ETV Bharat / state

গেম চেঞ্জ হয়ে গিয়েছে, 7 মার্চ সিলমোহর পড়বে : কৈলাস - ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করলেন কৈলাস বিজয়বর্গীয়

কৈলাস বিজয়বর্গীয় বলছেন 7 মার্চ ব্রিগেড র্যালিতে যে জনসমাগম হবে তা আগে কোনওদিন দেখেনি বাংলার মানুষ ৷

kailsh
kailsh
author img

By

Published : Mar 2, 2021, 5:14 PM IST

কলকাতা, 2 মার্চ : "দিদির বিদায় নিশ্চিত ৷ বিজেপির বাংলায় সরকার গড়াও নিশ্চিত । গেম চেঞ্জ আগেই হয়ে গিয়েছে । 7 মার্চ সরকারিভাবে সিলমোহর পড়বে ৷" আজ ব্রিগেড মাঠ পরির্দশনে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ।

আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ বলেছেন, "নিজেদের আদর্শ নিয়ে গোটা দেশে হাসির পাত্র হয়েছে কংগ্রেস ৷ দলের নেতারাই বিভ্রান্ত ৷ তাঁরা সিপিআইএম সম্পর্কে কেরালায় গালাগাল করেন ৷ আবার পশ্চিমবঙ্গে একে অপরের জোট ৷ সবাই নিজের কথা ভাবছে ৷ সকলে নিজেদের স্বার্থের কথা ভাবলে সেই জোট কখনও সফল হয় না ৷ তাই আমাদের এতে কিছু যায় আসে না ৷" তিনি বলেন, "খেলার নামে গুন্ডাগিরির কাজ শুধু তৃণমূল কংগ্রেস করে ৷ আমরা শুধু চাই, নির্বাচন সুষ্ঠুভাবে হোক ৷ নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে । ভোটাররা শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ।"

বাম-কংগ্রেস-আইএসএফের পর আগামী 7 মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বামেদের দাবি, ব্রিগেডের সভায় 10 লাখের মতো মানুষের সমাগম হয়েছিল ৷ কৈলাস বিজয়বর্গীয় বলছেন, 7 মার্চ ব্রিগেড র্যালিতে যে জনসমাগম হবে তা আগে কোনওদিন দেখেনি বাংলার মানুষ ৷ তিনি বলেছেন, "সেদিন ব্রিগেডে যে সংখ্যায় লোক সমাগম হবে তা অতীতে কোনওদিন হয়নি ৷ বাংলায় খেলা আগেই পাল্টে গিয়েছে ৷ 7 মার্চ তাতে সিলমোহর পড়বে ৷ বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে ৷ 2 মে দিদির বিদায় নিশ্চিত ৷"

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করলেন কৈলাস বিজয়বর্গীয়

আরও পড়ুন : নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা

সম্প্রতি দমদম পৌরসভার নিমতা পটনা স্কুল রোড এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, তাদের বাধা দিতে গেলে বিজেপি কর্মীর মাকেও মারধর করা হয় । মারধরের জেরে বৃদ্ধার চোখে-মুখে রক্ত জমাট বেঁধে যায় । এই ঘটনার পর প্রতিবাদে সোচ্চার হয়েছে বিজেপি । যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস ৷ এই বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আগেও এমনটা হয়েছে ৷ গত পঞ্চায়েত নির্বাচনে পরিবারের সামনে বিজেপির কর্মীকে হত্যা করেছিল তৃণমূল । মৃত কর্মীর বাবা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, তৃণমূলের গুন্ডারা তাঁর ছেলেকে হত্যা করেছে । কিন্তু তাঁকে ভয় দেখিয়ে বক্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয় ৷"

কলকাতা, 2 মার্চ : "দিদির বিদায় নিশ্চিত ৷ বিজেপির বাংলায় সরকার গড়াও নিশ্চিত । গেম চেঞ্জ আগেই হয়ে গিয়েছে । 7 মার্চ সরকারিভাবে সিলমোহর পড়বে ৷" আজ ব্রিগেড মাঠ পরির্দশনে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ।

আসন্ন বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোটকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি ৷ বলেছেন, "নিজেদের আদর্শ নিয়ে গোটা দেশে হাসির পাত্র হয়েছে কংগ্রেস ৷ দলের নেতারাই বিভ্রান্ত ৷ তাঁরা সিপিআইএম সম্পর্কে কেরালায় গালাগাল করেন ৷ আবার পশ্চিমবঙ্গে একে অপরের জোট ৷ সবাই নিজের কথা ভাবছে ৷ সকলে নিজেদের স্বার্থের কথা ভাবলে সেই জোট কখনও সফল হয় না ৷ তাই আমাদের এতে কিছু যায় আসে না ৷" তিনি বলেন, "খেলার নামে গুন্ডাগিরির কাজ শুধু তৃণমূল কংগ্রেস করে ৷ আমরা শুধু চাই, নির্বাচন সুষ্ঠুভাবে হোক ৷ নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে । ভোটাররা শান্তিপূর্ণভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে ।"

বাম-কংগ্রেস-আইএসএফের পর আগামী 7 মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বামেদের দাবি, ব্রিগেডের সভায় 10 লাখের মতো মানুষের সমাগম হয়েছিল ৷ কৈলাস বিজয়বর্গীয় বলছেন, 7 মার্চ ব্রিগেড র্যালিতে যে জনসমাগম হবে তা আগে কোনওদিন দেখেনি বাংলার মানুষ ৷ তিনি বলেছেন, "সেদিন ব্রিগেডে যে সংখ্যায় লোক সমাগম হবে তা অতীতে কোনওদিন হয়নি ৷ বাংলায় খেলা আগেই পাল্টে গিয়েছে ৷ 7 মার্চ তাতে সিলমোহর পড়বে ৷ বাংলায় ভারতীয় জনতা পার্টি সরকার গড়বে ৷ 2 মে দিদির বিদায় নিশ্চিত ৷"

ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করলেন কৈলাস বিজয়বর্গীয়

আরও পড়ুন : নিমতায় আক্রান্ত বিজেপি কর্মীর সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা

সম্প্রতি দমদম পৌরসভার নিমতা পটনা স্কুল রোড এলাকায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ, তাদের বাধা দিতে গেলে বিজেপি কর্মীর মাকেও মারধর করা হয় । মারধরের জেরে বৃদ্ধার চোখে-মুখে রক্ত জমাট বেঁধে যায় । এই ঘটনার পর প্রতিবাদে সোচ্চার হয়েছে বিজেপি । যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস ৷ এই বিষয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "আগেও এমনটা হয়েছে ৷ গত পঞ্চায়েত নির্বাচনে পরিবারের সামনে বিজেপির কর্মীকে হত্যা করেছিল তৃণমূল । মৃত কর্মীর বাবা সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, তৃণমূলের গুন্ডারা তাঁর ছেলেকে হত্যা করেছে । কিন্তু তাঁকে ভয় দেখিয়ে বক্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয় ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.