ETV Bharat / state

ফোন নট রিচেবল, ওয়েবসাইটেই "দিদি"কে অভিযোগ জানাচ্ছেন চাকরিপ্রার্থীরা

সোমবার "দিদিকে বলো" কর্মসূচি শুরু হয়েছে ৷ সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে জানাতে দেওয়া হয়েছে একটি টোল ফ্রি নম্বর ৷ খোলা হয়েছে ওয়োবসাইটও ৷ ইতিমধ্যেই "দিদিকে বলো" পরিষেবা ব্যবহার শুরু করেছেন চাকরিপ্রার্থীরা ৷ তবে এখনও ফোনে অভিযোগ জানানো যাচ্ছে না বলে দাবি তাদের ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 31, 2019, 9:57 AM IST

কলকাতা, 31 জুলাই : সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে "দিদিকে বলো" কর্মসূচি । জনতার অভাব-অভিযোগের কথা জানানোর জন্য দেওয়া হয়েছে একটি ফোন নম্বর ৷ এর সঙ্গে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে । "দিদিকে বলো" কি ব্যবহার করছেন চাকরিপ্রার্থীরা? উত্তর আসছে, "অবশ্যই" । জুনিয়র ইঞ্জিনিয়র থেকে আপার প্রাইমারি স্তরে সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী, সকলের উত্তর একই । নিজেদের সমস্যা ও অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে তাঁরা অবশ্যই এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন । তবে, বেশিরভাগের অভিযোগ, ফোন অধিকাংশ সময়ে নট রিচেবল বলছে । তাই, বাধ্য হয়ে ওয়েবসাইটে অভিযোগ জানাতে হচ্ছে ।

সোমবার এই কর্মসূচির ঘোষণা করা হয় ৷ এরপর নিজেদের কথা জানানো শুরু করেছেন চাকরিপ্রার্থীরা ৷ এই বিষয়ে, আপার প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী অতনু ঘোষ বলেন, "আমরা অনেকেই জানিয়েছি । ব্যক্তিগতভাবে আমি নিজেও জানিয়েছি যে, বেকারদের কর্মসংস্থানের বিষয়ে আরও বেশি করে উদ্যোগ নেওয়া হোক । আপার প্রাইমারির নিয়োগ দ্রুত সম্পন্ন করা হোক । ফোন নট রিচেবল, তাই আমরা ওয়েবসাইটে জানিয়েছি । শুধু আমরা কেন, অনেকেই ব্যবহার করেছেন । PSC ইঞ্জিনিয়র, আপার প্রাইমারির চাকরিপ্রার্থী, ইলেভেন-টুয়েলভের চাকরিপ্রার্থী, যারা প্রাইমারি টেটের ফর্ম ফিলাপ করেছিলেন বহুদিন আগে, কিন্তু এখনও পরীক্ষা হয়নি তাঁরাও ব্যবহার করছেন । এমন কী ট্রেইন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচাররা ন্যায্য বেতনের দাবির কথা জানিয়েছেন ৷"

অন্য এক আপার প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "অনেকে ফোন করার চেষ্টা করছে ৷ কিন্তু ফোনে পাচ্ছে না । তবে, অবশ্যই জানাব । আশা করি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে । কিন্তু, আমার মনে হয় বর্তমানে চাকরিপ্রার্থীদের অবস্থা সবটাই তাঁর জানা । কতটা কী হয় এখন সেটাই দেখার ।"

জুনিয়র ইঞ্জিনিয়র চাকরিপ্রার্থী, যারা PSC-র বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বহুবার আন্দোলনে নেমেছেন তাঁরাও "দিদিকে বলো"-র মাধ্যমে সমস্যার কথা তুলে ধরবেন বলে জানাচ্ছেন । এই বিষয়ে পায়েল মজুমদার নামে এক PSC চাকরিপ্রার্থী বলেন, "অবশ্যই । আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে বলতে চাই ৷ PSC আমাদের 2053 জনকে ইন্টারভিউতে ডেকে মাত্র 120 জনকে নিয়োগ করেছে । আমরা চাই আমাদের আন্দোলন দিদি দেখুক । কারণ, পড়াশোনা করে বেকার বসে আছি । চাকরির চেষ্টা করছি । দিদি যদি আমাদের এই ব্যাপারটা দেখেন তাহলে সুবিধা হয় । আমরা অনেক আশা করে বসে আছি । আমাদের অসুবিধা হচ্ছে সেটা আমরা দিদিকে জানাতে চাই । এত প্রার্থী ডাকার পর এত কম সংখ্যক নেওয়া হল । আমাদের আশা ভেঙে সম্পূর্ণ চুরমার হয়ে গেছে । তাই বিষয়গুলি দিদিকে জানাতে চাই ।"

