ETV Bharat / state

পশ্চিমী ঝঞ্ঝার দাপট, কমতে পারে ঠান্ডা

রাজ্যে আগামী 48 ঘণ্টা বজায় থাকবে শীতের আমেজ । তবে, তারপর থেকেই ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা । বাধা পেতে পারে উত্তুরে হাওয়া ।

Weather
আবহাওয়া
author img

By

Published : Dec 22, 2019, 11:12 AM IST

কলকাতা, 22 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা । যার ফলে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া । পাশাপাশি লাক্ষা দ্বীপের কাছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা ও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ । আর তাতেই শীতে ভাঁটা পড়তে পারে, আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর এমনই ।

রাজ্যে আগামী 48 ঘণ্টা বজায় থাকবে শীতের আমেজ । তারপর থেকেই ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ।

অন্যদিকে, কলকাতায় আজও সকালের দিকে কুয়াশা থাকবে । বেলা বাড়লেও আকাশ আংশিক মেঘলা থাকবে । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণ 55 শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ রয়েছে ।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট আজও রয়েছে । যার জেরে দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি থাকবে । মুর্শিদাবাদ ও মালদায় কুয়াশা থাকবে । ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সড়ক পরিবহন দপ্তরকে অবিলম্বে সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে ।

কলকাতা, 22 ডিসেম্বর : জম্মু ও কাশ্মীরে তৈরি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা । যার ফলে বাধা পেতে পারে উত্তুরে হাওয়া । পাশাপাশি লাক্ষা দ্বীপের কাছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা ও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । ফলে বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ । আর তাতেই শীতে ভাঁটা পড়তে পারে, আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর এমনই ।

রাজ্যে আগামী 48 ঘণ্টা বজায় থাকবে শীতের আমেজ । তারপর থেকেই ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম ।

অন্যদিকে, কলকাতায় আজও সকালের দিকে কুয়াশা থাকবে । বেলা বাড়লেও আকাশ আংশিক মেঘলা থাকবে । আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের সর্বনিম্ন পরিমাণ 55 শতাংশ ও সর্বোচ্চ পরিমাণ 98 শতাংশ রয়েছে ।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার দাপট আজও রয়েছে । যার জেরে দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি থাকবে । মুর্শিদাবাদ ও মালদায় কুয়াশা থাকবে । ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে সড়ক পরিবহন দপ্তরকে অবিলম্বে সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে ।

Intro:আগামী 48 ঘন্টা তেও রাজ্যজুড়ে শীতের আমেজ বহাল থাকবে। তবে উত্তরের হাওয়ার দাপট কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টা তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। 48 ঘণ্টা পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। কলকাতা শহর অন্য জেলাগুলোতেও কুয়াশা থাকবে আগামী দুদিন।

জম্মু-কাশ্মীরে ফের পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরের হাওয়া বাধাপ্রাপ্ত হবে। সেইসঙ্গে লাক্ষা দ্বীপের কাছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা ও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে বাতাসে বাড়ছে জলীয়বাষ্পের পরিমাণ। শীতের আমেজে ভাটা পড়বে। কমবে শীতের আমেজ।


Body:কলকাতায় আজ সকালে কুয়াশা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা 12 দশমিক 4 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুটি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 55% সর্বনিম্ন ও সর্বোচ্চ 98% রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ঘন কুয়াশার দাপট আজও রয়েছে। ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমে 200 মিটারের কাছাকাছি থাকবে। কুয়াশা থাকবে মুর্শিদাবাদ ও মালদাতে ও। সড়ক পরিবহন দপ্তর কে অবিলম্বে সতর্কতার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.