ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর মন্তব্যের নিন্দা, আজ NRS-এ আন্দোলনে সামিল চিকিৎসক সংগঠন - West Bengal Joint Platform of Doctors

গতকাল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস'-এর তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের উপর প্রশাসনিক কিংবা গুন্ডাদের কোনওরকম আক্রমণ করা হলে তারা সারা রাজ্যে কর্মবিরতি পালন করতে পিছপা হবে না ।

আজ NRS-এ আন্দোলনে সামিল চিকিৎসক সংগঠন
author img

By

Published : Jun 14, 2019, 7:02 AM IST

বিধাননগর, 14 জুন: জুনিয়র ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রী যে শব্দপ্রয়োগ করেছেন তার নিন্দা করল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' । ডাক্তারদের বিভিন্ন সংগঠনের এই যৌথ মঞ্চ জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে তারা আজ সকাল 11 টায় NRS -এ জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবস্থানে বসবে । বিকেল 5 টায় রাজভবনে এ বিষয়ে তারা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করবে ।

গতকাল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের উপর প্রশাসনিক কিংবা গুন্ডাদের কোনওরকম আক্রমণ করা হলে তারা সারা রাজ্যে কর্মবিরতি পালন করতে পিছপা হবে না । কর্মবিরতি না উঠলে আইন প্রয়োগ করে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর নিন্দা করে চিকিৎসকরা বলেন, "আমাদের সুরক্ষা দেওয়া হোক এই দাবি আন্দোলনের জনক । এই দাবিকে দমন করতে উনি কঠোর আইন প্রয়োগ করলে তা স্বৈরাচারিতার পরিচয় হবে ।"

West Bengal Joint Platform of Doctors
'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্ত

'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্ত বলেন, "রাজ্যপালের সাথে দেখা করে জানাব পুরো ব্যাপারটা । তাঁর হস্তক্ষেপ দাবি করব । এই বাচ্চা ছেলেমেয়েদের জীবন বিপন্ন । তাদের বাঁচান । এরা ভবিষ্যতের স্বাস্থ্য কর্মী । এদের হাতে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে । এদের এইভাবে ব্যবহার করা যাবে না । এদের সহমর্মিতা দেখানোর জন্য NRS -এ সমস্ত সিনিয়র ডাক্তারদের অনুরোধ করব এদের পাশে এসে দাঁড়ানোর জন্য । বিকেল 5 টায় NRS থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ।"

বিধাননগর, 14 জুন: জুনিয়র ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রী যে শব্দপ্রয়োগ করেছেন তার নিন্দা করল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' । ডাক্তারদের বিভিন্ন সংগঠনের এই যৌথ মঞ্চ জানিয়েছে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে তারা আজ সকাল 11 টায় NRS -এ জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবস্থানে বসবে । বিকেল 5 টায় রাজভবনে এ বিষয়ে তারা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করবে ।

গতকাল 'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, জুনিয়র ডাক্তারদের উপর প্রশাসনিক কিংবা গুন্ডাদের কোনওরকম আক্রমণ করা হলে তারা সারা রাজ্যে কর্মবিরতি পালন করতে পিছপা হবে না । কর্মবিরতি না উঠলে আইন প্রয়োগ করে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এর নিন্দা করে চিকিৎসকরা বলেন, "আমাদের সুরক্ষা দেওয়া হোক এই দাবি আন্দোলনের জনক । এই দাবিকে দমন করতে উনি কঠোর আইন প্রয়োগ করলে তা স্বৈরাচারিতার পরিচয় হবে ।"

West Bengal Joint Platform of Doctors
'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্ত

'ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস' - এর প্রেসিডেন্ট অর্জুন দাশগুপ্ত বলেন, "রাজ্যপালের সাথে দেখা করে জানাব পুরো ব্যাপারটা । তাঁর হস্তক্ষেপ দাবি করব । এই বাচ্চা ছেলেমেয়েদের জীবন বিপন্ন । তাদের বাঁচান । এরা ভবিষ্যতের স্বাস্থ্য কর্মী । এদের হাতে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে । এদের এইভাবে ব্যবহার করা যাবে না । এদের সহমর্মিতা দেখানোর জন্য NRS -এ সমস্ত সিনিয়র ডাক্তারদের অনুরোধ করব এদের পাশে এসে দাঁড়ানোর জন্য । বিকেল 5 টায় NRS থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে ।"

Intro:
বিধাননগর, ১৩ জুন: জুনিয়র ডাক্তারদের প্রতি মুখ্যমন্ত্রী যে শব্দপ্রয়োগ করেছেন তার নিন্দা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর। ডাক্তারদের বিভিন্ন সংগঠনের এই যৌথ মঞ্চের জানিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়াতে তারা আগামী কাল তারা সকাল ১১:০০ টায় এনআরএসে তারা জুনিয়র ডাক্তারদের অবস্থানস্থানে তারাও বসবেন। আগামীকাল বিকেল ৫টায় রাজভবনে এবিষয়ে তারা রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করবেন।


Body:আজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরের তরফে একটি সাংবাদিক সম্মেলন করে জানানো হয় জুনিয়র ডাক্তার দের ওপর প্রশাসনিক কিংবা গুন্ডা তাদের ওপর আক্রমণ নামানো হলে তারা সারা রাজ্যে কর্মবিরতি পালন করতে পিছপা হবে না। কর্মবিরতি না উঠলে আইন প্রয়োগ করে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির নিন্দা করে চিকিৎসকরা বলেন, "আমাদের সুরক্ষা দেওয়া হোক এই দাবি আন্দোলনের জনক। এই দাবিকে দমন করতে উনি কঠোর আইন প্রয়োগ স্বৈরাচারীতার পরিচয় দেবে"।

Conclusion:ডাক্তার অর্জুন দাশগুপ্ত বলেন, "আগামীকাল রাজ্যপালের সাথে দেখা করে জানাব এই পুরো ব্যাপারটা। তার হস্তক্ষেপ দাবি করব।এই বাচ্চা ছেলে মেয়েদের জীবন বিপন্ন তাদের বাঁচান।এরা ভবিষ্যতের স্বাস্থ্য কর্মী।এদের হাতে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যতের স্বাস্থ্য দাঁড়িয়ে আছে।এদের এই ভাবে ব্যবহার করা যাবে না।এদের সহমর্মিতা দেখানো জন্য আগামীকাল nrs এ সমস্ত সিনিয়র ডাক্তার পশ্চিমবঙ্গের যতজন আছে তাদের কে আমরা অনুরোধ করবো এদের পাশে এসে দাঁড়ান।কালকে ১১ টার সময় এদের পাশে গিয়ে বসবো। কাল বিকেল পাঁচটায় nrs থেকে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ অব্দি বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়েছে"।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.