ETV Bharat / state

TMC Protest in Delhi: কেন বাতিল দিল্লি-কলকাতা বিমান? বিবৃতি দিয়ে জানাল ভিস্তারা - কেন বাতিল দিল্লি কলকাতা বিমান

কলকাতা-পোর্ট ব্লেয়ার রুটে যাত্রীরা আটকে রয়েছেন ৷ তাঁদের যাতায়াতে অতিরিক্ত বিমান প্রয়োজন ৷ তাই আচমকাই বাতিল করা হয়েছে কলকাতা-দিল্লি রুটের বিমান । এমনই জানাল ভিস্তারা।

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ব্রাত্য বসু
author img

By PTI

Published : Oct 1, 2023, 8:18 AM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর: ট্রেনের পর তৃণমূলের দিল্লি যাওয়ার বিমান বাতিল হয়েছে ৷ এই ঘটনাকেও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে বাংলার শাসকদল ৷ এদিকে বিবৃতি জারি এই প্রসঙ্গে নিজেদের বক্তব্য জানিয়েছে উড়ান সংস্থা ভিস্তারা। সংস্থার দাবি, পোর্ট ব্লেয়ার-কলকাতা রুটে দু'টি অতিরিক্ত বিমান প্রয়োজন হয়ে পড়েছে। আর তাই কলকাতা- দিল্লির বিমান বাতিল করতে হয়েছে ৷ রবিবার সন্ধ্যায় বিমানে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল 120 জন তৃণমূল নেতার ৷ তবে বিমান বাতিল হওয়ায় স্বভাবতই সাময়িক সমস্যায় পড়তে হয়েছে নেতাদের ৷ শনিবার এই খবর পাওয়ার পরেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় তৃণমূল ৷

ভিস্তারা এয়ারলায়েন্সের মুখপাত্র জানান, "পোর্ট ব্লেয়ারে খারাপ আবহাওয়ার জন্য 30 সেপ্টেম্বর কলকাতা থেকে পোর্টব্লেয়ারগামী ভিস্তারা ফ্লাইট ইউকে747 বিমানটি বাতিল করা হয়েছে ৷ এর সঙ্গে পোর্ট ব্লেয়ার থেকে ফিরতি ইউকে787 বিমানটিও বাতিল করা হয়েছে ৷ এই অবস্থায় আটকে থাকা যাত্রীদের আনতে 1 অক্টোবর দু'টি শহরে দু'টি অতিরিক্ত বিমান চালানো হবে ৷ এই সমস্যার মধ্যে আমাদের অতিরিক্ত বিমান প্রয়োজন ৷ সেই জন্যে দিল্লি থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দিল্লিগামী বিমান বাতিল করতে হয়েছে ৷"

  • First, they abruptly cancel special train services from Kol to Del to prevent those who were to travel to participate in protests on Oct 2 & 3, demanding 10s of 1000s of crores owed to Bengal by BJP Union govt.

    Now a flight gets cancelled! Try as you might, we WILL TAKE YOU ON pic.twitter.com/Bs36wSE7xS

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার সন্ধ্যায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই বিমান বাতিল হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "প্রথমে কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার বিশেষ ট্রেন বাতিল হল ৷ এবার বাতিল হল বিমান। বাংলা কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পায় ৷ সেই টাকা আদায়ের প্রতিবাদে সামিল হতে বহু মানুষের এই ট্রেনে দিল্লি যাওয়ার কথা ছিল ৷ 2 অক্টোবর এবং 3 অক্টোবর সেই প্রতিবাদ হওয়ার কথা ৷ এবার বিমান বাতিল হল! যত পারেন চেষ্টা করে দেখুন, আমরাও লড়াই চালিয়ে যাব ৷"

রাতের দিকে একই বিষয়ে সরব হন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা নেত্রী জানান, বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে বাংলার নায্য দাবিকে সামনে রেখে হতে চলা আন্দোলনটি করা না যায়। কিন্তু বাংলার মানুষও হাল ছাড়তে নারাজ। ট্রেন বাতিল হওয়ায় বহু মানুষ বাসে আসার সিদ্ধান্ত নিয়েছেন। জনপ্রতিনিধিরাও ঠিকই দিল্লি পৌঁছবেন। এভাবে আমাদের রোখা যাবে না। এদিকে, ভিস্তারা এয়ারলায়েন্সের তরফে জানানো হয়েছে, এই বিমান বাতিল হওয়ার ঘটনায় তারা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করছে ৷ যাত্রীদের অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ৷ আর সেটা না হলে তাঁদের ভাড়ার টাকা ফেরত দেওয়া হচ্ছে ৷

প্রসঙ্গত, 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করার কথা তৃণমূলের ৷ 2-3 অক্টোবর বিজেপি সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হবেন হাজার হাজার মনরেগা জব কার্ড হোল্ডাররা ৷ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তাঁরা বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ এর আগে দিল্লি পৌঁছনোর উদ্দেশ্যে তৃণমূলের তরফে একটি বিশেষ ট্রেন বুক করা হয়েছিল ৷ তবে শুক্রবার সেই ট্রেনটি বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন: ট্রেনের পর এবার বাতিল তৃণমূল নেতাদের দিল্লি যাওয়ার বিমানও

