- বাংলা আবাস যোজনায় আরও 25 লাখ বাড়ি তৈরি করা হবে ৷
ভোটে জিতলেই বাড়ি বাড়ি রেশন, প্রতিশ্রুতি মমতার - wb assembly election 2021
17:51 March 17
লাইন দিয়ে হুড়োহুড়ি করে রেশন তোলার দিন শেষ হতে চলেছে ৷ তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় এলেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে চাল, ডাল, গম, চিনি ৷ দুয়ারে সরকারের পর এবার হবে দুয়ারে রেশনের ব্যবস্থা ৷ তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
17:51 March 17
- পড়ুয়ারা ট্যাবের জন্য 10 হাজার টাকা পাবেন ৷
17:51 March 17
- গ্রামীণ এলাকায় ইংরেজি মাধ্যমে জোর দেওয়া হবে ৷
17:50 March 17
- মেয়েদের জন্য আরও স্কুল কলেজ হবে ৷
17:50 March 17
- নেপালি অলচিকি সহ নানা ভাষায় জোর দেওয়া হবে ৷
17:46 March 17
- বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না ৷ আর্জি মমতার
17:44 March 17
- প্রত্যেক পরিবারের নূন্যতম মাসিক আয় সুনিশ্চিত করা হবে ।
17:44 March 17
- বাংলায় ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হচ্ছে
17:43 March 17
- পাহাড়ে হবে স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড
17:43 March 17
- মাহিষ্য, তিলি, তামুলি সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে ।
17:43 March 17
- তপশিলি পরিবারকে বছরে 12 হাজার টাকা দেওয়া হবে
17:43 March 17
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 4 শতাংশ সুদে মিলবে 10 লাখ টাকা ৷
17:37 March 17
- বছরে চারবার দুয়ারে সরকার হবে
17:37 March 17
- প্রতিবছর চাকরিতে নিয়োগ করা হবে । বাংলায় অর্ধেক হবে বেকারত্ব
17:37 March 17
- ধর্ম বর্ণ নির্বিশেষে বিধবা ভাতা দেওয়া হবে
17:36 March 17
- কৃষকরা মাসে একক পিছু দশহাজার টাকা পাবেন ।
17:36 March 17
- স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প চলবে ।
17:36 March 17
- বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন ।
17:32 March 17
- এক কোটি 75 লাখ কর্মদিবস সৃষ্টি করেছি
17:32 March 17
- যখন সারা ভারতবর্ষে 40 শতাংশ বেকারত্ব বেড়েছে তখন বাংলায় 40 শতাংশ বেকারত্ব কমেছে
17:32 March 17
- একশো দিনের কাজে আমরা একনম্বর
17:31 March 17
- কন্যাশ্রী প্রকল্প, সবুজসাথী প্রকল্প রাষ্ট্রসংঘে পুরস্কৃত হয়েছে
17:31 March 17
- 10 বছরে প্রতিশ্রুতির বেশি কাজ করেছি
17:31 March 17
- ক্ষমতায় আসার পর থেকে ইস্তাহারে যা যা প্রতিশ্রুতি ছিল তা পূরণ করেছি
17:31 March 17
- মা মাটি মানুষের আশীর্বাদ, দুয়া নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করছি
17:31 March 17
- অনেক আগেই প্রকাশ করার কথা ছিল কিন্তু অসুস্থতার জন্য পারিনি : মমতা
17:06 March 17
- ইস্তাহার প্রকাশের পরই বিস্তারিত জানা যাবে ৷
17:05 March 17
- নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প করা হবে ৷
17:04 March 17
- একুশের ভোটে বাংলার মন জয় করতে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে থাকছে একাধিক চমক ৷
17:04 March 17
- কালীঘাট থেকে ইস্তাহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
16:44 March 17
