কলকাতা, 26 সেপ্টেম্বর: ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের হয়ে গতকাল চেতলায় প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই অনুষ্ঠানে গিয়ে কলকাতা পুলিশের কয়েকজন আইপিএসকে আক্রমণ করেন তিনি ৷ এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেন কলকাতা পুলিশের ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার নাম ৷ এমনকি লালার ডায়েরিতে তাঁর নামের উল্লেখ রয়েছে বলেও মন্তব্য করেন শুভেন্দুবাবু ৷
কলকাতা পুলিশের সম্পর্কে বলেতে গিয়ে তিনি বলেন, "পুলিশের লোকদের বলি চামচাগিরিটা কমান। এত চামচাগিরি করেও নিজের ভাইপো ছাড়া কাউকেই বাঁচায় না। আমি একটা একটা করে নাম ধরে বলতে পারি 8 জন IPS দিল্লি থেকে ঘুরে এসেছেন।" পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্ম নিয়েও তিনি রাজ্যকে একহাত নেন ৷
আরও পড়ুন: গেরুয়া উৎখাতে তৃণমূল একাই যথেষ্ট, আত্মবিশ্বাসী মমতা
কয়েকদিন আগে মগরাহাট পশ্চিমের প্রয়াত বিজেপি প্রার্থী মানস সাহার মৃতদেহ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মিছিল করেছিল বিজেপি ৷ সেই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, "মুখ্যমন্ত্রী বলেছিলেন তোর বাড়ির সামনে পচা কুকুর ফেলে আসব ৷ এটা কি একজন মুখ্যমন্ত্রীর ভাষা? বাংলার সংস্কৃতি, রবীন্দ্র-নজরুল-স্বামী বিবেকান্দ-বিদ্যাসাগরের দেশ। সেখানে এই ধরনের ভাষা একজন মুখ্যমন্ত্রী ব্যবহার করছেন। "