কলকাতা, 31 জুলাই : সাধারণ মানুষের সমস্যা বা অভিযোগ সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে "দিদিকে বলো" কর্মসূচি । জনতার অভাব-অভিযোগের কথা জানানোর জন্য দেওয়া হয়েছে একটি ফোন নম্বর ৷ এর সঙ্গে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে । "দিদিকে বলো" কি ব্যবহার করছেন চাকরিপ্রার্থীরা? উত্তর আসছে, "অবশ্যই" । জুনিয়র ইঞ্জিনিয়র থেকে আপার প্রাইমারি স্তরে সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী, সকলের উত্তর একই । নিজেদের সমস্যা ও অভিযোগের কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে তাঁরা অবশ্যই এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন । তবে, বেশিরভাগের অভিযোগ, ফোন অধিকাংশ সময়ে নট রিচেবল বলছে । তাই, বাধ্য হয়ে ওয়েবসাইটে অভিযোগ জানাতে হচ্ছে ।

সোমবার এই কর্মসূচির ঘোষণা করা হয় ৷ এরপর নিজেদের কথা জানানো শুরু করেছেন চাকরিপ্রার্থীরা ৷ এই বিষয়ে, আপার প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী অতনু ঘোষ বলেন, "আমরা অনেকেই জানিয়েছি । ব্যক্তিগতভাবে আমি নিজেও জানিয়েছি যে, বেকারদের কর্মসংস্থানের বিষয়ে আরও বেশি করে উদ্যোগ নেওয়া হোক । আপার প্রাইমারির নিয়োগ দ্রুত সম্পন্ন করা হোক । ফোন নট রিচেবল, তাই আমরা ওয়েবসাইটে জানিয়েছি । শুধু আমরা কেন, অনেকেই ব্যবহার করেছেন । PSC ইঞ্জিনিয়র, আপার প্রাইমারির চাকরিপ্রার্থী, ইলেভেন-টুয়েলভের চাকরিপ্রার্থী, যারা প্রাইমারি টেটের ফর্ম ফিলাপ করেছিলেন বহুদিন আগে, কিন্তু এখনও পরীক্ষা হয়নি তাঁরাও ব্যবহার করছেন । এমন কী ট্রেইন্ড পোস্ট গ্র্যাজুয়েট টিচাররা ন্যায্য বেতনের দাবির কথা জানিয়েছেন ৷"

অন্য এক আপার প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "অনেকে ফোন করার চেষ্টা করছে ৷ কিন্তু ফোনে পাচ্ছে না । তবে, অবশ্যই জানাব । আশা করি এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে । কিন্তু, আমার মনে হয় বর্তমানে চাকরিপ্রার্থীদের অবস্থা সবটাই তাঁর জানা । কতটা কী হয় এখন সেটাই দেখার ।"

জুনিয়র ইঞ্জিনিয়র চাকরিপ্রার্থী, যারা PSC-র বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বহুবার আন্দোলনে নেমেছেন তাঁরাও "দিদিকে বলো"-র মাধ্যমে সমস্যার কথা তুলে ধরবেন বলে জানাচ্ছেন । এই বিষয়ে পায়েল মজুমদার নামে এক PSC চাকরিপ্রার্থী বলেন, "অবশ্যই । আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে বলতে চাই ৷ PSC আমাদের 2053 জনকে ইন্টারভিউতে ডেকে মাত্র 120 জনকে নিয়োগ করেছে । আমরা চাই আমাদের আন্দোলন দিদি দেখুক । কারণ, পড়াশোনা করে বেকার বসে আছি । চাকরির চেষ্টা করছি । দিদি যদি আমাদের এই ব্যাপারটা দেখেন তাহলে সুবিধা হয় । আমরা অনেক আশা করে বসে আছি । আমাদের অসুবিধা হচ্ছে সেটা আমরা দিদিকে জানাতে চাই । এত প্রার্থী ডাকার পর এত কম সংখ্যক নেওয়া হল । আমাদের আশা ভেঙে সম্পূর্ণ চুরমার হয়ে গেছে । তাই বিষয়গুলি দিদিকে জানাতে চাই ।"

Intro:কলকাতা, 30 জুলাই: গতকালই সাধারণ মানুষের সমস‍্যা বা অভিযোগ সরাসরি মুখ‍্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য চালু হয়েছে 'দিদিকে বলো' কর্মসূচি। জনতার অভাব-অভিযোগের কথা জানানোর জন্য এই কর্মসূচির অধীনে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে ও একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। 'দিদিকে বলো' কি ব‍্যবহার করছেন চাকরিপ্রার্থীরা? প্রশ্নের উত্তর স্পষ্ট, "অবশ‍্যই"। জুনিয়র ইঞ্জিনিয়র থেকে আপার প্রাইমারি স্তরে সহকারি শিক্ষক পদের চাকরিপ্রার্থী, সকলের উত্তর একই। নিজেদের সমস‍্যা ও অভিযোগের কথা মুখ‍্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে তাঁরা অবশ্যই এই প্ল‍্যাটফর্ম ব‍্যবহার করবেন। গতকাল মুখ‍্যমন্ত্রীর ঘোষণার পর পরই ফোন বা ওয়েবসাইটের মাধ‍্যমে তা করাও শুরু করে দিয়েছেন অনেকে।