- একটু পরই প্রকাশিত হবে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার ৷
17:51 March 17
লাইন দিয়ে হুড়োহুড়ি করে রেশন তোলার দিন শেষ হতে চলেছে ৷ তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় এলেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে চাল, ডাল, গম, চিনি ৷ দুয়ারে সরকারের পর এবার হবে দুয়ারে রেশনের ব্যবস্থা ৷ তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷
- বাংলা আবাস যোজনায় আরও 25 লাখ বাড়ি তৈরি করা হবে ৷
17:51 March 17
- পড়ুয়ারা ট্যাবের জন্য 10 হাজার টাকা পাবেন ৷
17:51 March 17
- গ্রামীণ এলাকায় ইংরেজি মাধ্যমে জোর দেওয়া হবে ৷
17:50 March 17
- মেয়েদের জন্য আরও স্কুল কলেজ হবে ৷
17:50 March 17
- নেপালি অলচিকি সহ নানা ভাষায় জোর দেওয়া হবে ৷
17:46 March 17
- বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না ৷ আর্জি মমতার
17:44 March 17
- প্রত্যেক পরিবারের নূন্যতম মাসিক আয় সুনিশ্চিত করা হবে ।
17:44 March 17
- বাংলায় ৫ লাখ কর্মসংস্থানের লক্ষ্য নেওয়া হচ্ছে
17:43 March 17
- পাহাড়ে হবে স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড
17:43 March 17
- মাহিষ্য, তিলি, তামুলি সম্প্রদায়কে ওবিসি সার্টিফিকেট দেওয়া হবে ।
17:43 March 17
- তপশিলি পরিবারকে বছরে 12 হাজার টাকা দেওয়া হবে
17:43 March 17
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডে 4 শতাংশ সুদে মিলবে 10 লাখ টাকা ৷
17:37 March 17
- বছরে চারবার দুয়ারে সরকার হবে
17:37 March 17
- প্রতিবছর চাকরিতে নিয়োগ করা হবে । বাংলায় অর্ধেক হবে বেকারত্ব
17:37 March 17
- ধর্ম বর্ণ নির্বিশেষে বিধবা ভাতা দেওয়া হবে
17:36 March 17
- কৃষকরা মাসে একক পিছু দশহাজার টাকা পাবেন ।
17:36 March 17
- স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প চলবে ।
17:36 March 17
- বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন ।
17:32 March 17
- এক কোটি 75 লাখ কর্মদিবস সৃষ্টি করেছি
17:32 March 17
- যখন সারা ভারতবর্ষে 40 শতাংশ বেকারত্ব বেড়েছে তখন বাংলায় 40 শতাংশ বেকারত্ব কমেছে
17:32 March 17
- একশো দিনের কাজে আমরা একনম্বর
17:31 March 17
- কন্যাশ্রী প্রকল্প, সবুজসাথী প্রকল্প রাষ্ট্রসংঘে পুরস্কৃত হয়েছে
17:31 March 17
- 10 বছরে প্রতিশ্রুতির বেশি কাজ করেছি
17:31 March 17
- ক্ষমতায় আসার পর থেকে ইস্তাহারে যা যা প্রতিশ্রুতি ছিল তা পূরণ করেছি
17:31 March 17
- মা মাটি মানুষের আশীর্বাদ, দুয়া নিয়ে আজ তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ করছি
17:31 March 17
- অনেক আগেই প্রকাশ করার কথা ছিল কিন্তু অসুস্থতার জন্য পারিনি : মমতা
17:06 March 17
- ইস্তাহার প্রকাশের পরই বিস্তারিত জানা যাবে ৷
17:05 March 17
- নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল ক্ষমতায় এলে দুয়ারে রেশন প্রকল্প করা হবে ৷
17:04 March 17
- একুশের ভোটে বাংলার মন জয় করতে তৃণমূল কংগ্রেসের ইস্তাহারে থাকছে একাধিক চমক ৷
17:04 March 17
- কালীঘাট থেকে ইস্তাহার প্রকাশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
16:44 March 17
- একটু পরই প্রকাশিত হবে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার ৷