কলকাতা, 14 জানুয়ারি : কলকাতায় হালকা কুয়াশা আজও ছিল ৷ তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়েছে আকাশ ৷ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 43 শতাংশ ৷
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ৷ আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে ৷
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবহাওয়ার পরিবর্তন ঘটছে ৷ আগামীকাল জম্মু ও কাশ্মীর উপত্যকায় পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে ৷ আগামী 48 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ 16 ও 17 তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর কথা ৷