ETV Bharat / state

মেট্রোয় মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল - Death

মেট্রোর যে দরজাটিতে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে প্ল্যাটফর্মের শেষ অংশের দূরত্ব কত তা জানতে আজ পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে গেল ফরেন্সিক দল ।

মেট্রোয় মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল
author img

By

Published : Jul 17, 2019, 7:55 PM IST

কলকাতা, 17 জুলাই : আগেই চাওয়া হয়েছিল মেট্রোর তরফে ব্যাখ্যা । রেকর্ড করা হয়েছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান । এবার পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে গেল ফরেন্সিক দল । খুঁটিনাটি খতিয়ে দেখল তাঁরা । মেট্রোর যে দরজাটিতে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে প্ল্যাটফর্মের শেষ অংশের দূরত্ব কত তাও দেখেন তাঁরা ।

কেস নম্বর 128, শেক্সপিয়ার সরণি থানা । মেট্রোয় মৃত সজল কাঞ্জিলালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রুজু হয়েছে মামলা । ঘটনায় কলকাতা পুলিশ মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 304-এ (গাফিলতির জন্য মৃত্যু) এবং 34 ধারায় মামলা দায়ের করেছে । এই মামলায় শেক্সপিয়ার সরণি থানার পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে 8 জন প্রত্যক্ষদর্শীদের বয়ান। পুলিশ সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে চিঠি । জানতে চাওয়া হয়েছে, মোট চারটি বিষয় ।

বিষয়গুলি হল...

1. মেট্রোর অপারেশনে কোন কর্মীর কী ভূমিকা থাকে ?
2. মেট্রোর দরজায় সেনসরের কাজ কী ?
3. মেট্রোর সুরক্ষার সঙ্গে জড়িয়ে থাকেন কারা ?
4. ঘটনার দিন ট্রেনের গার্ড ও চালকের ভূমিকা কী ছিল ?

লালবাজারের এক শীর্ষ কর্তা জানান, তদন্তে এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ । মেট্রো কর্তৃপক্ষের কাছে CCTV ফুটেজ চাওয়া হয়েছে । চলছে জিজ্ঞাসাবাদ । চলন্ত অবস্থায় সজল কাঞ্জিলালকে কত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছিল তা খতিয়ে দেখতেই আজ ফরেনসিক দল ঘটনাস্থানে যায় ।

কলকাতা, 17 জুলাই : আগেই চাওয়া হয়েছিল মেট্রোর তরফে ব্যাখ্যা । রেকর্ড করা হয়েছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান । এবার পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে গেল ফরেন্সিক দল । খুঁটিনাটি খতিয়ে দেখল তাঁরা । মেট্রোর যে দরজাটিতে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে প্ল্যাটফর্মের শেষ অংশের দূরত্ব কত তাও দেখেন তাঁরা ।

কেস নম্বর 128, শেক্সপিয়ার সরণি থানা । মেট্রোয় মৃত সজল কাঞ্জিলালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রুজু হয়েছে মামলা । ঘটনায় কলকাতা পুলিশ মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি 304-এ (গাফিলতির জন্য মৃত্যু) এবং 34 ধারায় মামলা দায়ের করেছে । এই মামলায় শেক্সপিয়ার সরণি থানার পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে 8 জন প্রত্যক্ষদর্শীদের বয়ান। পুলিশ সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে চিঠি । জানতে চাওয়া হয়েছে, মোট চারটি বিষয় ।

বিষয়গুলি হল...

1. মেট্রোর অপারেশনে কোন কর্মীর কী ভূমিকা থাকে ?
2. মেট্রোর দরজায় সেনসরের কাজ কী ?
3. মেট্রোর সুরক্ষার সঙ্গে জড়িয়ে থাকেন কারা ?
4. ঘটনার দিন ট্রেনের গার্ড ও চালকের ভূমিকা কী ছিল ?

লালবাজারের এক শীর্ষ কর্তা জানান, তদন্তে এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ । মেট্রো কর্তৃপক্ষের কাছে CCTV ফুটেজ চাওয়া হয়েছে । চলছে জিজ্ঞাসাবাদ । চলন্ত অবস্থায় সজল কাঞ্জিলালকে কত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছিল তা খতিয়ে দেখতেই আজ ফরেনসিক দল ঘটনাস্থানে যায় ।

Intro:কলকাতা, ১৭ জানুয়ারি: আগেই চাওয়া হয়েছিল মেট্রোর তরফে ব্যাখ্যা। রেকর্ড করা হয়েছিল প্রত্যক্ষদর্শীদের বয়ান। এবার পার্কস্ট্রিট মেট্রোয় গেল ফরেনসিক দল। সেখানে খুঁটিনাটি খতিয়ে দেখলো দলটি। নেওয়া হলো মাপ জোক। পুলিশের তদন্তে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।Body:কেস নম্বর ১২৮, শেক্সপিয়ার সরণি থানা। মেট্রোয় মৃত সজল কাঞ্জিলালের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে রুজু হয়েছে মামলা। ঘটনায় কলকাতা পুলিশ মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪এ(গাফিলতির জন্য মৃত্যু) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। মহা গুরুত্বপূর্ণ এই মামলায় শেক্সপিয়ার সরণি থানার পক্ষ থেকে রেকর্ড করা হয়েছে ৮ প্রত্যক্ষদর্শীদের বয়ান। পুলিশ সূত্রে খবর, মেট্রো কর্তৃপক্ষ কেউ দেওয়া হয়েছে চিঠি। জানতে চাওয়া হয়েছে, মোট চারটি বিষয়।
বিষয় গুলি হল--

১. মেট্রোর অপারেশনে কোন কর্মীর কি ভূমিকা থাকে

২. মেট্রোর দরজার সেনসরের কাজ কি?

৩. মেট্রোর সুরক্ষা সঙ্গে জড়িত থাকেন কারা?

৪. ঘটনার দিন ট্রেনের গার্ড, চালক এর ভূমিকা কি ছিল?

লালবাজারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, তদন্তে এই চারটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণভাবে যা জানি তার সঙ্গে টেকনিক্যালের অনেক তফাৎ থাকে। লালবাজার সূত্রের খবর, মেট্রো কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে ঘটনার সময়ের CCTV ফুটেজ। পাশাপাশি তদন্তকারীরা জেরা করতে চাইছেন মোটরম্যান, গার্ড এবং চিফ লোকো ইন্সপেক্টরকে। ডিউটিরত আরপিএফ কর্মীকেও জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। Conclusion:আজ ফরেনসিক দল মেট্রোর যে দরজাটিতে দুর্ঘটনা ঘটেছিল, তার থেকে প্ল্যাটফর্মের শেষ অংশের দূরত্ব কত তা দেখেন। আসলে চলন্ত অবস্থায় সজল কাঞ্জিলাল কে কত দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছিল তা খতিয়ে দেখার জন্যেই এই মাপজোক। এতে পরিষ্কার হবে কত সময় পর্যন্ত সংশ্লিষ্ট মেট্রো কর্মীদের দেখার সুযোগ ছিল। গাফিলতির তদন্তে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে, ফরেনসিক দলটি আধিকারিকদের কাছে খুঁটিনাটি আরো কিছু বিষয় জানতে চান।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.