কলকাতা, 14 মে : "মমতা ব্যানার্জির ব্যবহারে পশ্চিমবঙ্গ বদনাম হচ্ছে ।" গতকাল মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন BJP-র জাতীয় সম্পাদক সুনীল দেওধর ।
গতকাল বারুইপুরে অমিত শাহের সভা বাতিল হয়ে যায় । তারপরই উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর । BJP ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । এর প্রতিবাদে যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা ধরনায় বসেন । পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে যান মুকুল রায় ও সুনীল দেওধর । মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করে দক্ষিণ 24 পরগনার জেলাশাসক রত্না করের অপসারণের দাবি জানান । পাশাপাশি আরও পুলিশ অফিসার ও প্রশাসনিক অফিসারদের সরিয়ে দেওয়ার দাবি জানায় । তিনি বলেন, যদি দাবি না মানা হয় তাহলে আবার তাঁরা ধরনায় বসবেন । আর সেটা উঠবে না ।
মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নিজেদের দাবি জানানোর পর সাংবাদিকদের সুনীল দেওধর বলেন, "যোগী আদিত্যনাথের সভার অনুমতি দেওয়া হয়নি । স্মৃতি ইরানির সভা করার কথা ছিল । শেষ মুহূর্তে সেটা বাতিল করে দেওয়া হয়েছে । পশ্চিমবঙ্গে কি ছেলেখেলা চলছে ? আর কোথাও এইসব হয় না। মমতা ব্যানার্জির এই ব্যবহারের ফলে সারা দেশে পশ্চিমবঙ্গ বদনাম হচ্ছে । পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী মানেন । কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে উনি প্রধানমন্ত্রী মানেন না । বলছে নরেন্দ্র মোদিকে থাপ্পড় মারব । এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয় । পশ্চিমবঙ্গের মহিলারা ভালোবেসে খাবার খাওয়ায় । রসগোল্লা খাওয়ায় । আর উনি বলেন মাটির রসগোল্লায় কাঁকর মিশিয়ে খাওয়াব । এটা পশ্চিমবঙ্গের সভ্যতার অনুরূপ নয় ।"
তিনি আরও বলেন, "অনেক জায়গায় আমাদের বিরোধী দল রয়েছে । কোথাও এরকম হয় না । অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নায়ডু আমাদের প্রচুর সমালোচনা করেন । কিন্তু নরেন্দ্র মোদি ও অমিত শাহের সভা করার সময় কখনও উনি বাধার সৃষ্টি করেননি ।"