Body:আপার প্রাইমারি সহকারি শিক্ষক পদের চাকরিপ্রার্থী অতনু ঘোষ বলেন, "আমরা অনেকেই জানিয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও জানিয়েছি যে, বেকারদের কর্মসংস্থানের বিষয়ে আরো বেশি করে উদ্যোগ নেওয়া হোক। আপার প্রাইমারির নিয়োগ দ্রুত সম্পন্ন করা হোক। ফোন নট রিচেবল, তাই আমরা ওয়েবসাইটে জানিয়েছি। শুধু আমরা কেন অনেকেই ব্যবহার করেছেন। পিএসসি ইঞ্জিনিয়াররা, আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা, নাইন-টেন, ইলেভেন-টুয়েলভের চাকরিপ্রার্থীরা, যাঁরা প্রাইমারি টেটের ফরম ফিলাপ করেছিলেন বহুদিন আগে এখনো পরীক্ষা হয়নি তাঁরা করেছে। এমনকি ট্রেন্ড পোস্ট গ্র‍্যাজুয়েট টিচাররা ন্যায্য বেতনের দাবি নিয়ে করেছে।"

আর এক আপার প্রাইমারি সহকারী শিক্ষক পদের চাকরিপ্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "অনেকে ফোন করার চেষ্টা করছে কিন্তু ফোনে পাচ্ছে না। অবশ্যই জানাব। আশা করি এ বিষয়ে যথেষ্ট পদক্ষেপ নেবে। কিন্তু, আমার মনে হয় বর্তমানে চাকরি প্রার্থীদের যে অবস্থা সবটাই তাঁর জানা। কতটা সদব্যবহার করেন আমাদের সঙ্গে এখন সেটাই দেখার।"

জুনিয়র ইঞ্জিনিয়র চাকরিপ্রার্থীরা যাঁরা PSC-র বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বহুবার আন্দোলনে নেমেছেন তাঁরাও 'দিদিকে বলো'র মাধ‍্যমে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন বলে জানাচ্ছেন। পায়েল মজুমদার বলেন, "অবশ্যই। আমরা দিদিকে বলো এই প্লাটফর্মটা ব্যবহার করে বলতে চাই যে, PSC আমাদের 2053 জনকে যে ইন্টারভিউতে ডেকে মাত্র 120 জনকে নিয়োগ করেছে। তো আমরা চাই আমরা এই যে আন্দোলনটা করছি সেটা দিদি দেখুক। কারণ, আমরা এই রকম বেকার ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করে বসে আছি। চাকরির চেষ্টা করছি। তো দিদি যদি আমাদের এই ব‍্যাপারটা দেখেন তাহলে আমাদের অনেকটাই সুবিধা হয়। আমরা অনেক আশা করে বসে আছি তো। আমরা তো দিদিকে জানাতে চাই আমাদের এই রকম অসুবিধা হচ্ছে। এত প্রার্থী ডাকার পর এত কম সংখ‍্যক নেওয়া হল। তো।আমাদের যে আশাটা ছিল সেটা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। তাই অবশ‍্যই দিদিকে জানাতে চাই।"

আর এক জুনিয়র ইঞ্জিনিয়র চাকরিপ্রার্থী মলয় দাস বলেন, "হ‍্যাঁ নিশ্চয়ই। আমি একজন চাকরিপ্রার্থী দিদিকে বলো প্ল‍্যাটফর্ম নিশ্চয়ই ব্যবহার করব। বর্তমান পরিস্থিতিতে PSC জুনিয়র ইঞ্জিনিয়ররের ক্ষেত্রে যেটা হয়েছে যে 2053 জনকে ডেকে মাত্র 14 জন জেনারেলকে নিয়োগ এবং 120 জনকে ফাইনাল নিয়োগ করা হয়েছে। এমনিতেই আমাদের ইঞ্জিনিয়রদের নিয়োগ কম। আমি তো অবশ্যই ব‍্যবহার করব।" গৌরাঙ্গ কাপাট বলেন, "অবশ্যই। আমরা এখানে যাবই‌। নতুন যে অভিযোগ দায়ের মঞ্চ তৈরি হয়েছে সেখানে আমরা নিজেদের অভিযোগগুলো জানাব।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.