ETV Bharat / state

জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য BJP-কে কালিমালিপ্ত করা হচ্ছে : মুকুল - RALLY

"বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় কোনও মূল্যে কোনও অংশে BJP-র কোনও কর্মী বা সমর্থক যুক্ত নয় ।" একথা বলেন মুকুল রায় ।

মুকুল রায়
author img

By

Published : May 15, 2019, 9:00 AM IST

Updated : May 15, 2019, 9:07 AM IST

কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সঙ্গে কোনও অংশে জড়িত নয় BJP । জানালেন মুকুল রায় । তাঁর দাবি, জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য BJP-কে কালিমালিপ্ত করা হচ্ছে ।

গতকাল নিউটাউনের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায় । সেখানে তিনি বলেন, "দীর্ঘদিন বাদে জনজোয়ারে কলকাতা প্রায় প্লাবিত হয়ে গেছে । জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অহেতুক ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করা হচ্ছে । এই ঘটনার সঙ্গে (বিদ্যাসাগরের মূর্তি ভাঙা) কোনও মূল্যে কোনও অংশে ভারতীয় জনতা পার্টির কোনও কর্মী বা সমর্থক যুক্ত নন ।"

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগর কলেজের সামনে আগুন, মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

তিনি আরও বলেন, "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রোড শো করে বিবেকানন্দের মূর্তির গলায় মালা দিতে যাচ্ছিলেন । সেসময় আমাদের মিছিল আটকে দেওয়া হয় । বলা হয়, মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই । তবে অধ্যক্ষজি আজ মালা দিতে পারেননি ঠিকই, উনি আবার আসবেন । এবং বিবেকানন্দের গলায় মালা দেবেন ।" তাঁর প্রশ্ন, "রাস্তা দিয়ে লক্ষাধিক লোকের মিছিল যাচ্ছে । সেখানে জমায়েত হয় কী করে ? কী করে বাইরে থেকে জমায়েতের ওপর হামলা হয় ? পুরোটাই পূর্ব পরিকল্পিত ।"

এই সংক্রান্ত আরও খবর : রোড শো'র বদলে আগুনের ছবি দেখানোর জন্যই হামলা : অমিত শাহ

প্রসঙ্গত, BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । ধর্মতলা মোড় থেকে ওয়েলিংটন মোড়, কলেজ স্ট্রিট, বউবাজার হয়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল রোড শো । সেই রোড শো কলেজ স্ট্রিট পৌঁছাতেই বিক্ষোভ শুরু হয় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে অমিত শাহকে কালো পতাকা দেখায় TMCP সদস্যরা । কালো পতাকা যাতে দেখা না যায় সেজন্য কালো ব্যানার দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট ঢেকে দেওয়ার চেষ্টা করে BJP কর্মীরা । বিক্ষোভের জেরে কিছুক্ষণ আটকে থাকে রোড শো । তারপর মিছিল বিদ্যাসাগর কলেজের কাছে পৌঁছালে BJP কর্মী, সমর্থকরা কলেজে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । এই ঘটনা নিয়ে তৃণমূল ও BJP একে অপরের উপর দোষ চাপিয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে, কোনও ক্ষমা নেই : মমতা

কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সঙ্গে কোনও অংশে জড়িত নয় BJP । জানালেন মুকুল রায় । তাঁর দাবি, জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য BJP-কে কালিমালিপ্ত করা হচ্ছে ।

গতকাল নিউটাউনের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায় । সেখানে তিনি বলেন, "দীর্ঘদিন বাদে জনজোয়ারে কলকাতা প্রায় প্লাবিত হয়ে গেছে । জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অহেতুক ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করা হচ্ছে । এই ঘটনার সঙ্গে (বিদ্যাসাগরের মূর্তি ভাঙা) কোনও মূল্যে কোনও অংশে ভারতীয় জনতা পার্টির কোনও কর্মী বা সমর্থক যুক্ত নন ।"

ভিডিয়োয় শুনুন মুকুল রায়ের বক্তব্য

এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগর কলেজের সামনে আগুন, মূর্তি ভাঙল দুষ্কৃতীরা

তিনি আরও বলেন, "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রোড শো করে বিবেকানন্দের মূর্তির গলায় মালা দিতে যাচ্ছিলেন । সেসময় আমাদের মিছিল আটকে দেওয়া হয় । বলা হয়, মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই । তবে অধ্যক্ষজি আজ মালা দিতে পারেননি ঠিকই, উনি আবার আসবেন । এবং বিবেকানন্দের গলায় মালা দেবেন ।" তাঁর প্রশ্ন, "রাস্তা দিয়ে লক্ষাধিক লোকের মিছিল যাচ্ছে । সেখানে জমায়েত হয় কী করে ? কী করে বাইরে থেকে জমায়েতের ওপর হামলা হয় ? পুরোটাই পূর্ব পরিকল্পিত ।"

