কলকাতা, 28 নভেম্বর: রোদ উঠলে ঠান্ডা সেভাবে অনুভূত হচ্ছে না । সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকছে । রাত গড়ালে গায়ে হালকা চাদর দিলে ভালো লাগে । ব্যস, ওই পর্যন্তই । কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের শীত বলতে আপাতত এতটুকুই । অথচ জেলায় ছবিটা ভিন্ন । বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রির নীচে অবস্থান করছে । ফলে কলকাতার মত হালকা শীতের আমেজ নয় বরং সেখানে জমিয়ে শীতের আগমনী ((Weather Update for West Bengal) ।
উত্তরবঙ্গে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে । দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ইতিমধ্যে 10 ডিগ্রির আশেপাশে । উত্তরবঙ্গের বাকি জেলায় সর্বনিম্ন তাপমাত্রাও 15 ডিগ্রির অনেকটাই নীচে । হাওয়া অফিসের আগামী পাঁচদিনের পূর্বাভাসে আবহাওয়ার বিশেষ বদলের ছবি ধরা পড়ছে না । জাঁকিয়ে ঠান্ডা পড়তে নতুন মাসের মাঝামাঝি অবধি অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে (Weather Forecast for Today) ।
আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই ব্যবসায়িক ক্ষেত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান জানতে দেখুন রাশিফল
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা বলছেন, জেলায় শীত পড়ে গিয়েছে বলা যায় (Weather Report)। কারণ সেখানে পারদ 15 ডিগ্রির নীচে রয়েছে । ইতিমধ্যে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়া প্রবেশ করতে শুরু করেছে । জলীয় বাষ্প কম থাকায় শুষ্কতা বাড়ছে । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । আজ সোমবার রৌদ্রজ্বল দিনের আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।