কলকাতা, 29 জুলাই : শুরু হচ্ছে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) । গতকাল একটি নোটিফিকেশনের মাধ্যমে রাজ্যের স্কুলশিক্ষা দফতর জানিয়েছে শিক্ষকদের বদলি (Teacher Transfer) সংক্রান্ত আবেদন জানানোর এই পোর্টাল শুরু হবে আগামী 31 জুলাই থেকে ।
বহু শিক্ষিক-শিক্ষিকা নিজের বাড়ির কাছে বদলির দাবি জানিয়ে এসেছেন । এখনও করোনার আতঙ্ক বজায় রয়েছে আর তা নিয়ন্ত্রণে রাজ্যে চলছে কড়া বিধিনিষেধ ৷ এই পরিস্থিতিতে সম্প্রতি "উৎসশ্রী স্কিম"-এর (Utsashree Scheme) কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার স্কিমের পোর্টাল চালু করার কথা ঘোষণা করল রাজ্য সরকার । এই পোর্টালের মাধ্যমে অনলাইনে সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষক, শিক্ষিকারা বদলির আবেদন জানাতে পারবেন । আগামী 2 অগস্ট থেকে এই পোর্টালে আবেদন জানানো যাবে । এই বিষয় স্কুল পর্যবেক্ষকদেরও অবগত করা হয়েছে ।
আরও পড়ুন : Mamata Banerjee : বাড়ির কাছেই বদলি শিক্ষকদের, নতুন পোর্টাল মুখ্যমন্ত্রীর
বহু শিক্ষক-শিক্ষিকার দীর্ঘ শারীরিক অসুস্থতা, কোনও নিকট আত্মীয়ের অসুস্থতা, বাড়ি থেকে স্কুলের অতিরিক্ত দূরত্ব, শারীরিক অক্ষমতা-সহ নানা ধরনের গুরুত্বপূর্ণ কারণে এই বদলির আবেদনকে অগ্রাধিকার দেওয়া হবে । অধিকাংশ স্কুলই সরকার পোষিত স্কুল, ইচ্ছুক শিক্ষক-শিক্ষিকারা বদলির আবেদন করতে পারবেন অনলাইনে । প্রসঙ্গত, সম্প্রতি নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে যে সব শিক্ষক-শিক্ষিকারা বাড়ির কাছে বদলি চাইছেন, তাঁরা উৎসশ্রী স্কিমের অন্তর্গত "উৎসশ্রী পোর্টাল"-এ আবেদন জানাতে পারবেন । গতকাল একটি নোটিফিকেশনের মাধ্যমে তা সরকারিভাবে জানাল স্কুল শিক্ষা দফতর ।