ETV Bharat / state

প্রকাশিত SET-এর ফলাফল

স্টেট এলিজিবিলিটি টেস্টের ফল প্রকাশ পেল আজ । এই বছর মোট 3500 প্রার্থী সফল হয়েছেন ।

Result out of SET examination
Result out of SET examination
author img

By

Published : Jul 13, 2020, 12:38 AM IST

Updated : Jul 13, 2020, 2:20 AM IST

কলকাতা, 12 জুলাই : ফলাফল প্রস্তুত হয়ে যাওয়ার পরেও লকডাউনের কারণে দীর্ঘদিন থমকে ছিল স্টেট এলিজিবিলিটি টেস্টের (SET) ফল প্রকাশের প্রক্রিয়া । অবশেষে শনিবার প্রকাশিত হল 22তম SET পরীক্ষার ফলাফল । পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন পরিচালিত এই পরীক্ষায় এই বছর মোট সাড়ে 3 হাজার প্রার্থী সফল হয়েছেন ।

প্রতি বছর বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারি অধ্যাপক পদের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা SET পরিচালনা করে কলেজ সার্ভিস কমিশন । চলতি বছর 19 জানুয়ারি হয়েছিল SET পরীক্ষা । মোট 48 হাজার 600 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায় । রাজ্যের 22টি জেলায় মোট 88 টি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে হয়েছিল পরীক্ষা । প্রশ্নপত্রে বারকোডের পাশাপাশি প্রতিটি সেন্টারে পরিদর্শক ও প্রতিটি জেলার জন্য জেলা কো-অর্ডিনেটর ছিলেন । প্রতিটি জেলায় UGC দ্বারা নিয়োগ করা পরিদর্শক ছিলেন । তাঁদের মধ্যে 28 জন রাজ্যের বাইরে থেকে এবং 3 জন কলকাতার ছিলেন ।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রার্থীদের মধ্যে 6 শতাংশকে সফল বলে ঘোষণা করা যায় । UGC-র সেই নিয়ম অনুযায়ী মোট 3 হাজার প্রার্থী সফল হওয়ার কথা ছিল । কিন্তু, এই বছর 500 জনের মতো প্রার্থীর কাট অফ মার্কস একই হয়ে গেছিল । তাই এবার সফলের তালিকায় সাড়ে 3 হাজার প্রার্থী স্থান পেয়েছেন ।"

চলতি বছরের SET পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 6 জন রূপান্তরকামী প্রার্থী । তাঁদের মধ্যে 1 জন সফল হয়েছেন । SET পরীক্ষায় সফল হওয়ার জন্য একজন জেনেরাল প্রার্থীকে ন্যূনতম 40 শতাংশ নম্বর পেতে হয় । এই বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে জেনেরাল ক্যাটাগরিতে আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য 10 শতাংশ সংরক্ষণ রেখেছিল কলেজ সার্ভিস কমিশন ।

কলকাতা, 12 জুলাই : ফলাফল প্রস্তুত হয়ে যাওয়ার পরেও লকডাউনের কারণে দীর্ঘদিন থমকে ছিল স্টেট এলিজিবিলিটি টেস্টের (SET) ফল প্রকাশের প্রক্রিয়া । অবশেষে শনিবার প্রকাশিত হল 22তম SET পরীক্ষার ফলাফল । পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন পরিচালিত এই পরীক্ষায় এই বছর মোট সাড়ে 3 হাজার প্রার্থী সফল হয়েছেন ।

প্রতি বছর বিভিন্ন সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে সহকারি অধ্যাপক পদের যোগ্যতা নির্ধারণের পরীক্ষা SET পরিচালনা করে কলেজ সার্ভিস কমিশন । চলতি বছর 19 জানুয়ারি হয়েছিল SET পরীক্ষা । মোট 48 হাজার 600 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন এই পরীক্ষায় । রাজ্যের 22টি জেলায় মোট 88 টি পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারিতে হয়েছিল পরীক্ষা । প্রশ্নপত্রে বারকোডের পাশাপাশি প্রতিটি সেন্টারে পরিদর্শক ও প্রতিটি জেলার জন্য জেলা কো-অর্ডিনেটর ছিলেন । প্রতিটি জেলায় UGC দ্বারা নিয়োগ করা পরিদর্শক ছিলেন । তাঁদের মধ্যে 28 জন রাজ্যের বাইরে থেকে এবং 3 জন কলকাতার ছিলেন ।

পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান দীপক কর বলেন, "বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রার্থীদের মধ্যে 6 শতাংশকে সফল বলে ঘোষণা করা যায় । UGC-র সেই নিয়ম অনুযায়ী মোট 3 হাজার প্রার্থী সফল হওয়ার কথা ছিল । কিন্তু, এই বছর 500 জনের মতো প্রার্থীর কাট অফ মার্কস একই হয়ে গেছিল । তাই এবার সফলের তালিকায় সাড়ে 3 হাজার প্রার্থী স্থান পেয়েছেন ।"

চলতি বছরের SET পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 6 জন রূপান্তরকামী প্রার্থী । তাঁদের মধ্যে 1 জন সফল হয়েছেন । SET পরীক্ষায় সফল হওয়ার জন্য একজন জেনেরাল প্রার্থীকে ন্যূনতম 40 শতাংশ নম্বর পেতে হয় । এই বছর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে জেনেরাল ক্যাটাগরিতে আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের জন্য 10 শতাংশ সংরক্ষণ রেখেছিল কলেজ সার্ভিস কমিশন ।

Last Updated : Jul 13, 2020, 2:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.