কলকাতা, 3 ফেব্রুয়ারি : নমুনা পরীক্ষা কম হতেই রাজ্যে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা ৷ বৃহস্পতিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যে গত 24 ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমে 1 হাজার 916 জন ৷ আগের দিন যা ছিল 2 হাজার 723 জন ৷ অন্যদিকে, বুধবার নমুনা পরীক্ষার সংখ্যা ছিল 59 হাজার 104টি ৷ সেই তুলনায় বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হয়েছে 48 হাজার 681 জনের ৷ সেই দিক থেকে দেখা যাচ্ছে নমুনা পরীক্ষা প্রায় 11 হাজার কমতেই সংক্রমণও কমে গিয়েছে ৷
তবে সংক্রমণের হার কমে হয়েছে 3.94 শতাংশ ৷ আগের দিন যা ছিল 4.61 শতাংশ ৷ রাজ্যে গত চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 36 জনের (Died of Corona in Bengal) ৷ যা আগের দিনের তুলনায় এক বেশি ৷
রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু (Corona Death toll in Bengal) হয়েছে 20 হাজার 723 জনের ৷ রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে হয়েছে 20 লাখ 2 হাজার 169 ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন 2 হাজার 614 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন 19 লাখ 60 হাজার 300 জন ৷ আজ পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 21 হাজার 146 জন ৷
এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা 2 কোটি 33 লাখ 75 হাজার 145টি ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 29 হাজার 621 জন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন 2 লাখ 4 হাজার 760 জন (Corona Update in Bengal) ৷
করোনা আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 5 জনের ৷ উত্তর 24 পরগনায় প্রাণ হারিয়েছেন 6 জন ৷
আরও পড়ুন : Corona Update in India : ফের বাড়ল সংক্রমণ, মৃত্যু হাজারের উপরেই