ETV Bharat / state

Weather Forecast: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যে জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা - দক্ষিণবঙ্গ

আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ।

Weather Forecast
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, রাজ্যের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি
author img

By

Published : Aug 4, 2021, 6:53 AM IST

কলকাতা, 4 অগস্ট: কয়েকদিন আগে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ৷ কার্যত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অংশ ৷ তার মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় । সেইসঙ্গে আগামিকাল নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী তিনদিন উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । ঘূর্ণাবর্ত জেরে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । যদিও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে । এই অক্ষরেখা গয়া থেকে মালদার উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে । আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।

আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 4 অগস্ট: কয়েকদিন আগে বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা ৷ কার্যত বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার বিস্তীর্ণ অংশ ৷ তার মধ্যেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় । সেইসঙ্গে আগামিকাল নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী তিনদিন উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে । ঘূর্ণাবর্ত জেরে আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । যদিও উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেইসঙ্গে মৌসুমী অক্ষরেখাও রয়েছে । এই অক্ষরেখা গয়া থেকে মালদার উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে । আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।

আরও পড়ুন: কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে, চলবে বিক্ষিপ্ত বৃষ্টি

শহর কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.