ETV Bharat / state

বাংলাদেশে পাচারের জন্য মথুরা থেকে আনা হচ্ছিল ফেনসিডিল? বাজেয়াপ্ত ট্রাক - বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা

ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ৷ পাওয়া গেছে প্রায় কুড়ি লাখের নারকোটিক কাফ সিরাপ । গ্রেপ্তার করা হয় ট্রাকচালককে । নাম দীপু সিং । পুলিশের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার জন্যই কলকাতায় আনা হয়েছিল । দীপু সিংকে জিজ্ঞাসাবাদ করে ওই ফেনসিডিল কার হাতে তুলে দেওয়া হত তা জানার চেষ্টা করছে পুলিশ ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 4:33 AM IST

Updated : Aug 10, 2019, 7:25 AM IST

কলকাতা, 10 অগাস্ট : ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পশ্চিম বন্দর থানার হাইড রোড থেকে আটক করা হয় ওই ট্রাকটি । পাওয়া গেছে প্রায় কুড়ি লাখের নারকোটিক কাফ সিরাপ । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে । পুলিশের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার জন্যই কলকাতায় আনা হয়েছিল ।

বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিওরিটি ফোর্স প্রচুর ফেনসিডিল আটক করেছে । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । তারপরও স্মাগলাররা চোরাগোপ্তা সেদেশে ফেনসিডিল পাচার করছে । গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।

truck full of Phensedyl
ট্রাকচালক দীপু সিং

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা হানা দেয় তারাতলার হাইড রোড এলাকায় । বেসব্রিজের পশ্চিমমুখী র‌্যাম্পে ওয়ালেসের ওয়্যার হাউজ়ের সামনে থেকে আটক করা হয় ট্রাকটি । তল্লাশি চালিয়ে পাওয়া যায় 47টি পেটি । তার মধ্যে উদ্ধার হয় 14,100 বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয় ট্রাকচালককে । নাম দীপু সিং । উত্তরপ্রদেশের মথুরায় তার বাড়ি ।

truck full of Phensedyl
ফেনসিডিল বোঝাই ট্রাক

দীপু সিংকে জিজ্ঞাসাবাদ করে ওই ফেনসিডিল কার হাতে তুলে দেওয়া হত তা জানার চেষ্টা করছে পুলিশ ।

কলকাতা, 10 অগাস্ট : ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে পশ্চিম বন্দর থানার হাইড রোড থেকে আটক করা হয় ওই ট্রাকটি । পাওয়া গেছে প্রায় কুড়ি লাখের নারকোটিক কাফ সিরাপ । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে । পুলিশের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার জন্যই কলকাতায় আনা হয়েছিল ।

বাংলাদেশে ফেনসিডিলের চাহিদা ব্যাপক । যুব সমাজের অনেকেই এই নেশায় আসক্ত । দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশে যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল । শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিওরিটি ফোর্স প্রচুর ফেনসিডিল আটক করেছে । গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে । তারপরও স্মাগলাররা চোরাগোপ্তা সেদেশে ফেনসিডিল পাচার করছে । গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই ।

truck full of Phensedyl
ট্রাকচালক দীপু সিং

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা হানা দেয় তারাতলার হাইড রোড এলাকায় । বেসব্রিজের পশ্চিমমুখী র‌্যাম্পে ওয়ালেসের ওয়্যার হাউজ়ের সামনে থেকে আটক করা হয় ট্রাকটি । তল্লাশি চালিয়ে পাওয়া যায় 47টি পেটি । তার মধ্যে উদ্ধার হয় 14,100 বোতল ফেনসিডিল । গ্রেপ্তার করা হয় ট্রাকচালককে । নাম দীপু সিং । উত্তরপ্রদেশের মথুরায় তার বাড়ি ।

truck full of Phensedyl
ফেনসিডিল বোঝাই ট্রাক

দীপু সিংকে জিজ্ঞাসাবাদ করে ওই ফেনসিডিল কার হাতে তুলে দেওয়া হত তা জানার চেষ্টা করছে পুলিশ ।

Intro:কলকাতা, 9 অগাস্ট: এবার ফেনসিডিল বোঝাই ট্রাক আটক করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স। সোর্স মারফত খবর পেয়ে গতরাতে পশ্চিম বন্দর থানার হাইড রোড থেকে আটক করা হয় ওই ট্রাকটি। তাতে পাওয়া গেছে প্রায় কুড়ি লাখের ওই নারকটিক কাফ সিরাপ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের এক বাসিন্দাকে। পুলিশের সন্দেহ, ওই ফেনসিডিল বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যেই কলকাতায় আনা হয়েছিল। Body:বাংলাদেশ ফেনসিডিলের চাহিদা ব্যাপক। যুব সমাজের অনেকেই এই নেশায় আশক্ত। দু'দেশের ইন্টেলিজেন্সের দাবি, বাংলাদেশ যেভাবে মায়ানমার থেকে ইয়াবা পাচার হয়, ঠিক সেভাবেই ভারত থেকে পাচার হয় ফেনসিডিল। শেষ কয়েক মাসে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স প্রচুর ফেন্সিডিল আটক করেছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে। তার পরেও স্মাগলাররা চোরাগোপ্তা ভাবে সে দেশে ফেনসিডিল পাচার করছে। গোয়েন্দাদের দাবি, এ বিষয়ে বেশ কিছু চক্র সক্রিয় রয়েছে গোটা দেশেই। Conclusion:গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের স্পেশাল কাজ করছে গোয়েন্দারা গতকাল হানা দেয় তারাতলার হাইড রোড এলাকায়। বেসব্রিজের পশ্চিমমুখী র্যাম্পে শ ওয়ালেসের ওয়্যার হাউসের সামনে থেকে আটক করা হয় ট্রাকটি। সেখানে তল্লাশি করে পাওয়া যায় ৪৭ টি পেটি। তার মধ্যে উদ্ধার হয় ১৪১০০ বোতল ফেনসিডিল। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় ওই ট্রাকের চালককে। তার নাম দীপু সিং। বাড়ি উত্তরপ্রদেশের মথুরায়। তাকে জিজ্ঞাসাবাদ করে ওই ফেনসিডিল কার হাতে তুলে দেওয়া হতো তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়েছে।
Last Updated : Aug 10, 2019, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.