এই সংক্রান্ত আরও খবর : রোড শো'র বদলে আগুনের ছবি দেখানোর জন্যই হামলা : অমিত শাহ

প্রসঙ্গত, BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । ধর্মতলা মোড় থেকে ওয়েলিংটন মোড়, কলেজ স্ট্রিট, বউবাজার হয়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল রোড শো । সেই রোড শো কলেজ স্ট্রিট পৌঁছাতেই বিক্ষোভ শুরু হয় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে অমিত শাহকে কালো পতাকা দেখায় TMCP সদস্যরা । কালো পতাকা যাতে দেখা না যায় সেজন্য কালো ব্যানার দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট ঢেকে দেওয়ার চেষ্টা করে BJP কর্মীরা । বিক্ষোভের জেরে কিছুক্ষণ আটকে থাকে রোড শো । তারপর মিছিল বিদ্যাসাগর কলেজের কাছে পৌঁছালে BJP কর্মী, সমর্থকরা কলেজে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । এই ঘটনা নিয়ে তৃণমূল ও BJP একে অপরের উপর দোষ চাপিয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে, কোনও ক্ষমা নেই : মমতা

Intro:25-02-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ বিজেপি চাইলে টাকা দিয়ে তৃণমূল পাটি টাই কিনে নিতে পারে। আজ নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর পাল্টা প্রতিক্রিয়া দিয়ে এই ভাবেই কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রী নিজের যেটা অভ্যাস। সেটাই শুরু করেছেন। MLA ভাঙিয়েছে। কাউন্সিলার ভাঙিয়েছে। উনি ভাবছেন ওই কালচারটাই চলছে। টাকা তো ওনারা দেন। টাকা ওনাদের কাছে আছে। বিজেপি টাকা দিয়ে কাউকে কেনে নি। কাউকে কিনবে না। না হলে তৃণমূল পাটি টাকেই কিনে নিতে পারতাম আমরা। আমরা কেনা কাটার রাস্তায় যাই না। যারা বিজেপির নীতি, আর্দশের উপর বিশ্বাসী। আমরা তাদেরকেই কিনব। আমরা যে রকম কাজে লাগানোর প্রয়োজন হবে। তাকে আমরা সেই ভাবেই কাজে লাগাবো বলেও জানান দিলীপ ঘোষ।

আজ মুখ্যমন্ত্রী বিজেপিকে একা হাত নিয়ে বলেন, বিজেপি টাকার লোভ দেখিয়ে। টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে। এই প্রশ্নের উত্তরেই তৃণমূল কে আক্রমণ করেলেন দিলীপ ঘোষ।


মুখ্যমন্ত্রী আজ কোর কমিটির বৈঠকে বলেন, দিল্লি থেকে মোদী ও অমিত শাহ কে সরাতে চাই। এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, আগে বাংলা সামলান, পরে দিল্লির কথা ভববেন। পশ্চিমবঙ্গে কী হবে আগে ঠিক করুন। কাকে নিয়ে লড়বেন? কার বিরুদ্ধে লড়বেন? আগে তো নিজের অস্তিত্ব বাচিয়ে রাখুন। তার পর লড়াই করতে যাবেন। মুখ্যমন্ত্রী যত সাংগঠনিক ও প্রশাসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তখন মুখ্যমন্ত্রী হতাশ হয়ে এই কথা বলছেন। তাই উনি দিল্লির দিকে নজর ঘোড়নার চেষ্টা করছেন। উনি নিজের দোষ চাপতে অন্যকে দোষ দেন। যদি RSS এর লোক আইশৃঙ্খলা ভাঙে। তা হলে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক আধিকারিকরা কী করছেন। যদি এই কাজ কেউ করে থাকেন। তাকে ধরছেন না কেনও। উনি কথায় কথায় তাদের নাম জপ করেন। এখনও কজন RSS ও বিশ্বহিন্দু পরিষদের লোক ধরা পড়েছে। অযোগ্যতা বাহানা দিতেই এই কাজ করছে। সেটা চাপা দেওয়া চলবে না।



অসমে মদ খেয়ে ২১ জন মরা গিয়েছে। এই ইশুতে দিলীপ ঘোষ বলেন, বাংলায় বিজেপি ক্ষমতায় আসলে মদ বিক্রি বন্ধো করার পদক্ষেপ নেবে।




Body:কপিConclusion:
Last Updated : May 15, 2019, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.