বিধাননগর, 14 জুন: জুনিয়র ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রী যে শব্দপ্রয়োগ করেছেন তার নিন্দা করল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' । ডাক্তারদের বিভিন্ন সংগঠনের এই যৌথ মঞ্চ জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে তারা আজ সকাল 11 টায় NRS -এ জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবস্থানে বসবে । বিকেল 5 টায় রাজভবনে এ বিষয়ে তারা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করবে ।
গতকাল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের উপর প্রশাসনিক কিংবা গুন্ডাদের কোনওরকম আক্রমণ করা হলে তারা সারা রাজ্যে কর্মবিরতি পালন করতে পিছপা হবে না । কর্মবিরতি না উঠলে আইন প্রয়োগ করে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর নিন্দা করে চিকিৎসকরা বলেন, "আমাদের সুরক্ষা দেওয়া হোক এই দাবি আন্দোলনের জনক । এই দাবিকে দমন করতে উনি কঠোর আইন প্রয়োগ করলে তা স্বৈরাচারিতার পরিচয় হবে ।"
'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্ত বলেন, "রাজ্যপালের সাথে দেখা করে জানাব পুরো ব্যাপারটা । তাঁর হস্তক্ষেপ দাবি করব । এই বাচ্চা ছেলেমেয়েদের জীবন বিপন্ন । তাদের বাঁচান । এরা ভবিষ্যতের স্বাস্থ্য কর্মী । এদের হাতে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে । এদের এইভাবে ব্যবহার করা যাবে না । এদের সহমর্মিতা দেখানোর জন্য NRS -এ সমস্ত সিনিয়র ডাক্তারদের অনুরোধ করব এদের পাশে এসে দাঁড়ানোর জন্য । বিকেল 5 টায় NRS থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ।"