ETV Bharat / state

WB Foundation Day: পশ্চিমবঙ্গ দিবসে সন্ত্রাস-দুর্নীতি নিয়ে কড়া বার্তা বোসের

author img

By

Published : Jun 20, 2023, 2:02 PM IST

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি জানিয়েছিলেন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনের বিষয়ে ৷ তবে তাঁর আপত্তিতে কানই দিল না রাজভবন ৷ সেখানে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস ৷ সেই অনুষ্ঠান থেকে সন্ত্রাস দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

West Bengal Day
পশ্চিমবঙ্গ দিবস

কলকাতা, 20 জুন: নবান্ন তথা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি সত্ত্বেও পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে সরে এল না রাজভবন । মঙ্গলবার রাজভবনে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা বার্তা পড়ে বক্তব্য শুরু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎকর্ষের কথা বলেন এ দিন তিনি । একই সঙ্গে হিংসা দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন রাজ্যপাল । তিনি বলেন, "আমার বাংলা হিংসা বা দুর্নীতিতে একফোঁটা আপসে বিশ্বাসী নয় । আমি ঘরে বসা রাজ্যপাল না হয়ে মানুষের সঙ্গে সেতু বাঁধতে চেয়েছি ।"

বাংলার বিষয়ে রাজ্যপাল আরও বলেন, "বাংলা কৃষির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । আমাদের সংবিধান আমাদের ন্যায় বিচারের অধিকার দিয়েছে । তাই সেই সমস্ত সংস্থানকে তাদের দায়িত্ব পালন করতে হবে । গণতন্ত্র মানুষের জন্য রয়েছে । নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে । দেশের নতুন প্রজন্মকে আমার শুভেচ্ছা জানাই ।" রাজ্যপালের আরও বক্তব্য, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিবেকানন্দ বাংলাকে সমৃদ্ধ করেছিলেন । রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য তাদের অবদান রেখেছেন । তিনি পশ্চিমবঙ্গবাসীদের আজকের দিনের শুভেচ্ছা জানান ।

West Bengal Day
রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন

রাজ্যপাল জানান, রাষ্ট্রপতির বার্তা অনুযায়ী পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে । বাংলার মানুষ সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন । ঐক্যবদ্ধ হয়ে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে বাংলার নাম উজ্জ্বল করেছে । তিনি বলেন, "আমি বাংলার মানুষকে স্যালুট জানাই । দেশের ঐক্যতা এবং উন্নয়নে বাংলার অবদান গুরুত্বপূর্ণ । বাংলা এখন উন্নতির পথে । ভারত সরকারের সাফল্যে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । বাংলা দেশকে দিয়েছে জাতীয় সঙ্গীত । বাংলায় অশান্তির জায়গা নেই । হিংসার জন্য জিরো টলেরেন্স নীতি অবলম্বন করতে হবে ।"

West Bengal Day
পশ্চিমবঙ্গ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান রাজভবনে

আরও পড়ুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, বোসকে কড়া চিঠি মমতার

এ দিনের মূল অনুষ্ঠানের আগে এনসিসি'র ক্যাডেটদের কুচকাওয়াজ হয় । পাশাপাশি হয় বাঘ বিষয়ে ছোটদের 'বসে আঁকো' প্রতিযোগিতা ৷ একই সঙ্গে নানা লোকগানের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গ দিবসে ।

কলকাতা, 20 জুন: নবান্ন তথা মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আপত্তি সত্ত্বেও পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠান থেকে সরে এল না রাজভবন । মঙ্গলবার রাজভবনে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শুভেচ্ছা বার্তা পড়ে বক্তব্য শুরু করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎকর্ষের কথা বলেন এ দিন তিনি । একই সঙ্গে হিংসা দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন রাজ্যপাল । তিনি বলেন, "আমার বাংলা হিংসা বা দুর্নীতিতে একফোঁটা আপসে বিশ্বাসী নয় । আমি ঘরে বসা রাজ্যপাল না হয়ে মানুষের সঙ্গে সেতু বাঁধতে চেয়েছি ।"

বাংলার বিষয়ে রাজ্যপাল আরও বলেন, "বাংলা কৃষির উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । আমাদের সংবিধান আমাদের ন্যায় বিচারের অধিকার দিয়েছে । তাই সেই সমস্ত সংস্থানকে তাদের দায়িত্ব পালন করতে হবে । গণতন্ত্র মানুষের জন্য রয়েছে । নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে । দেশের নতুন প্রজন্মকে আমার শুভেচ্ছা জানাই ।" রাজ্যপালের আরও বক্তব্য, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং বিবেকানন্দ বাংলাকে সমৃদ্ধ করেছিলেন । রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্য তাদের অবদান রেখেছেন । তিনি পশ্চিমবঙ্গবাসীদের আজকের দিনের শুভেচ্ছা জানান ।

West Bengal Day
রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন

রাজ্যপাল জানান, রাষ্ট্রপতির বার্তা অনুযায়ী পশ্চিমবঙ্গ দিবস পালন করা হচ্ছে । বাংলার মানুষ সমস্ত চ্যালেঞ্জকে গ্রহণ করেছেন । ঐক্যবদ্ধ হয়ে শান্তি এবং সম্প্রীতি বজায় রেখে বাংলার নাম উজ্জ্বল করেছে । তিনি বলেন, "আমি বাংলার মানুষকে স্যালুট জানাই । দেশের ঐক্যতা এবং উন্নয়নে বাংলার অবদান গুরুত্বপূর্ণ । বাংলা এখন উন্নতির পথে । ভারত সরকারের সাফল্যে বাংলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । বাংলা দেশকে দিয়েছে জাতীয় সঙ্গীত । বাংলায় অশান্তির জায়গা নেই । হিংসার জন্য জিরো টলেরেন্স নীতি অবলম্বন করতে হবে ।"

West Bengal Day
পশ্চিমবঙ্গ দিবসে সাংস্কৃতিক অনুষ্ঠান রাজভবনে

আরও পড়ুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, বোসকে কড়া চিঠি মমতার

এ দিনের মূল অনুষ্ঠানের আগে এনসিসি'র ক্যাডেটদের কুচকাওয়াজ হয় । পাশাপাশি হয় বাঘ বিষয়ে ছোটদের 'বসে আঁকো' প্রতিযোগিতা ৷ একই সঙ্গে নানা লোকগানের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গ দিবসে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.