কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : জোড়া কালবৈশাখির দাপটে লন্ডভন্ড কলকাতা। প্রভাব পড়েছে রাজ্যের একাধিক জেলাতেও। কোথাও গাছ পড়েছে, কোথাও ছিঁড়েছে বিদ্যুতের তার। ঝোড়ো হাওয়ার সঙ্গে চলছে বৃষ্টি। কোথাও কোথাও হয়েছে শিলাবৃষ্টিও। আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আরও দুই থেকে তিনদিন চলবে এই দুর্যোগ।
মরশুমের পয়লা কালবৈশাখি। তার উপর জোড়া দাপট। আর এতেই কাত কলকাতা সহ দক্ষিণবঙ্গ। প্রথম কালবৈশাখি আছড়ে পড়ে ভোর ৩টে ৫৫ মিনিটে। ৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়টি স্থায়ী ছিল ১ মিনিট। দ্বিতীয় ঝড়টি আসে ৪টে ২৫ মিনিটে। ৫৬ কিলোমিটার বেগে আছড়ে পড়ে। সঙ্গে চলে শিলাবৃষ্টি।
জোড়া কালবৈশাখির দাপটে বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। কলকাতার একাধিক রাস্তায় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ছিঁড়ে গেছে বিদ্যুতের তারও। নবীনা সিনেমা হলের উলটোদিকের একটি আবাসনের পাঁচিল ভেঙে পড়েছে।
ফাল্গুন মাসের প্যাচপ্যাচে গরমে নাজেহাল ছিল রাজ্যবাসী। তাই হঠাৎ কালবৈশাখিতে একঝটকায় ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমায় একটু হলেও মিলল স্বস্তি।