কলকাতা , 9 এপ্রিল : কোরোনা ভাইরাস মোকাবিলায় সারা দেশে চলছে লকডাউন ৷ রাজ্যেও খোলা শুধুমাত্র প্রশাসনিক ভবন ৷ বন্ধ রাজ্য বিধানসভাও ৷ সপ্তাহে পাঁচদিন বিভিন্ন কমিটির বৈঠকও বন্ধ রয়েছে প্রায় গত একমাস ধরে । অতীতে কখনও এভাবে বিধানসভা বন্ধ হয়নি বলে জানালেন সুব্রত মুখোপাধ্যায়রা ।
বিধানসভার 49 বছরের সদস্য তথা বর্তমান রাজ্য সরকারের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও স্মরণে আনতে পারেননি এর আগে এমনটা কবে ঘটেছিল ৷ কবে এভাবে বিধানসভার কমিটির বৈঠক বন্ধ হয়ে গিয়েছে । সুব্রত মুখোপাধ্যায়ও বর্তমানে স্বেচ্ছায় গৃহবন্দী । বাড়িতে থাকলেও মাস্ক লাগিয়ে ঘরে চলাফেরা করছেন । আয়লা বিধ্বস্ত হওয়ার পরও বিধানসভা চালু ছিল ৷ তার আগে রাজ্যের জরুরি অবস্থার সময়ও নিয়মিত বিভিন্ন কমিটির বৈঠক হত বিধানসভায় । 1978 সালের ভয়াবহ বন্যাতেও বিধানসভার অধিবেশন চলে ৷ বিধায়ক ও মন্ত্রীরা করেছেন বিভিন্ন কমিটির বৈঠক ৷
তবে কোরোনার সংক্রমণ থেকে বাঁচতে সম্পূর্ণভাবে তালাবন্ধ রাজ্য বিধানসভা । অনির্দিষ্টকালের জন্য লকডাউনের জেরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে অফিস । রাজ্যের 294 জন বিধায়ক বিধানসভার 46টি কমিটির বৈঠকে প্রতি সপ্তাহে নিয়ম করে প্রতিনিধিত্ব করেন । লকডাউনের জেরে সবকিছু বন্ধ হয়ে গিয়েছে ।
সুব্রত মুখোপাধ্যায় বলেন ,"গত 50 বছরে এমন ঘটনা ঘটেনি । জরুরি অবস্থার সময়ও বিধানসভা চলেছে । সেই সময়ও বিধানসভা স্বাভাবিক ছিল । বৈঠক হয়েছে । প্রাকৃতিক সংকট, অস্বাভাবিক সংকটে পরিণত হয়েছে । একে মোকাবিলা করা শক্ত । কিন্তু অসম্ভব নয় । আমরা গুজবের দ্বারা আতঙ্কিত হয়েছিলাম নকশাল সন্ত্রাসের সময় । খুনের রাজনীতিতে বিশ্বাস করত নকশালপন্থীরা । সংঘর্ষ-সংঘাত খবরের কাগজে মৃত্যুর তালিকা দেখতাম নিয়মিত । বোমার আওয়াজ তার মধ্যেও নিয়মিত বিধানসভায় গেছি আমি । এরকম বিপর্যয় অতীতে কখনও দেখিনি । অসহায়ের মতো লাগছে । কখনও এমন পরিস্থিতি দেখিনি । এখন বাড়িতেই আছি । "
কংগ্রেসের ডেপুটি লিডার নেপাল মাহাতও বলেন, তাঁর রাজনৈতিক জীবনে এমন অভিজ্ঞতা কোনওদিন হয়নি । তাঁর কথায়, " স্বাধীনতার পর গত 70-80 বছরেও এমন পরিস্থিতি হয়নি । দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ট্রেন চলাচল বন্ধ হয়নি । এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও মারাত্মক আকার ধারণ করেছে । অনির্দিষ্টকালের লকডাউন । অনিশ্চিত ফল । এর কোনও পরিণতি নেই । যে দিকে পরিস্থিতি এগোচ্ছে তাতে সরকারি অফিস খোলা তো দূরের কথা, না খেতে পেয়ে কত মানুষ মারা যাবে তা নিয়ে ভাবতে হচ্ছে । আমাদের পরিষেবা দেওয়া যাচ্ছে না । তার পরিস্থিতি নেই । চরম সংকট । বিধানসভার অধিবেশন অতীতে এভাবে কোনওদিন বন্ধ হয়ে যায়নি । অন্তত কমিটির বৈঠকগুলো হয়েছে । চলতি সংকটে বিধানসভাও বন্ধ হয়ে যাবে তা ভাবনার বাইরে । " প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরি , রেজ্জাক মোল্লারাও জানিয়েছেন একই কথা ৷ অভাবনীয়, অকল্পনীয় এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে, প্রশ্ন তাঁদেরও ।