ETV Bharat / state

পশ্চিমবঙ্গ ও 370 ধারার বিশেষ যোগ রয়েছে : অমিত শাহ

author img

By

Published : Oct 1, 2019, 6:23 PM IST

Updated : Oct 1, 2019, 8:45 PM IST

370 ধারা প্রসঙ্গে ফের সরব হলেন অমিত শাহ ৷ বললেন, পশ্চিমবঙ্গ ও 370 ধারার সঙ্গে একটি বিশেষ যোগ রয়েছে ৷ জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি নরেন্দ্র মোদির শ্রদ্ধার্ঘ্য ৷

ছবি

কলকাতা, 1 অক্টোবর : 370 ধারা নিয়ে আবার সরব হলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে মঞ্চে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ ও 370 ধারার সঙ্গে একটি বিশেষ যোগ রয়েছে ৷ কারণ এই মাটির সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই স্লোগান তুলেছিলেন, "এক লক্ষ্য, এক নীতি ও এক প্রধান ৷"

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় 370 ধারা ৷ এরপর বিরোধীরা এই ইশুতে সরব হন ৷ কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পুরো বিষয়টাই দেখেছি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি ৷ বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে 370 তুলে দেওয়া হল তা ঠিক হয়নি । " বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ বলেছিলেন, ভারতে ফের পুলওয়ামা হবে ৷

ভিডিয়োয় শুনুন অমিত শাহর বক্তব্য

আজ আবার সেই ইশুতেই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গ তুলে আনেন অমিত ৷ BJP-র সর্বভারতীয় সভাপতি বলেন, "তারা বলে BJP বাইরের দল ৷ বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই ৷ কিন্তু দেশভাগের সময় যখন বাংলা পাকিস্তানে চলে যাচ্ছিল তখন বাংলাকে ধরে রাখেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তিনি স্লোগান তুলেছিলেন -এক লক্ষ্য, এক নীতি ও এক প্রধান ৷ অর্থাৎ একই দেশে দু'ধরনের আইন, দু'জন প্রধানমন্ত্রী এবং দুটি জাতীয় প্রতীক হতে পারে না ৷ 370 ধারা প্রত্যাহারের মাধ্যমে কাশ্মীরকে আমরা দেশের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছি ৷ এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি নরেন্দ্র মোদির শ্রদ্ধার্ঘ্য ৷"

কলকাতা, 1 অক্টোবর : 370 ধারা নিয়ে আবার সরব হলেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে মঞ্চে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গ ও 370 ধারার সঙ্গে একটি বিশেষ যোগ রয়েছে ৷ কারণ এই মাটির সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই স্লোগান তুলেছিলেন, "এক লক্ষ্য, এক নীতি ও এক প্রধান ৷"

5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার করা হয় 370 ধারা ৷ এরপর বিরোধীরা এই ইশুতে সরব হন ৷ কেন্দ্রকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "পুরো বিষয়টাই দেখেছি ৷ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনও কাজ করা হয়নি ৷ বিলের মেরিট নিয়ে আমি কোনও কথা বলছি না । কিন্তু, যে ভাবে 370 তুলে দেওয়া হল তা ঠিক হয়নি । " বিস্ফোরক মন্তব্য করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ বলেছিলেন, ভারতে ফের পুলওয়ামা হবে ৷

ভিডিয়োয় শুনুন অমিত শাহর বক্তব্য

আজ আবার সেই ইশুতেই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রসঙ্গ তুলে আনেন অমিত ৷ BJP-র সর্বভারতীয় সভাপতি বলেন, "তারা বলে BJP বাইরের দল ৷ বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই ৷ কিন্তু দেশভাগের সময় যখন বাংলা পাকিস্তানে চলে যাচ্ছিল তখন বাংলাকে ধরে রাখেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ৷ তিনি স্লোগান তুলেছিলেন -এক লক্ষ্য, এক নীতি ও এক প্রধান ৷ অর্থাৎ একই দেশে দু'ধরনের আইন, দু'জন প্রধানমন্ত্রী এবং দুটি জাতীয় প্রতীক হতে পারে না ৷ 370 ধারা প্রত্যাহারের মাধ্যমে কাশ্মীরকে আমরা দেশের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত করেছি ৷ এটাই ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি নরেন্দ্র মোদির শ্রদ্ধার্ঘ্য ৷"

Last Updated : Oct 1, 2019, 8:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.