ETV Bharat / state

পশ্চিমী ঝঞ্ঝার দাপট, আগামীকাল থেকে বাড়ছে তাপমাত্রা - Alipur Weather Office

গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ৷ আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে ৷ বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হলেও সকালের দিকে হালকা কুয়াশার চাদরে ঢেকে ছিল কলকাতা ৷

পশ্চিমী ঝঞ্ঝা
পশ্চিমী ঝঞ্ঝা
author img

By

Published : Jan 14, 2020, 1:55 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : কলকাতায় হালকা কুয়াশা আজও ছিল ৷ তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়েছে আকাশ ৷ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 43 শতাংশ ৷

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ৷ আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে ৷

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবহাওয়ার পরিবর্তন ঘটছে ৷ আগামীকাল জম্মু ও কাশ্মীর উপত্যকায় পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে ৷ আগামী 48 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ 16 ও 17 তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর কথা ৷

কলকাতা, 14 জানুয়ারি : কলকাতায় হালকা কুয়াশা আজও ছিল ৷ তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়েছে আকাশ ৷ গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 43 শতাংশ ৷

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার কথা ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ৷ আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে ৷

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবহাওয়ার পরিবর্তন ঘটছে ৷ আগামীকাল জম্মু ও কাশ্মীর উপত্যকায় পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশা থাকবে ৷ আগামী 48 ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ৷ 16 ও 17 তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছানোর কথা ৷

Intro:আজও সকালে হালকা কুয়াশা ছিল কলকাতায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়েছে। যদিও আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ডিগ্রি কম। গতকাল কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম‌। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বোচ্চ 97% ও সর্বনিম্ন 43%। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে‌। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাত হয় নি।

আগামী 48 ঘন্টা তেরা বজায় থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তবে 24 ঘন্টার পর থেকে ফের আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে।




Body:আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আবহাওয়ার পরিবর্তন ঘটছে। আগামীকাল আবারো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জম্মু-কাশ্মীর উপত্যাকায়। একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটতে না কাটতেই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার আসতে চলেছে। আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই। তবে ক্রমশ সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পাবে। 16 ও 17 তারিখ নাগাদ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 15 ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি পৌছবে।


Conclusion:আগে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে। ফের আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে। আগামী শুক্রবার পর্যন্ত কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তাপমাত্রা 24 ঘন্টা পর থেকে দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.