ETV Bharat / state

কোরোনার টিকাকরণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম

রাজ্য সরকারের সবুজ সংকেতের অপেক্ষা ৷ কোরোনা ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ এমনই জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ৷

author img

By

Published : Jan 6, 2021, 7:46 AM IST

Firhad Hakim
ফিরহাদ হাকিম

কলকাতা, 6 জানুয়ারি : কোরোনার টিকাকরণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ এখন শুধু সবুজ সংকেতের অপেক্ষা । টিকা দেওয়ার ক্ষেত্রে কোরোনা যোদ্ধাদের প্রথম অগ্রাধিকার দেবে তারা ।

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "কোরোনা যোদ্ধারা যারা প্রথম সারিতে থেকে কাজ করছেন তাঁদের সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে । সেই ক্ষেত্রে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সাফাইকর্মীদের প্রথমে টিকা দেওয়া হবে । সেই সঙ্গে 50 ঊর্ধ্ব এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হবে ।"

আরও পড়ুন : রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

তিনি আরও বলেন, "কলকাতা পৌরনিগম সম্পূর্ণভাবে কোরোনার টিকাকরণের জন্য প্রস্তুত । 144টি বাড়িতে কলকাতা পৌরনিগমের নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র রয়েছে । সেখান থেকে নিয়মিতভাবে সারা বছরই বিভিন্ন রকম ভ্যাকসিন দেওয়া হয় । প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একটি করে কোল্ডস্টোরেজ রয়েছে । প্রয়োজনে ভ্যাকসিন সংরক্ষণের জন্য অতিরিক্ত কোল্ডস্টোরেজের ব্যবস্থা করা হবে ।" সঙ্গে বলেন, কলকাতা পৌরনিগম কোরোনা ভ্যাকসিনের টিকাকরণের জন্য প্রস্তুত ৷ শুধু রাজ্য সরকারের সবুজ সংকেতের জন্য অপেক্ষা ।

ভিডিয়োতে শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

ইতিমধ্যেই পৌর স্বাস্থ্যকর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য আধিকারিকরা । কীভাবে ভ্যাকসিনের কাজ করতে হবে তা নিয়ে আলোচনা চলছে ।

কলকাতা, 6 জানুয়ারি : কোরোনার টিকাকরণের জন্য প্রস্তুত কলকাতা পৌরনিগম ৷ এখন শুধু সবুজ সংকেতের অপেক্ষা । টিকা দেওয়ার ক্ষেত্রে কোরোনা যোদ্ধাদের প্রথম অগ্রাধিকার দেবে তারা ।

কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, "কোরোনা যোদ্ধারা যারা প্রথম সারিতে থেকে কাজ করছেন তাঁদের সবার আগে অগ্রাধিকার দেওয়া হবে । সেই ক্ষেত্রে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সাফাইকর্মীদের প্রথমে টিকা দেওয়া হবে । সেই সঙ্গে 50 ঊর্ধ্ব এবং যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হবে ।"

আরও পড়ুন : রামপুরহাটে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

তিনি আরও বলেন, "কলকাতা পৌরনিগম সম্পূর্ণভাবে কোরোনার টিকাকরণের জন্য প্রস্তুত । 144টি বাড়িতে কলকাতা পৌরনিগমের নিজস্ব স্বাস্থ্যকেন্দ্র রয়েছে । সেখান থেকে নিয়মিতভাবে সারা বছরই বিভিন্ন রকম ভ্যাকসিন দেওয়া হয় । প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একটি করে কোল্ডস্টোরেজ রয়েছে । প্রয়োজনে ভ্যাকসিন সংরক্ষণের জন্য অতিরিক্ত কোল্ডস্টোরেজের ব্যবস্থা করা হবে ।" সঙ্গে বলেন, কলকাতা পৌরনিগম কোরোনা ভ্যাকসিনের টিকাকরণের জন্য প্রস্তুত ৷ শুধু রাজ্য সরকারের সবুজ সংকেতের জন্য অপেক্ষা ।

ভিডিয়োতে শুনুন ফিরহাদ হাকিমের বক্তব্য

ইতিমধ্যেই পৌর স্বাস্থ্যকর্মীদের নিয়ে দফায় দফায় বৈঠক করছেন স্বাস্থ্য আধিকারিকরা । কীভাবে ভ্যাকসিনের কাজ করতে হবে তা নিয়ে আলোচনা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.