ETV Bharat / state

West Bengal Weather Update: খলনায়ক সেই ঘূর্ণিঝড়, শীত থমকে বঙ্গে - Weather Report

আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে শীতের যাত্রাপথে ফের ঘূর্ণিঝড় কাঁটা (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
আজকের আবহাওয়া
author img

By

Published : Dec 12, 2022, 6:42 AM IST

Updated : Dec 12, 2022, 6:51 AM IST

কলকাতা, 12 ডিসেম্বর: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাংলায় ধাক্কা খেল শীত । অন্তত সেইরকমই ইঙ্গিত মিলছে আবহাওয়ার গতিপ্রকৃতিতে । ডিসেম্বর মাসের 10 তারিখ পেরিয়ে 11 তারিখ হয়ে গেলেও জাঁকিয়ে শীতের লক্ষণ হঠাৎ করেই থমকে গিয়েছে বঙ্গে (Weather Report)। দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় মনদৌসের (Mandous Cyclone) পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় । মনদৌস সরতেই বঙ্গোপসাগরে ফের আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলেছে । আর তাতেই শীতের প্রবেশের ক্ষেত্রে দফারফা অবস্থা । সেই কারণে রাতের তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল 2 ডিগ্রি (West Bengal Weather Update) ।

রবিবার কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি (Weather Forecast) । সর্বোচ্চ তাপমাত্রাও 1 ডিগ্রি বেড়ে 29 ডিগ্রি হয়েছে । বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার আর সেরকম কোনও হেরফের হবে না । অর্থাৎ আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা থাকবে এরকমই ৷ মূলত 2-4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে জানা গিয়েছে । ফলে শীতের অনুভূতিতে সাময়িক বিরতি যে চলছে তা আরও কয়েকটি দিন চলবে । আকাশ প্রধানত পরিষ্কার থাকবে । তবে, কোথাও কোথাও আকাশ মেঘলা হতে পারে খানিক সময়ের জন্য ।

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন কোন কোন রাশি, জানুন রাশিফলে

আজ সোমবার পর্যন্ত মেঘের লুকোচুরি চলবে । আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাই শীতের যাত্রাপথে ফের ঘূর্ণিঝড় কাঁটা । যার জেরে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পড়বে তা হলপ করে এখনই বলা যাচ্ছে না ।

কলকাতা, 12 ডিসেম্বর: আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই বাংলায় ধাক্কা খেল শীত । অন্তত সেইরকমই ইঙ্গিত মিলছে আবহাওয়ার গতিপ্রকৃতিতে । ডিসেম্বর মাসের 10 তারিখ পেরিয়ে 11 তারিখ হয়ে গেলেও জাঁকিয়ে শীতের লক্ষণ হঠাৎ করেই থমকে গিয়েছে বঙ্গে (Weather Report)। দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় মনদৌসের (Mandous Cyclone) পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায় । মনদৌস সরতেই বঙ্গোপসাগরে ফের আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মিলেছে । আর তাতেই শীতের প্রবেশের ক্ষেত্রে দফারফা অবস্থা । সেই কারণে রাতের তাপমাত্রা এক ধাক্কায় বাড়ল 2 ডিগ্রি (West Bengal Weather Update) ।

রবিবার কলকাতা শহর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি (Weather Forecast) । সর্বোচ্চ তাপমাত্রাও 1 ডিগ্রি বেড়ে 29 ডিগ্রি হয়েছে । বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । সোমবার সপ্তাহের প্রথম দিন আকাশ আংশিক মেঘলা থাকবে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন রাতের তাপমাত্রার আর সেরকম কোনও হেরফের হবে না । অর্থাৎ আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা থাকবে এরকমই ৷ মূলত 2-4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলে জানা গিয়েছে । ফলে শীতের অনুভূতিতে সাময়িক বিরতি যে চলছে তা আরও কয়েকটি দিন চলবে । আকাশ প্রধানত পরিষ্কার থাকবে । তবে, কোথাও কোথাও আকাশ মেঘলা হতে পারে খানিক সময়ের জন্য ।

আরও পড়ুন: সপ্তাহের প্রথমদিন কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাবেন কোন কোন রাশি, জানুন রাশিফলে

আজ সোমবার পর্যন্ত মেঘের লুকোচুরি চলবে । আগামী পাঁচদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাই শীতের যাত্রাপথে ফের ঘূর্ণিঝড় কাঁটা । যার জেরে শীত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পড়বে তা হলপ করে এখনই বলা যাচ্ছে না ।

Last Updated : Dec 12, 2022, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.