ETV Bharat / state

কর্মী কোরোনায় আক্রান্ত, 24 জুলাই পর্যন্ত বন্ধ বিধানসভা - কলকাতায় কোরোনা সংক্রমণ

বিধানসভার এক কর্মীর শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । সেই কারণে বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার নির্দেশ ।

Corona positive case in Legislative Assembly
Corona positive case in Legislative Assembly
author img

By

Published : Jul 16, 2020, 1:49 AM IST

কলকাতা, 15 জুলাই : এবার বিধানসভার অন্দরেও ঢুকে পড়ল কোরোনা । কোরোনায় আক্রান্ত বিধানসভার এক টাইপিস্ট । যার জেরে আগামী 24 তারিখ পর্যন্ত বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 25 ও 26 জুলাই শনি ও রবিবার পড়েছে । সেকারণে 27 জুলাই ফের খুলবে বিধানসভা ।

শহরের একের পর এক গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কোরোনা থাবা বসাচ্ছে । ইতিমধ্যেই নবান্ন, মেট্রোভবন, রাজভবনের বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন । বিধানসভার কর্মী কোরোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই অন্য কর্মী ও আধিকারিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Corona positive case in Legislative Assembly
বিধানসভার এক কর্মী কোরোনায় আক্রান্ত

বিধানসভায় শাসক-বিরোধী দলের বিধায়ক ও মন্ত্রীদের অনেকেই অধিকাংশ দিন উপস্থিত থাকেন । তাঁদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় নিয়ে আরও সতর্ক হতে চাইছেন অধ্যক্ষ । জানা গেছে, ওই টাইপিস্ট বেহালার বাসিন্দা ।

কলকাতা, 15 জুলাই : এবার বিধানসভার অন্দরেও ঢুকে পড়ল কোরোনা । কোরোনায় আক্রান্ত বিধানসভার এক টাইপিস্ট । যার জেরে আগামী 24 তারিখ পর্যন্ত বিধানসভার সমস্ত দপ্তর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । 25 ও 26 জুলাই শনি ও রবিবার পড়েছে । সেকারণে 27 জুলাই ফের খুলবে বিধানসভা ।

শহরের একের পর এক গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কোরোনা থাবা বসাচ্ছে । ইতিমধ্যেই নবান্ন, মেট্রোভবন, রাজভবনের বেশ কয়েকজন কর্মী আক্রান্ত হয়েছেন । বিধানসভার কর্মী কোরোনায় আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই অন্য কর্মী ও আধিকারিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে । বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Corona positive case in Legislative Assembly
বিধানসভার এক কর্মী কোরোনায় আক্রান্ত

বিধানসভায় শাসক-বিরোধী দলের বিধায়ক ও মন্ত্রীদের অনেকেই অধিকাংশ দিন উপস্থিত থাকেন । তাঁদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় নিয়ে আরও সতর্ক হতে চাইছেন অধ্যক্ষ । জানা গেছে, ওই টাইপিস্ট বেহালার বাসিন্দা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.