কলকাতা, 13 মে : 27 মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে । বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । চলতি বছর 26 জানুয়ারি শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা । শেষ হয় 13 মার্চ । পরীক্ষার 78 দিনের মাথায় ফলপ্রকাশ হতে চলেছে ।
27 মে সকাল 10টায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে সাংবাদিক বৈঠক করা হবে । তারপর ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে । ওইদিনই মার্কশিট ও সার্টিফিকেট হাতে পাবে পরীক্ষার্থীরা ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 27 তারিখ সকাল সাড়ে 10টা থেকে মার্কশিট ও অন্যান্য সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে নিতে হবে । চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল 8 লাখ 5 হাজার । গত বছর উচ্চমাধ্যমিকে পাসের হার ছিল 83.75 শতাংশ ।