ETV Bharat / state

অত্যাবশ্যকীয় নয় এমন পণ্য হোম ডেলিভারিতেও বাধা নেই, নির্দেশিকা নবান্নের - West Bengal Government

এবার থেকে রাজ্যে অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যেরও হোম ডেলিভারি করা যাবে । এই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 28, 2020, 9:13 PM IST

Updated : Apr 28, 2020, 10:13 PM IST

কলকাতা, 28 এপ্রিল : লকডাউনে এতদিন পর্যন্ত শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় জিনিসপত্রের বিক্রি ও হোম ডেলিভারির অনুমতি ছিল । এবার অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যেরও হোম ডেলিভারি করা যাবে বলে জানানো হল নবান্নের তরফে ।

15 ও 24 মার্চ নবান্নের তরফে দু'টি নির্দেশিকা জারি করা হয়েছিল । সেখানে বলা হয়েছিল, লকডাউনের সময় শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা যাবে । খাবার ও অত্যাবশ্যকীয় পণ্যের হোম ডেলিভারিতেও কোনও বাধা ছিল না । কিন্তু, অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের হোম ডেলিভারিতে নিষেধাজ্ঞা ছিল । কেন্দ্রের তরফেও সেই নির্দেশিকা বলবৎ হয় ।

রাজ্য সরকারের তরফে দেওয়া নির্দেশিকা
রাজ্য সরকারের তরফে দেওয়া নির্দেশিকা

দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে কিছু দোকান খোলা যেতে পারে বলে জানায় । আজ রাজ্য সরকার জানিয়ে দিল, অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যেরও হোম ডেলিভারি করা যাবে । গতকালই জারি হয়েছে এই নির্দেশিকা । সেখানে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের সাপ্লাই চেইনের যাবতীয় কাজ করা যাবে । নির্দেশিকাতে আরও বলা হয়, হোম ডেলিভারি করার সময় সামাজিক দূরত্বের প্রোটকল মাথায় রেখে কাজ করতে হবে । এছাড়া, ডেলিভারি বয়দের মাস্ক পরা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে ।

কলকাতা, 28 এপ্রিল : লকডাউনে এতদিন পর্যন্ত শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় জিনিসপত্রের বিক্রি ও হোম ডেলিভারির অনুমতি ছিল । এবার অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যেরও হোম ডেলিভারি করা যাবে বলে জানানো হল নবান্নের তরফে ।

15 ও 24 মার্চ নবান্নের তরফে দু'টি নির্দেশিকা জারি করা হয়েছিল । সেখানে বলা হয়েছিল, লকডাউনের সময় শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা যাবে । খাবার ও অত্যাবশ্যকীয় পণ্যের হোম ডেলিভারিতেও কোনও বাধা ছিল না । কিন্তু, অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের হোম ডেলিভারিতে নিষেধাজ্ঞা ছিল । কেন্দ্রের তরফেও সেই নির্দেশিকা বলবৎ হয় ।

রাজ্য সরকারের তরফে দেওয়া নির্দেশিকা
রাজ্য সরকারের তরফে দেওয়া নির্দেশিকা

দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে কিছু দোকান খোলা যেতে পারে বলে জানায় । আজ রাজ্য সরকার জানিয়ে দিল, অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যেরও হোম ডেলিভারি করা যাবে । গতকালই জারি হয়েছে এই নির্দেশিকা । সেখানে বলা হয়েছে, অত্যাবশ্যকীয় নয়, এমন পণ্যের সাপ্লাই চেইনের যাবতীয় কাজ করা যাবে । নির্দেশিকাতে আরও বলা হয়, হোম ডেলিভারি করার সময় সামাজিক দূরত্বের প্রোটকল মাথায় রেখে কাজ করতে হবে । এছাড়া, ডেলিভারি বয়দের মাস্ক পরা বাধ্যতামূলক বলেও জানানো হয়েছে ।

Last Updated : Apr 28, 2020, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.