ETV Bharat / state

গদ্দারদের দিকে তাকাবেন না, ভিডিয়ো বার্তা মমতার - krishna nagar

ব্যারাকপুর, কৃষ্ণনগর, মালদা উত্তর সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ ভিডিয়ো বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Apr 6, 2019, 11:29 PM IST

Updated : Apr 7, 2019, 12:05 AM IST

কলকাতা, 6 এপ্রিল : প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভিডিয়ো বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর, কৃষ্ণনগর, মালদা উত্তর সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ ভিডিয়ো বার্তা দেন তিনি। বললেন, "জোড়াফুল চিহ্নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন।" ব্যারাকপুরের উদ্দেশ্যে তাঁর বার্তা, "সবাইকে বলব গদ্দারদের দিকে তাকাবেন না। গদ্দারদের জামানত বাজেয়াপ্ত করুন। দয়া করে দীনেশ ত্রিবেদীর সমর্থনে জোড়াফুল চিহ্নে ভোট দিন।"

দেখুন ভিডিয়ো
ভিডিয়োয় ব্যারাকপুরের প্রার্থী দীনেশ ত্রিবেদী, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে মমতা জনগণের কাছে ভোটের আবেদন জানান। তবে মমতার এই ভিডিয়ো বার্তাকে অন্যভাবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, এবারের লোকসভা নির্বাচনে কার্যত BJP-কেই প্রধান প্রতিপক্ষ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই দল ছেড়েছেন ব্যারাকপুরের তৃণমূল নেতা অর্জুন সিং। গেরুয়া শিবিরে যোগ দিয়েই প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে BJP-র হয়ে নির্বাচনী ময়দানে তিনি। 2014-র লোকসভা নির্বাচন সহ তার পরবর্তী নির্বাচনগুলিতে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলকে জেতাতে সক্রিয় ভূমিকা ছিল অর্জুনের। তাঁর মেশিনারি সম্পর্কে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট ওয়াকিবহাল। ভোটের আগে তাঁর এই দলছুটকে ভালোভাবে নেননি দলনেত্রী। কার্যত ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে জেতানো এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। কোনও অঙ্কেই ঝুঁকি নিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

একইরকমভাবে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ ছিলেন তাপস পাল। এবার তাঁকে প্রার্থী করেনি দল। এবার কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। একসময় BJP-র বেশ শক্ত জায়গা ছিল কৃষ্ণনগর। BJP-র সত‍্যব্রত মুখোপাধ্যায় (জুলুবাবু) সেখানকার সাংসদ ছিলেন। এবার মোদি হাওয়ায় কৃষ্ণনগর আসনটি তৃণমূলের হাত থেকে চলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নুরের লড়াইও খুব সহজ নয়। এই কেন্দ্রগুলিকে নিয়েও খুব একটা স্বস্তিতে নেই তৃণমূল শিবির। আজ এই কেন্দ্রগুলির প্রার্থীর সমর্থনেই ভিডিয়ো বার্তা দিলেন।

কলকাতা, 6 এপ্রিল : প্রার্থীর সমর্থনে ভোট দেওয়ার আবেদন জানিয়ে ভিডিয়ো বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যারাকপুর, কৃষ্ণনগর, মালদা উত্তর সহ বেশ কয়েকটি কেন্দ্রের প্রার্থীর সমর্থনে আজ ভিডিয়ো বার্তা দেন তিনি। বললেন, "জোড়াফুল চিহ্নে ভোট দিন, সকাল সকাল ভোট দিন।" ব্যারাকপুরের উদ্দেশ্যে তাঁর বার্তা, "সবাইকে বলব গদ্দারদের দিকে তাকাবেন না। গদ্দারদের জামানত বাজেয়াপ্ত করুন। দয়া করে দীনেশ ত্রিবেদীর সমর্থনে জোড়াফুল চিহ্নে ভোট দিন।"

দেখুন ভিডিয়ো
ভিডিয়োয় ব্যারাকপুরের প্রার্থী দীনেশ ত্রিবেদী, কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে মমতা জনগণের কাছে ভোটের আবেদন জানান। তবে মমতার এই ভিডিয়ো বার্তাকে অন্যভাবে দেখছেন রাজনৈতিক মহলের একাংশ। তাঁদের মতে, এবারের লোকসভা নির্বাচনে কার্যত BJP-কেই প্রধান প্রতিপক্ষ বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিন আগেই দল ছেড়েছেন ব্যারাকপুরের তৃণমূল নেতা অর্জুন সিং। গেরুয়া শিবিরে যোগ দিয়েই প্রার্থী হয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রার্থী দীনেশ ত্রিবেদীর বিরুদ্ধে BJP-র হয়ে নির্বাচনী ময়দানে তিনি। 2014-র লোকসভা নির্বাচন সহ তার পরবর্তী নির্বাচনগুলিতে ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলকে জেতাতে সক্রিয় ভূমিকা ছিল অর্জুনের। তাঁর মেশিনারি সম্পর্কে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যথেষ্ট ওয়াকিবহাল। ভোটের আগে তাঁর এই দলছুটকে ভালোভাবে নেননি দলনেত্রী। কার্যত ব্যারাকপুর কেন্দ্রে দীনেশ ত্রিবেদীকে জেতানো এখন বড় চ্যালেঞ্জ তৃণমূলের কাছে। কোনও অঙ্কেই ঝুঁকি নিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।

একইরকমভাবে কৃষ্ণনগর কেন্দ্রের সাংসদ ছিলেন তাপস পাল। এবার তাঁকে প্রার্থী করেনি দল। এবার কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। একসময় BJP-র বেশ শক্ত জায়গা ছিল কৃষ্ণনগর। BJP-র সত‍্যব্রত মুখোপাধ্যায় (জুলুবাবু) সেখানকার সাংসদ ছিলেন। এবার মোদি হাওয়ায় কৃষ্ণনগর আসনটি তৃণমূলের হাত থেকে চলে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। মালদা উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মৌসম নুরের লড়াইও খুব সহজ নয়। এই কেন্দ্রগুলিকে নিয়েও খুব একটা স্বস্তিতে নেই তৃণমূল শিবির। আজ এই কেন্দ্রগুলির প্রার্থীর সমর্থনেই ভিডিয়ো বার্তা দিলেন।

Last Updated : Apr 7, 2019, 12:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.