কলকাতা, 10 অগাস্ট : ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পশ্চিম বন্দর থানার হাইড রোড থেকে আটক করা হয় ওই ট্রাকটি । পাওয়া গেছে প্রায় কুড়ি লাখের নারকোটিক কাফ সিরাপ । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে । পুলিশের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার জন্যই কলকাতায় আনা হয়েছিল ।
বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিওরিটি ফোর্স প্রচুর ফেনসিডিল আটক করেছে । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । তারপরও স্মাগলাররা চোরাগোপ্তা সেদেশে ফেনসিডিল পাচার করছে । গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা হানা দেয় তারাতলার হাইড রোড এলাকায় । বেসব্রিজের পশ্চিমমুখী র্যাম্পে ওয়ালেসের ওয়্যার হাউজ়ের সামনে থেকে আটক করা হয় ট্রাকটি । তল্লাশি চালিয়ে পাওয়া যায় 47টি পেটি । তার মধ্যে উদ্ধার হয় 14,100 বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয় ট্রাকচালককে । নাম দীপু সিং । উত্তরপ্রদেশের মথুরায় তার বাড়ি ।
দীপু সিংকে জিজ্ঞাসাবাদ করে ওই ফেনসিডিল কার হাতে তুলে দেওয়া হত তা জানার চেষ্টা করছে পুলিশ ।