ETV Bharat / state

এবার আর্থিক ছাড়ের আর্জি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ট্রাক সংগঠনগুলি - কলকাতা

এবারে ট্রাক পরিষেবাকে পুনরায় আর্থিক ভাবে সচল করার উদ্দেশ্যে অন্ত:রাজ্য ট্রাক চলাচল শুরু করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হল ট্রাক মালিক সংগঠন।

ছবি
ছবি
author img

By

Published : Jun 6, 2020, 12:20 PM IST

কলকাতা, 6 জুন : ধীরে ধীরে সচল হচ্ছে দেশ। খুলে গেছে গণপরিবহনও। তবে এখনও পথে নামেনি অধিকাংশ ট্রাক ও লরি। দীর্ঘ আড়াই মাস ট্রাক পরিষেবা বন্ধ থাকার পর ব্যবসাকে পুনরায় আর্থিক ভাবে সচল করার উদ্দেশ্যে অন্ত:রাজ্য ট্রাক চলাচল শুরু করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হল ট্রাক মালিক সংগঠন।

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ বসু বলেন , "লকডাউনের জেরে বহু চালক ও খালাসি নিজেদের বাড়ি চলে গেছেন। বেশিরভাগ কর্মীদের বাড়ি বিহারে। যেহেতু এখনও ট্রেন চলাচল শুরু হয়নি তাই তাঁরাও আটকে পড়েছেন নিজেদের বাড়িতে। অন্যদিকে স্থলবন্দরে আটকে রয়েছে একাধিক অত্যাবশ্যক পণ্য ট্রাক ও লরি। লকডাউনের সময় চালক, খালাসি, মুটেদের পাশাপাশি ট্রাক মালিকরাও চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন। কর্পোরেট সেক্টর ও অন্যান্য বিভাগের জন্য বিভিন্ন ছাড় দেওয়া হলেও ট্রাক পরিবহন শিল্পের ক্ষেত্রে কোনও ছাড়ই দেওয়া হয়নি।"

হুগলি ইউনাইটেড ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় বলেন , "ট্রাক পরিবহন শিল্পকে পুনরুজ্জীবিত করতে ট্রাক মালিক সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে চিঠি দেওয়া হয়েছে। যেমন - COVID 19 এর নিয়ম মেনে আন্তঃজেলা ট্রাক চলাচল পুনরায় শুরু করা হোক । মাস রোড ট্যাক্স ফিটনেস সার্টিফিকেট এবং অন্যান্য বেঙ্গল পারমিট মুকুবের কথাও বলা হয় । 2015 সালের 9 ডিসেম্বর রাজ্য সরকারের মুখ্য সচিব নবীন প্রকাশ ঘোষণা করেন, প্রতি বছর 16 জুন থেকে 14 অক্টোবর ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আনার নিয়মটি বাতিল করতে হবে । অন্য সব রাজ্যে সেফ এক্সেল লোড বেড়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এক্সেস লোড বাড়ানো হয়নি এখনও। সেই নিয়মটি এরাজ্যেও চালু করা হোক।"

কলকাতা, 6 জুন : ধীরে ধীরে সচল হচ্ছে দেশ। খুলে গেছে গণপরিবহনও। তবে এখনও পথে নামেনি অধিকাংশ ট্রাক ও লরি। দীর্ঘ আড়াই মাস ট্রাক পরিষেবা বন্ধ থাকার পর ব্যবসাকে পুনরায় আর্থিক ভাবে সচল করার উদ্দেশ্যে অন্ত:রাজ্য ট্রাক চলাচল শুরু করার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দারস্থ হল ট্রাক মালিক সংগঠন।

ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সুভাষ বসু বলেন , "লকডাউনের জেরে বহু চালক ও খালাসি নিজেদের বাড়ি চলে গেছেন। বেশিরভাগ কর্মীদের বাড়ি বিহারে। যেহেতু এখনও ট্রেন চলাচল শুরু হয়নি তাই তাঁরাও আটকে পড়েছেন নিজেদের বাড়িতে। অন্যদিকে স্থলবন্দরে আটকে রয়েছে একাধিক অত্যাবশ্যক পণ্য ট্রাক ও লরি। লকডাউনের সময় চালক, খালাসি, মুটেদের পাশাপাশি ট্রাক মালিকরাও চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন। কর্পোরেট সেক্টর ও অন্যান্য বিভাগের জন্য বিভিন্ন ছাড় দেওয়া হলেও ট্রাক পরিবহন শিল্পের ক্ষেত্রে কোনও ছাড়ই দেওয়া হয়নি।"

হুগলি ইউনাইটেড ট্রাক অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রবীর চট্টোপাধ্যায় বলেন , "ট্রাক পরিবহন শিল্পকে পুনরুজ্জীবিত করতে ট্রাক মালিক সংগঠনের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কয়েকটি দাবি-দাওয়া নিয়ে চিঠি দেওয়া হয়েছে। যেমন - COVID 19 এর নিয়ম মেনে আন্তঃজেলা ট্রাক চলাচল পুনরায় শুরু করা হোক । মাস রোড ট্যাক্স ফিটনেস সার্টিফিকেট এবং অন্যান্য বেঙ্গল পারমিট মুকুবের কথাও বলা হয় । 2015 সালের 9 ডিসেম্বর রাজ্য সরকারের মুখ্য সচিব নবীন প্রকাশ ঘোষণা করেন, প্রতি বছর 16 জুন থেকে 14 অক্টোবর ট্রাক চলাচলে নিয়ন্ত্রণ আনার নিয়মটি বাতিল করতে হবে । অন্য সব রাজ্যে সেফ এক্সেল লোড বেড়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এক্সেস লোড বাড়ানো হয়নি এখনও। সেই নিয়মটি এরাজ্যেও চালু করা হোক।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.