কলকাতা, 22 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা । যার ফলে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া । পাশাপাশি লাক্ষা দ্বীপের কাছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা ও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ । আর তাতেই শীতে ভাঁটা পড়তে পারে, আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর এমনই ।
রাজ্যে আগামী 48 ঘণ্টা বজায় থাকবে শীতের আমেজ । তারপর থেকেই ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ।
অন্যদিকে, কলকাতায় আজও সকালের দিকে কুয়াশা থাকবে । বেলা বাড়লেও আকাশ আংশিক মেঘলা থাকবে । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণ 55 শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ রয়েছে ।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট আজও রয়েছে । যার জেরে দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি থাকবে । মুর্শিদাবাদ ও মালদায় কুয়াশা থাকবে । ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সড়ক পরিবহন দপ্তরকে অবিলম্বে সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে ।