ETV Bharat / state

বিপর্যয়ের দিনেও রাজনীতি করছেন, তৃণমূলের নিশানায় মোদি - ফিরহাদ হাকিম

আজ বিপর্যয়ের দিনে কোনও জবাব দেব না । কাল সাংবাদিক বৈঠক করে জবাব দেবে তৃণমূল । বললেন সুখেন্দুশেখর রায় ।

সুখেন্দুশেখর
ছবি
author img

By

Published : Feb 7, 2021, 6:06 PM IST

Updated : Feb 7, 2021, 6:12 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : ভোটের আবহে প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি । হলদিয়ায় সরকারি কর্মসূচির আগে রাজনৈতিক সভাও করেন হলদিয়া হেলিপ্যাজ গ্রাউন্ডের মাঠে । রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি । এবার তার পালটা দিলেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় । বললেন, " 45 মিনিট ধরে রাজনৈতিক ভাষণ মোদির । দেশের জন্য কিছুই বললেন না ।"

তিনি আরও বলেন, "আজ বিপর্যয়ের দিনে কোনও জবাব দেব না । কাল সাংবাদিক বৈঠক করে জবাব দেবে তৃণমূল ।"দেশের সমস্যা নিয়ে কেন নীরব মোদি ? প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর রায় । বললেন, বিপর্যয়ের দিনেও রাজনীতি করছেন নরেন্দ্র মোদি ।

আরও পড়ুন : বাম-কংগ্রেস-তৃণমূল পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করছে

নরেন্দ্র মোদির ভাষণ শেষ হওয়ার পরই একের পর এক পালটা আক্রমণ আসতে শুরু করেছে তৃণমূল শিবির থেকে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, "আমাদের দুর্ভাগ্য ভারতকে এইরকম প্রধানমন্ত্রী দেখতে হচ্ছে । ভোট আসছে বলে সরকারি অনুষ্ঠানে এসে মণীষীদের কথা বলছি, বাংলা শিখছি, এটা প্রধানমন্ত্রীর মানায় না । কৃষকরা যেখানে আন্দোলন করছেন, শীতের মধ্যে রাস্তায় বসে রয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী দেশজুড়ে রাজনীতি করে বেরাচ্ছেন ।"

কলকাতা, 7 ফেব্রুয়ারি : ভোটের আবহে প্রথমবার রাজ্যে নরেন্দ্র মোদি । হলদিয়ায় সরকারি কর্মসূচির আগে রাজনৈতিক সভাও করেন হলদিয়া হেলিপ্যাজ গ্রাউন্ডের মাঠে । রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন নরেন্দ্র মোদি । এবার তার পালটা দিলেন তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় । বললেন, " 45 মিনিট ধরে রাজনৈতিক ভাষণ মোদির । দেশের জন্য কিছুই বললেন না ।"

তিনি আরও বলেন, "আজ বিপর্যয়ের দিনে কোনও জবাব দেব না । কাল সাংবাদিক বৈঠক করে জবাব দেবে তৃণমূল ।"দেশের সমস্যা নিয়ে কেন নীরব মোদি ? প্রশ্ন তুললেন সুখেন্দুশেখর রায় । বললেন, বিপর্যয়ের দিনেও রাজনীতি করছেন নরেন্দ্র মোদি ।

আরও পড়ুন : বাম-কংগ্রেস-তৃণমূল পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করছে

নরেন্দ্র মোদির ভাষণ শেষ হওয়ার পরই একের পর এক পালটা আক্রমণ আসতে শুরু করেছে তৃণমূল শিবির থেকে । ফিরহাদ হাকিম জানিয়েছেন, "আমাদের দুর্ভাগ্য ভারতকে এইরকম প্রধানমন্ত্রী দেখতে হচ্ছে । ভোট আসছে বলে সরকারি অনুষ্ঠানে এসে মণীষীদের কথা বলছি, বাংলা শিখছি, এটা প্রধানমন্ত্রীর মানায় না । কৃষকরা যেখানে আন্দোলন করছেন, শীতের মধ্যে রাস্তায় বসে রয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী দেশজুড়ে রাজনীতি করে বেরাচ্ছেন ।"

Last Updated : Feb 7, 2021, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.