ETV Bharat / state

জলমগ্ন সল্টলেক, ক্ষুব্ধ বাসিন্দারা

মঙ্গলবার সারাদিনের বৃষ্টিতে জলমগ্ন সল্টলেক ৷ বাড়িতে ঢুকে পড়েছে জল ৷ জল সমস্যায় জেরবার স্থানীয় বাসিন্দারা ৷ বর্ষা আসার আগে স্থায়ী সমাধান চাইছেন তাঁরা ৷

জলমগ্ন সল্টলেক, ক্ষুব্ধ বাসিন্দারা
জলমগ্ন সল্টলেক, ক্ষুব্ধ বাসিন্দারা
author img

By

Published : May 12, 2021, 7:53 AM IST

কলকাতা, 12 মে : কয়েকদিন ধরে প্রায় রোজই বৃষ্টিতে ভিজছে মহানগর ৷ যার জেরে দিকে দিকে জল জমার সমস্যায় জেরবার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷ এমনই সমস্যা দেখা গেল সল্টলেকে ৷ জল জমার সমস্যায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা ।

বৃষ্টিতে জল যন্ত্রণায় জেরবার সল্টলেক

মঙ্গলবার সারাদিন বৃষ্টি হওয়ায় গোটা সল্টলেক জলমগ্ন হয়ে পড়ে । বহু বাড়িতেও জল ঢুকে যায় । গোটা এলাকায় বৃষ্টির জল এবং নর্দমার জল মিলেমিশে একাকার হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । তাঁদের অভিযোগ, প্রতিবার বৃষ্টি হলেই এই সমস্যা ৷ এই বিষয়ে কাউন্সিলরদের জানিয়েও কোন স্থায়ী সুরাহা হয়নি । যার জন্য এই জল যন্ত্রণা পোহাতে হচ্ছে ৷ যদিও বৃষ্টির জমা জল নিকাশ করার জন্য একটি পাম্প বসানো হয়েছে ৷ সেই পাম্প না চালানো পর্যন্ত জলেই থাকতে হয় ৷

আরও পড়ুন : 1 জুন থেকে অসম্ভব মাধ্যমিক, পরীক্ষা পিছোবে নাকি একবারেই বাতিল ? বাড়ছে ধোঁয়াশা

কলকাতা, 12 মে : কয়েকদিন ধরে প্রায় রোজই বৃষ্টিতে ভিজছে মহানগর ৷ যার জেরে দিকে দিকে জল জমার সমস্যায় জেরবার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷ এমনই সমস্যা দেখা গেল সল্টলেকে ৷ জল জমার সমস্যায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা ।

বৃষ্টিতে জল যন্ত্রণায় জেরবার সল্টলেক

মঙ্গলবার সারাদিন বৃষ্টি হওয়ায় গোটা সল্টলেক জলমগ্ন হয়ে পড়ে । বহু বাড়িতেও জল ঢুকে যায় । গোটা এলাকায় বৃষ্টির জল এবং নর্দমার জল মিলেমিশে একাকার হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের । তাঁদের অভিযোগ, প্রতিবার বৃষ্টি হলেই এই সমস্যা ৷ এই বিষয়ে কাউন্সিলরদের জানিয়েও কোন স্থায়ী সুরাহা হয়নি । যার জন্য এই জল যন্ত্রণা পোহাতে হচ্ছে ৷ যদিও বৃষ্টির জমা জল নিকাশ করার জন্য একটি পাম্প বসানো হয়েছে ৷ সেই পাম্প না চালানো পর্যন্ত জলেই থাকতে হয় ৷

আরও পড়ুন : 1 জুন থেকে অসম্ভব মাধ্যমিক, পরীক্ষা পিছোবে নাকি একবারেই বাতিল ? বাড়ছে ধোঁয়াশা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.