কলকাতা, 5 জুন : TRP কমছে রামের । বাড়ছে কালীর । BJP-কে কটাক্ষ করতে গিয়ে এভাবেই ধর্মীয় মেরুকরণকে ফের হাতিয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
গতকাল এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন তৃণমূল যুব সভাপতি । স্বাভাবিকভাবেই সেখানে উঠে এল জয়শ্রীরাম প্রসঙ্গ। যে জয়শ্রীরাম ধ্বনি নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতি তোলপাড় । সরকার থেকে বিরোধীপক্ষ সবাই এই জয়শ্রীরামে আটকে । বাদ পড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । তাঁকে উদ্দেশ্য করে জয়শ্রীরাম ধ্বনি, তারপর তার প্রতিক্রিয়া জানিয়ে সমালোচনা - পালটা সমালোচনা, প্রতিবাদ - পালটা প্রতিবাদ সবই হয়েছে ।
অভিষেকের দাবি, ক্রমেই TRP হারাচ্ছে জয়শ্রীরাম স্লোগান । আর TRP বাড়ছে জয় মা কালী স্লোগানের । কিন্তু জয়শ্রীরাম স্লোগানের TRP কমছে কেন ? অভিষেকের দাবি, এখানেই ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের । সরাসরি না বললেও নিজের পিসিকে একপ্রকার মা কালীর আসনেই বসিয়ে ফেললেন তিনি । তিনি বোঝাতে চাইলেন, বাংলার মাটি আদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি । এখানে মমতার উপস্থিতির জন্য জয়শ্রীরাম স্লোগানের জনপ্রিয়তাই নেই । বরং মা কালীর সঙ্গে তুলনীয় মমতার জনপ্রিয়তা অনেক বেশি । জয়শ্রীরাম স্লোগানের TRP কমতে থাকায় BJP এই জয় মা কালী স্লোগানকে হাইজ্যাক করার চেষ্টা করছে । অনেকটা এমনই দাবি অভিষেকের ।
কিছুদিন আগেই BJP নেতারা বলেছিলেন, জয়শ্রীরামের সঙ্গে জয় মা কালী স্লোগানও শোনা যাবে দলীয় কর্মীদের মুখ থেকে । সেই উপমা টেনে অভিষেকের দাবি, আসলে জয়শ্রীরামের TRP কমে যাওয়াতেই মা কালীর শরণাপন্ন ।
লোকসভা ভোটের আগে থেকেই শুরু হয়েছিল । সময় যত এগিয়েছে জয়শ্রীরাম ধ্বনি বাংলার মাটিতে যেন আঁকড়ে বসেছে । বিষয়টি আরও জোরালো হয়েছে যখন খোদ মুখ্যমন্ত্রীই জয়শ্রীরাম স্লোগান শুনে কনভয় থামিয়ে তেড়ে গেছিলেন । সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায় । দিলীপ ঘোষ-মুকুল রায়-কৈলাস বিজয়বর্গীয়ের মতো BJP নেতারা নিশানা করেছিলেন মমতাকে । পরিস্থিতি কিছুটা বেগতিক বুঝে মুখ খোলেন স্বয়ং তৃণমূল নেত্রী । দাবি করেন, তিনি এই স্লোগানের বিরোধী নন । রামকে নিয়ে রাজনীতির বিরোধী । কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি ।
কেন্দ্রের একাধিক জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আয়োজিত জনসভা থেকে মোদিকে আক্রমণ করলেন অভিষেক । আক্রমণ করলেন দিলীপ ঘোষের মতো BJP নেতাদেরও । যে জয়শ্রীরাম স্লোগান নিয়ে তৃণমূলকে আক্রমণের চেষ্টা করছিল BJP, তাকে টক্কর দিতেই এবার আমদানি করা হল জয় মা কালী স্লোগান । কিন্তু মমতার সঙ্গে মা কালীর তুলনা টেনে অভিষেক কি দলের বিপদ বাড়ালেন ? না, রাজনৈতিকভাবে অক্সিজ়েন দেওয়ার চেষ্টা করলেন, সে উত্তর তো আগামী দিন বলবে ।
এই সভামঞ্চ থেকে কেন্দ্র তথা BJP তথা মোদি সরকারকেও আক্রমণ করতে ছাড়েননি অভিষেক । রাজ্যে ২ থেকে ১৮-য় উঠে আসা BJP-র বিরুদ্ধে কর্মহীনতার অভিযোগও আনলেন । মোদিকে আক্রমণ করে অভিষেকের মন্তব্য, "দেশে চাকরি নেই, কৃষকরা আত্মহত্যা করছে আর প্রধানমন্ত্রী বলছেন জয়শ্রীরাম ।" একইসঙ্গে অভিষেক যোগ করলেন, মোদি যতই জয়শ্রীরামের কথা বলুন, আমাদের স্লোগান জয় হিন্দ, জয় বাংলা, বন্দেমাতরম ।