কলকাতা, 9 জুলাই: রাজ্যে সদ্যসমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পরই আজ অর্থাৎ, রবিবার দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সূত্রের খবর, দিল্লিতে সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করবেন তিনি ৷ স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে পারেন রিপোর্টও ৷ আর রাজ্যপালের এই সফর ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ৷
রাজ্যে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অশান্তি, হিংসার যে বাতাবরণ তৈরি হয়েছিল তা নিয়ে বারবার উষ্মা প্রকাশ করেছিলেন রাজ্যপাল ৷ এমনকী ভোটের দিনও হিংসার ঘটনা দেখে চুপ করে রাজভবনে বসে থাকতে পারেননি রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ কার্যত দিনভর দৌঁড়ে বেরিয়েছেন রাজ্য়ের বিভিন্ন প্রান্তে ৷ এরপরই সন্ধ্য়ায় কার্যত হুঁশিয়ারি দিয়ে রাজ্যপাল জানিয়েছিলেন, যা ব্যবস্থা নেওয়ার তিনি নেবেন ৷ আর এদিনই রাজভবন সূত্রে জানা যায় তিনি দিল্লি গিয়েছেন ৷ আর এদিন রাত 10টা নাগাদ দিল্লি পৌঁছে যান রাজ্যপাল ৷
এর আগে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেও শুরু থেকেই হিংসা, রক্তপাতের ঘটনায় উদ্বিগ্ন হয়ে কেরল সফর কাটছাট করে কলকাতায় চলে এসেছিলেন রাজ্য়পাল ৷ এরপর একের পর এক জায়গায় ছুটে গিয়েছেন তিনি ৷ ভাঙড়, ক্যানিং, বসিরহাট, মুর্শিদাবাদ হিংসা বিধ্বস্ত প্রায় সব জায়গাতেই দৌঁড়ে গিয়েছেন রাজ্য়পাল ৷ রাজভবনে খোলা হয়েছিল 'পিস রুম' ৷ যেখানে সন্ত্রস্ত, ক্ষতিগ্রস্ত, আতঙ্কিতদের অভিযোগের পাহাড় জমা হয়েছিল কয়েক দিনের মধ্য়েই ৷ এমনকী অভিযোগ জমা পড়েছিল রাজ্যার শাসকদল তৃণমূলের তরফেও ৷ আর সেই সব অভিযোগের নিষ্পত্তি করতে রাজ্য নির্বাচন কমিশনকে বার বার নির্দেশ দেওয়া হয়েছিল রাজভবনের তরফে ৷ তাতে যে লাভের লাভ কিছু হয়নি, তা খোদ রাজ্যপালের গতিবিধি দেখেই স্পষ্ট ৷
আরও পড়ুন: রাজীবা সিনহার পদত্যাগের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে বিক্ষোভ বিজেপির
শুধু মনোনয়ন নয়, হিংসার হাত থেকে রেহাই মেলেনি ভোটের দিনও ৷ শনিবারও সংঘর্ষে মৃত্যু হয়েছে 18 জনের ৷ শুধু মৃত্যুই নয়, ব্যালট পেপার পুড়িয়ে দেওয়া থেকে ব্যালট বক্স ভাঙচুর এমনকী পুকুরে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে ৷ বোমা, গুলির শব্দে গণতন্ত্রের উৎসব সাঙ্গ হয়েছে ৷ এর মাঝেই ভোট শেষে ফের একবার কড়া বার্তা শোনা গিয়েছিল রাজ্যপালের গলায় ৷ তিনি স্পষ্টতই জানিয়েছিলেন, কোনও অবস্থাতেই তিনি এই অব্যবস্থা মেনে নিতে পারবেন না ৷ এমনকী তিনি প্রয়োজনে ব্যবস্থা নেবেন বলেও জানান রাজ্যপাল ৷ এবার দিল্লি গেলেন আনন্দ বোস ৷ দেখা করতে পারেন অমিত শাহের সঙ্গেও ৷ সূত্রের খবর, ভোটের পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতির একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে পারেন রাজ্য়পাল ৷ এদিন সন্ধ্য়া সাড়ে ছ'টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছে যান রাজ্যপাল ৷ 10টা নাগাদ পৌঁছোন দিল্লি ৷ ৷ সম্ভবত আগামিকাল অর্থাৎ সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি ৷