ETV Bharat / state

Kanchan Mullick : কাঞ্চন প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল - শ্রীময়ী চট্টরাজ

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এটা একেবারেই কাঞ্চনের পারিবারিক বিষয় । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । আর আমি বিষয়টা জানিও না । সুতরাং, কোনও মন্তব্য করব না । "

কাঞ্চন প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল
কাঞ্চন প্রসঙ্গে এখনই মুখ খুলতে নারাজ তৃণমূল
author img

By

Published : Jun 20, 2021, 10:01 PM IST

কলকাতা, 20 জুন : রাজনীতিতে একদমই নতুন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) । এই মুহূর্তে তিনি তৃণমূল বিধায়ক । আর তাঁর বিরুদ্ধেই পুলিশের কাছে গিয়েছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) । তাঁর অভিযোগ, বান্ধবী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কাঞ্চন তাঁর উপর মানসিক নির্যাতন চালাচ্ছেন ৷ এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। এই অবস্থায় বিতর্ক থেকে নিরাপদ দূরত্বে থাকতে কার্যত মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব ৷

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন উঠছিল কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে ৷ তবে এবিষয়ে এতদিন অভিনেতার স্ত্রী পিঙ্কি কোনও রকম মন্তব্য করেননি ৷ তবে শনিবার এই নীরবতা ভাঙেন পিঙ্কি ৷ পিঙ্কির বক্তব্য়, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসমম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷ অভিযোগ, পিঙ্কি এই মন্তব্য করার পরই বান্ধবী শ্রীময়ীকে সঙ্গে নিয়ে পিঙ্কিকে হেনস্থা করেন কাঞ্চন ৷ নিউ আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে, কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবীর শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কাঞ্চনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এটা একেবারেই কাঞ্চনের পারিবারিক বিষয় । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । আর আমি বিষয়টা জানিও না । সুতরাং, কোনও মন্তব্য করব না । "

এদিকে এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন হুগলির জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদবও ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে দিলীপবাবু বলেন, "কাঞ্চন আমাদের বিধায়ক । নির্বাচনে জয়ের পর থেকেই ভাল কাজ করছেন । তবে মনে রাখতে হবে তিনি একজন সেলিব্রিটি । সেলিব্রিটির জীবনে হাজার ওঠাপড়া থাকে । বিতর্ক থাকে । ব্যক্তিগত জীবনের এই দিকগুলির মধ্যে আমি ঢুকতে চাই না । তবে দলের কাজ নিয়ে কিছু বলার থাকলে আমি সে বিষয়ে অবশ্যই জবাব দেব ৷"

আরও পড়ুন : Kanchan Mullick : প্রেম জানাজানি হতেই হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি

কুণাল ঘোষ বা দিলীপ যাদব একথা বললেও কোনও সন্দেহ নেই কাঞ্চনকে নিয়ে যে ধরনের অভিযোগ, তাতে যথেষ্ট অস্বস্তিতে দল । তবে সরাসরি এই বিতর্কে প্রবেশ না করে কাঞ্চনের বিষয়ে ধীরে চলো নীতি নিচ্ছে তৃণমূল । একইসঙ্গে এও জানা গিয়েছে , ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর মাধ্যমে সমস্ত শিল্পী-বিধায়কদের বার্তা দেওয়া হয়ছে, এই মুহূর্তে তাঁদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে, অতএব তাঁরা যেন এমন কিছু না করেন যা দলের জন্য অস্বস্তিকর হয় ।

কলকাতা, 20 জুন : রাজনীতিতে একদমই নতুন অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) । এই মুহূর্তে তিনি তৃণমূল বিধায়ক । আর তাঁর বিরুদ্ধেই পুলিশের কাছে গিয়েছেন কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Banerjee) । তাঁর অভিযোগ, বান্ধবী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে কাঞ্চন তাঁর উপর মানসিক নির্যাতন চালাচ্ছেন ৷ এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের। এই অবস্থায় বিতর্ক থেকে নিরাপদ দূরত্বে থাকতে কার্যত মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতৃত্ব ৷

বেশ কিছুদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন উঠছিল কাঞ্চন এবং শ্রীময়ীর সম্পর্ক নিয়ে ৷ তবে এবিষয়ে এতদিন অভিনেতার স্ত্রী পিঙ্কি কোনও রকম মন্তব্য করেননি ৷ তবে শনিবার এই নীরবতা ভাঙেন পিঙ্কি ৷ পিঙ্কির বক্তব্য়, দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন, তবে তা অস্বীকার করলে অসমম্মান করা হয় প্রাক্তন ও বর্তমান দুজনকেই ৷ অভিযোগ, পিঙ্কি এই মন্তব্য করার পরই বান্ধবী শ্রীময়ীকে সঙ্গে নিয়ে পিঙ্কিকে হেনস্থা করেন কাঞ্চন ৷ নিউ আলিপুর থানা সূত্রে জানা গিয়েছে, কাঞ্চন মল্লিক এবং তাঁর বান্ধবীর শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে মানসিক এবং শারীরিকভাবে হেনস্থার অভিযোগ দায়ের করেছেন পিঙ্কি । যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কাঞ্চনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি ৷

কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "এটা একেবারেই কাঞ্চনের পারিবারিক বিষয় । এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । আর আমি বিষয়টা জানিও না । সুতরাং, কোনও মন্তব্য করব না । "

এদিকে এই প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন হুগলির জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদবও ৷ তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে দিলীপবাবু বলেন, "কাঞ্চন আমাদের বিধায়ক । নির্বাচনে জয়ের পর থেকেই ভাল কাজ করছেন । তবে মনে রাখতে হবে তিনি একজন সেলিব্রিটি । সেলিব্রিটির জীবনে হাজার ওঠাপড়া থাকে । বিতর্ক থাকে । ব্যক্তিগত জীবনের এই দিকগুলির মধ্যে আমি ঢুকতে চাই না । তবে দলের কাজ নিয়ে কিছু বলার থাকলে আমি সে বিষয়ে অবশ্যই জবাব দেব ৷"

আরও পড়ুন : Kanchan Mullick : প্রেম জানাজানি হতেই হেনস্থা ! কাঞ্চন, তাঁর বান্ধবীর বিরুদ্ধে থানায় স্ত্রী পিঙ্কি

কুণাল ঘোষ বা দিলীপ যাদব একথা বললেও কোনও সন্দেহ নেই কাঞ্চনকে নিয়ে যে ধরনের অভিযোগ, তাতে যথেষ্ট অস্বস্তিতে দল । তবে সরাসরি এই বিতর্কে প্রবেশ না করে কাঞ্চনের বিষয়ে ধীরে চলো নীতি নিচ্ছে তৃণমূল । একইসঙ্গে এও জানা গিয়েছে , ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তীর মাধ্যমে সমস্ত শিল্পী-বিধায়কদের বার্তা দেওয়া হয়ছে, এই মুহূর্তে তাঁদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে, অতএব তাঁরা যেন এমন কিছু না করেন যা দলের জন্য অস্বস্তিকর হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.