুন নির্দেশিকা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

নতুন নির্দেশিকা জারি করে তিনি বলেন-

  • শপিং মল সহ বেসরকারি অফিসগুলি বিকল্প দিনগুলিতে 50 শতাংশ লোক নিয়ে কাজ করতে পারে ।
  • স্যালঁ ও বিউটি পার্লারগুলিও এরপর খুলতে পারে । তবে একই সরঞ্জাম ছ'জনের বেশি মানুষকে জীবাণুমুক্ত না করে ব্যবহার করা যাবে না ।
  • রাজ্যের হোটেলগুলি চালু করা যেতে পারে । তবে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।
  • জেলাগুলির মধ্যে বাস চালানোর অনুমতি দেওয়া হবে ।
  • খেলাধুলার অনুমতি থাকলেও কোনও জমায়েত হতে দেওয়া যাবে না ।
  • 21 মে থেকে সমস্ত বড় বড় দোকান খোলা হবে । হকারদের বাজার 27 মে থেকে বিকল্প দিনগুলিতে খোলা থাকবে ।
  • তিনটি জ়োনে বিভক্ত হবে- জ়োন এ- প্রভাবিত অঞ্চল, জ়োন বি- বাফার অঞ্চল, জ়োন সি- পরিচ্ছন্ন অঞ্চল ।

তিনি বলেন, "আমরা কারফিউ ঘোষণা করছি না । তবে লকডাউন 31 মে পর্যন্ত চলবে । আমরা বিশেষ করে কারফিউ শব্দটি পছন্দ করি না । আমাদের একে অপরকে সাহায্য করতে হবে । আমরা যা কিছুই ব্যবহার করি আগে তা স্যানিটাইজ় করতে হবে ।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক দূরত্বকে কঠোরভাবে অনুসরণ করা উচিত । এরপর থেকে মাস্ক জীবনের অংশ হওয়া উচিত । "মাস্ক পরা আমাদের জীবনের অংশ হিসেবে তৈরি করতে হবে । এটি অন্যদের শ্রদ্ধা জানানোর একটি নিদর্শন ।" পরিযায়ী শ্রমিকদের সংকটের বিষয়ে তিনি বলেন, তাঁর সরকার পরিযায়ীদের বাড়ি ফেরার জন্য ভাড়া দিচ্ছে । বলেন, "আমরা পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনছি । আমরা ভাড়া দিচ্ছি । সমস্ত ব্যয়ের দায়িত্ব নিচ্ছি ।"

Last Updated : May 18, 2020, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.