ETV Bharat / state

Nirmala Mishra: হারায়ে ফেলেছি গানের সাথীরে ! প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র - প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র

প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শনিবার রাত 12টা 5 মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে সঙ্গীতশিল্পীর ।

Nirmala Mishra News
প্রয়াত বর্ষীয়ান সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র
author img

By

Published : Jul 31, 2022, 7:09 AM IST

Updated : Jul 31, 2022, 10:15 AM IST

কলকাতা, 31 জুলাই: প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শনিবার রাত 12টা 5 মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে বাংলা গানের 'তোতাপাখি'র । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর । চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ।

জানা গিয়েছে, এর আগে ডিসেম্বর মাসে অসুস্থ হয়েছিলেন তিনি । নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী । 2015 সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে । হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 7-8 বছর। রাইলস টিউবের মাধ্যমে খাওয়া-দাওয়া করতেন তিনি । গত বৃহস্পতিবার থেকে তাঁর অবস্থা আরও জটিল হয়ে ওঠে । অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল আচমকাই । তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই চলছিল চিকিৎসা । এদিন হঠাৎই রক্তচাপের সমস্যা দেখা দেয় । তড়িঘড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ।

আরও পড়ুন : কে কে থেকে লতা...যাঁরা রবে নীরবে...অগণিত হৃদয়ে

নির্মলা মিশ্র ছিলেন তাঁর যুগের সবচেয়ে সম্মানিত এবং প্রশংসিত প্লে-ব্যাক গায়িকাদের একজন । শুধু বাংলা নয়, তাঁর গলায় মেতেছে উৎকলও । 'এমন একটা ঝিনুক', 'বলো তো আরশি', 'কাগজের ফুল বলে', 'এই বাংলার মাটিতে' এবং 'আমি তোর' তাঁর গাওয়া কিছু জনপ্রিয় বাংলা গান ।

কলকাতা, 31 জুলাই: প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (Nirmala Mishra)। শনিবার রাত 12টা 5 মিনিটে তাঁর চেতলার বাড়িতেই জীবনাবসান হয়েছে বাংলা গানের 'তোতাপাখি'র । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 81 বছর । চেতলার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর ।

জানা গিয়েছে, এর আগে ডিসেম্বর মাসে অসুস্থ হয়েছিলেন তিনি । নিউমোনিয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে । বহুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাতেও ভুগছিলেন বর্ষীয়ান সঙ্গীতশিল্পী । 2015 সালে সেরিব্রাল অ্যাটাকের পর থেকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে । হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল প্রায় 7-8 বছর। রাইলস টিউবের মাধ্যমে খাওয়া-দাওয়া করতেন তিনি । গত বৃহস্পতিবার থেকে তাঁর অবস্থা আরও জটিল হয়ে ওঠে । অক্সিজেনের মাত্রা কমে গিয়েছিল আচমকাই । তবে চিকিৎসকের পরামর্শ মেনে বাড়িতেই চলছিল চিকিৎসা । এদিন হঠাৎই রক্তচাপের সমস্যা দেখা দেয় । তড়িঘড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ।

আরও পড়ুন : কে কে থেকে লতা...যাঁরা রবে নীরবে...অগণিত হৃদয়ে

নির্মলা মিশ্র ছিলেন তাঁর যুগের সবচেয়ে সম্মানিত এবং প্রশংসিত প্লে-ব্যাক গায়িকাদের একজন । শুধু বাংলা নয়, তাঁর গলায় মেতেছে উৎকলও । 'এমন একটা ঝিনুক', 'বলো তো আরশি', 'কাগজের ফুল বলে', 'এই বাংলার মাটিতে' এবং 'আমি তোর' তাঁর গাওয়া কিছু জনপ্রিয় বাংলা গান ।

Last Updated : Jul 31, 2022, 10:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.