কলকাতা, 31 ডিসেম্বর : বছরের শেষদিনে বঙ্গে দেখা গেল পরিষ্কার আকাশ ৷ সঙ্গে ফিরল উত্তুরে হাওয়া ও ঠান্ডার আমেজ । শুক্রবার থেকে আকাশ পরিষ্কারের পূর্বাভাস ছিল । সেইমতো আজ বেলা গড়াতেই শীতের মিঠে রোদের দেখা মিলেছে ৷ তবে ভোরবেলা থেকে কুয়াশার দাপট ছিল (Weather Update in Bengal) ।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন বছর থেকেই কমবে তাপমাত্রা ৷ 1 ডিসেম্বর কলকাতার তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমবে । তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ।বৃষ্টিপাতের আর সম্ভাবনা নেই । বৃষ্টির কাঁটা সরে যাওয়ার পরে শুক্রবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে । কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস । সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে ।
শুক্রবার রাত থেকেই উত্তুরে হাওয়া ফিরেছে । ফলে গত কয়েকদিনের তুলনায় বর্ষশেষে ঠান্ডা বেশ অনুভূত হচ্ছে । হাওয়া অফিস বলছে 1 তারিখের পরে আরও কিছুটা তাপমাত্রা কমবে । তবে পারদ পতন দেখে এখনই জাঁকিয়ে শীতের আশা এখনই না করাই ভাল । আগামী 4 থেকে 5 দিনে মধ্যে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই । কনকনে ঠান্ডা না হলেও শীতের আমেজ ভালই অনুভূত হবে ৷ চলতি মাসে দিন দশেক আগেই তাপমাত্রার পারদ 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল । ফের সেরকম ঠান্ডা পড়বে কি না তা এখনই বলতে রাজি নয় আবহাওয়া দফতর ৷
আরও পড়ুন : West Bengal Covid Fear : সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী, স্কুল-কলেজ বন্ধে সায় নেই শিক্ষক ও চিকিৎসকদের একাংশের
বর্ষশেষে উত্তুরে হাওয়া এবং ঠান্ডার প্রত্যাবর্তনে উৎসবের আবহে রং লাগলেও করোনা চোখ রাঙাচ্ছে । বর্ষবরণের রাতে জমায়েতে নিষেধাজ্ঞা জারি না হলেও নজরদারি শুরু হয়ে গিয়েছে । এই অবস্থায় ফের কোভিড বিধি কড়াভাবে লাগু করার ব্যাপারে রাজ্য প্রশাসন চিন্তা করলেও দ্বিধায় । কারণ উৎসবের মরসুমে রাশ টানতে হবে । নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে গঙ্গাসাগর মেলা । তীর্থযাত্রীরা আসতে শুরু করেছেন । কোভিড বিধি কড়াভাবে চালু করলে সেই যাতায়াতে প্রভাব পড়বে । পাশাপাশি জীবন জীবিকা যে স্বাভাবিকতায় ফিরছিল তা ধাক্কা খাবে । বকেয়া পৌর নির্বাচনেরও ঢাকে কাঠি পড়ে গিয়েছে । তাই ঠান্ডা ফিরলেও একই সঙ্গে অনেক সতর্কতা বজায় রাখার কথা মাথায় রাখতে হবে ৷