কলকাতা, 15 মে : বিদ্যাসাগরের মূর্তি ভাঙার সঙ্গে কোনও অংশে জড়িত নয় BJP । জানালেন মুকুল রায় । তাঁর দাবি, জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য BJP-কে কালিমালিপ্ত করা হচ্ছে ।
গতকাল নিউটাউনের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন মুকুল রায় । সেখানে তিনি বলেন, "দীর্ঘদিন বাদে জনজোয়ারে কলকাতা প্রায় প্লাবিত হয়ে গেছে । জনজোয়ার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অহেতুক ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করা হচ্ছে । এই ঘটনার সঙ্গে (বিদ্যাসাগরের মূর্তি ভাঙা) কোনও মূল্যে কোনও অংশে ভারতীয় জনতা পার্টির কোনও কর্মী বা সমর্থক যুক্ত নন ।"
এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগর কলেজের সামনে আগুন, মূর্তি ভাঙল দুষ্কৃতীরা
তিনি আরও বলেন, "আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রোড শো করে বিবেকানন্দের মূর্তির গলায় মালা দিতে যাচ্ছিলেন । সেসময় আমাদের মিছিল আটকে দেওয়া হয় । বলা হয়, মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি নেই । তবে অধ্যক্ষজি আজ মালা দিতে পারেননি ঠিকই, উনি আবার আসবেন । এবং বিবেকানন্দের গলায় মালা দেবেন ।" তাঁর প্রশ্ন, "রাস্তা দিয়ে লক্ষাধিক লোকের মিছিল যাচ্ছে । সেখানে জমায়েত হয় কী করে ? কী করে বাইরে থেকে জমায়েতের ওপর হামলা হয় ? পুরোটাই পূর্ব পরিকল্পিত ।"
এই সংক্রান্ত আরও খবর : রোড শো'র বদলে আগুনের ছবি দেখানোর জন্যই হামলা : অমিত শাহ
প্রসঙ্গত, BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর । ধর্মতলা মোড় থেকে ওয়েলিংটন মোড়, কলেজ স্ট্রিট, বউবাজার হয়ে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল রোড শো । সেই রোড শো কলেজ স্ট্রিট পৌঁছাতেই বিক্ষোভ শুরু হয় । কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে অমিত শাহকে কালো পতাকা দেখায় TMCP সদস্যরা । কালো পতাকা যাতে দেখা না যায় সেজন্য কালো ব্যানার দিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট ঢেকে দেওয়ার চেষ্টা করে BJP কর্মীরা । বিক্ষোভের জেরে কিছুক্ষণ আটকে থাকে রোড শো । তারপর মিছিল বিদ্যাসাগর কলেজের কাছে পৌঁছালে BJP কর্মী, সমর্থকরা কলেজে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ । দুষ্কৃতীরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে । এই ঘটনা নিয়ে তৃণমূল ও BJP একে অপরের উপর দোষ চাপিয়েছে ।
এই সংক্রান্ত আরও খবর : বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়েছে, কোনও ক্ষমা নেই : মমতা