কলকাতা, 28 জুন : 2021 বিধানসভা নির্বাচন ৷ বিজেপির একাধিক জনসভায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ ৷ এর ভিত্তিতে আজ ফের বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করবে কলকাতা পুলিশ ৷ রবিবার, কলকাতা পুলিশের তরফে তাঁকে জানানো হয় আজ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ বিজেপির বেশ কয়েকটি জনসভায় তাঁর সিনেমার কয়েকটি সংলাপ বলেছিলেন তিনি ৷ সেই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ ওই মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ ওঠে অভিনেতার বিরুদ্ধে ৷
একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপি-তে যোগ দেন ৷ 7 মার্চ বিজেপি-র ব্রিগেড সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি ৷ সেখানে নিজের সিনেমার জনপ্রিয় একটি সংলাপ বলেছিলেন "আমি জলঢোঁড়া নই, বেলেবোড়াও নই । আমি জাত গোখরো, এক ছোবলে ছবি করে দেব ৷" এছাড়া, বিভিন্ন জনসভায় "জাত গোখরো" ছাড়াও "মারব এখানে, লাশ পড়বে শ্মশানে" বারবার এইসব জনপ্রিয় সংলাপ বলতে শোনা যায় ৷ রাজ্য়ের শাসক দলের অভিযোগ, এই ধরনের মন্তব্য করে আসলে হিংসায় উস্কানি দিয়েছেন মিঠুন ৷ এরই মধ্যে কলকাতার মানিকতলা থানায় এফআইআর করেন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি ৷ সেই এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টে গত 4 জুন মামলা করেন মিঠুন চক্রবর্তী ৷ 11 জুন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে মামলাটির শুনানি হয় ৷ বিচারপতি ঘোষ মিঠুন চক্রবর্তীকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেন ৷ ইতিমধ্যে বিচারপতিদের বেঞ্চ পরিবর্তন হওয়ার দরুণ মামলাটি বিচারপতি কৌশিক চন্দের এজলাসে স্থানান্তর করা হয় ৷
আরও পড়ুন : Mithun Chakraborty : এখনই গ্রেফতার নয় মিঠুনকে, উস্কানিমূলক সংলাপ মামলায় নির্দেশ হাইকোর্টের
শুক্রবার মামলাটির শুনানি হয় ৷ এর আগে হাইকোর্টের নির্দেশে মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদ করেছেন মানিকতলা থানার তদন্তকারী পুলিশ আধিকারিক ৷ 16 জুন তাঁকে শেষ জেরা করা হয় ৷ আজ ফের তাঁকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হবে ৷