ETV Bharat / state

স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিক ঘেরাও মেডিকেলে - health_officials_surrounded_by_agitators

যাঁরা কোরোনায় আক্রান্ত ও যাঁরা কোরোনায় আক্রান্ত নয় , তাদের জন্য চিকিৎসা পরিষেবা চালু করা ও মেডিকেল পড়ুয়াদের জন্য পঠন-পাঠন চালু করার দাবিতে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আন্দোলন করছেন মেডিকেল পড়ুয়ারা ৷

Two health officers are surrounded by medical college protesters
স্বাস্থ্য দপ্তরের দুই আধিকারিককে ঘেরাও মেডিকেল কলেজের আন্দোলনরতদের
author img

By

Published : Jul 3, 2020, 3:48 PM IST

কলকাতা, 3 জুলাই : দাবি পূরণের লক্ষ্যে রাজ্যেরস্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারিকে ঘেরাও করেরাখলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরতরা ৷ আজ বেলা সাড়ে 12 টা নাগাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেরঅধ্যক্ষের রুমের সামনে ঘেরাও হয় ।

COVID-19 রোগীদের পাশাপাশি যাঁরা COVID-19 রোগী নন, তাঁদের জন্য চিকিৎসা পরিষেবাচালু করা ও মেডিকেল পড়ুয়া, জুনিয়র ডাক্তারদের জন্য পঠন-পাঠন, প্রশিক্ষণ শুরু করতে হবে ৷ এই দাবিতেচলতি সপ্তাহের বুধবার থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ডক্টর, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তাররাআন্দোলন শুরু করেছেন । এই দাবি পূরণের লক্ষ্যে আন্দোলনকে আরও জোরদার করতে গতকালথেকেই আন্দোলনরতরা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করেছেন ।

আজবেলা 12 টানাগাদ রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও স্বাস্থ্য দপ্তরেরস্পেশাল সেক্রেটারি তমালকান্তি ঘোষ আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে মেডিকেল কলেজ ওহাসপাতালে আসেন । আন্দোলনরতদের তরফে জানানো হয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই দুইআধিকারিক তাঁদের দাবিগুলি মানতে চাইছেন না । সেকারণেই তাঁরা রাজ্যের ওই দুইস্বাস্থ্য-আধিকারিককে ঘেরাও করে রেখেছেন । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেরঅধ্যক্ষের রুমের সামনে আন্দোলনরতরা স্বাস্থ্য দপ্তরের এই দুই আধিকারিককে ঘেরাও করে৷

কলকাতা, 3 জুলাই : দাবি পূরণের লক্ষ্যে রাজ্যেরস্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা ও স্বাস্থ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারিকে ঘেরাও করেরাখলেন মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরতরা ৷ আজ বেলা সাড়ে 12 টা নাগাদ মেডিকেল কলেজ ও হাসপাতালেরঅধ্যক্ষের রুমের সামনে ঘেরাও হয় ।

COVID-19 রোগীদের পাশাপাশি যাঁরা COVID-19 রোগী নন, তাঁদের জন্য চিকিৎসা পরিষেবাচালু করা ও মেডিকেল পড়ুয়া, জুনিয়র ডাক্তারদের জন্য পঠন-পাঠন, প্রশিক্ষণ শুরু করতে হবে ৷ এই দাবিতেচলতি সপ্তাহের বুধবার থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল পড়ুয়া, ইন্টার্ন ডক্টর, হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তাররাআন্দোলন শুরু করেছেন । এই দাবি পূরণের লক্ষ্যে আন্দোলনকে আরও জোরদার করতে গতকালথেকেই আন্দোলনরতরা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি করেছেন ।

আজবেলা 12 টানাগাদ রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্য ও স্বাস্থ্য দপ্তরেরস্পেশাল সেক্রেটারি তমালকান্তি ঘোষ আন্দোলনরতদের সঙ্গে কথা বলতে মেডিকেল কলেজ ওহাসপাতালে আসেন । আন্দোলনরতদের তরফে জানানো হয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই দুইআধিকারিক তাঁদের দাবিগুলি মানতে চাইছেন না । সেকারণেই তাঁরা রাজ্যের ওই দুইস্বাস্থ্য-আধিকারিককে ঘেরাও করে রেখেছেন । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেরঅধ্যক্ষের রুমের সামনে আন্দোলনরতরা স্বাস্থ্য দপ্তরের এই দুই আধিকারিককে ঘেরাও করে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.