নয়াদিল্লি, 1 অক্টোবর: ট্রেনের পর তৃণমূলের দিল্লি যাওয়ার বিমান বাতিল হয়েছে ৷ এই ঘটনাকেও বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখছে বাংলার শাসকদল ৷ এদিকে বিবৃতি জারি এই প্রসঙ্গে নিজেদের বক্তব্য জানিয়েছে উড়ান সংস্থা ভিস্তারা। সংস্থার দাবি, পোর্ট ব্লেয়ার-কলকাতা রুটে দু'টি অতিরিক্ত বিমান প্রয়োজন হয়ে পড়েছে। আর তাই কলকাতা- দিল্লির বিমান বাতিল করতে হয়েছে ৷ রবিবার সন্ধ্যায় বিমানে কলকাতা থেকে দিল্লি যাওয়ার কথা ছিল 120 জন তৃণমূল নেতার ৷ তবে বিমান বাতিল হওয়ায় স্বভাবতই সাময়িক সমস্যায় পড়তে হয়েছে নেতাদের ৷ শনিবার এই খবর পাওয়ার পরেই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেয় তৃণমূল ৷

ভিস্তারা এয়ারলায়েন্সের মুখপাত্র জানান, "পোর্ট ব্লেয়ারে খারাপ আবহাওয়ার জন্য 30 সেপ্টেম্বর কলকাতা থেকে পোর্টব্লেয়ারগামী ভিস্তারা ফ্লাইট ইউকে747 বিমানটি বাতিল করা হয়েছে ৷ এর সঙ্গে পোর্ট ব্লেয়ার থেকে ফিরতি ইউকে787 বিমানটিও বাতিল করা হয়েছে ৷ এই অবস্থায় আটকে থাকা যাত্রীদের আনতে 1 অক্টোবর দু'টি শহরে দু'টি অতিরিক্ত বিমান চালানো হবে ৷ এই সমস্যার মধ্যে আমাদের অতিরিক্ত বিমান প্রয়োজন ৷ সেই জন্যে দিল্লি থেকে কলকাতাগামী এবং কলকাতা থেকে দিল্লিগামী বিমান বাতিল করতে হয়েছে ৷"

  • First, they abruptly cancel special train services from Kol to Del to prevent those who were to travel to participate in protests on Oct 2 & 3, demanding 10s of 1000s of crores owed to Bengal by BJP Union govt.

    Now a flight gets cancelled! Try as you might, we WILL TAKE YOU ON pic.twitter.com/Bs36wSE7xS

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) September 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শনিবার সন্ধ্যায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই বিমান বাতিল হওয়া নিয়ে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ তিনি লেখেন, "প্রথমে কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার বিশেষ ট্রেন বাতিল হল ৷ এবার বাতিল হল বিমান। বাংলা কেন্দ্রের বিজেপি সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা পায় ৷ সেই টাকা আদায়ের প্রতিবাদে সামিল হতে বহু মানুষের এই ট্রেনে দিল্লি যাওয়ার কথা ছিল ৷ 2 অক্টোবর এবং 3 অক্টোবর সেই প্রতিবাদ হওয়ার কথা ৷ এবার বিমান বাতিল হল! যত পারেন চেষ্টা করে দেখুন, আমরাও লড়াই চালিয়ে যাব ৷"

রাতের দিকে একই বিষয়ে সরব হন রাজ্যসভার প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা নেত্রী জানান, বিজেপি চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে বাংলার নায্য দাবিকে সামনে রেখে হতে চলা আন্দোলনটি করা না যায়। কিন্তু বাংলার মানুষও হাল ছাড়তে নারাজ। ট্রেন বাতিল হওয়ায় বহু মানুষ বাসে আসার সিদ্ধান্ত নিয়েছেন। জনপ্রতিনিধিরাও ঠিকই দিল্লি পৌঁছবেন। এভাবে আমাদের রোখা যাবে না। এদিকে, ভিস্তারা এয়ারলায়েন্সের তরফে জানানো হয়েছে, এই বিমান বাতিল হওয়ার ঘটনায় তারা যাত্রীদের সঙ্গে যোগাযোগ করছে ৷ যাত্রীদের অন্য বিমানের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ৷ আর সেটা না হলে তাঁদের ভাড়ার টাকা ফেরত দেওয়া হচ্ছে ৷

প্রসঙ্গত, 100 দিনের কাজের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করার কথা তৃণমূলের ৷ 2-3 অক্টোবর বিজেপি সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে সামিল হবেন হাজার হাজার মনরেগা জব কার্ড হোল্ডাররা ৷ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তাঁরা বাসে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ এর আগে দিল্লি পৌঁছনোর উদ্দেশ্যে তৃণমূলের তরফে একটি বিশেষ ট্রেন বুক করা হয়েছিল ৷ তবে শুক্রবার সেই ট্রেনটি বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন: ট্রেনের পর এবার বাতিল তৃণমূল নেতাদের দিল্লি যাওয়ার বিমানও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.