কলকাতা, 30 জুলাই : রাজ্যসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জহর সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৷ শুক্রবার পরীক্ষার পর তাঁর মনোনয়ন পত্র বৈধ বলে পশ্চিমবঙ্গ বিধানসভা সচিবালয়ের সূত্র থেকে জানানো হয়েছে।
রাজ্য বিজেপি ইতিমধ্যেই জানিয়েছে, রাজ্যসভার ভোটে তারা কোনও প্রার্থী দেবে না ৷ সুতরাং প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারকে জয়ী ঘোষণা শুধু সময়ের অপেক্ষা ৷ মনোনয়ন পত্র তুলে নেওয়ার শেষ তারিখ অগাস্ট মাসের 2 তারিখ সম্ভবত জহর সরকার নাম আনুষ্ঠানিক ভাবে জয়ী বলে ঘোষণা করা হবে।
বিধানসভা সচিবালয়ের সূত্রে জানানো হয়েছে, জহর সরকারের উপস্থিতিতেই এদিন তাঁর মনোনয়নপত্র প্রায় 30 মিনিট ধরে পরীক্ষা করা হয় ৷ তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন বিধানসভায় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং তার ডেপুটি মুখ্য সচেতক তাপস রায় ।
আরও পড়ুন : Jawhar Sircar : রাজ্যসভার নির্বাচনে মনোনয়ন পেশ তৃণমূলের প্রার্থী জহর সরকারের
নির্মল ঘোষ পরে সাংবাদিকদের জানান, জহর সরকারের মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। রাজ্যসভার এই আসনটি তৃণমূলের প্রাক্তন নেতা দীনেশ ত্রিবেদী এই বছরের শুরুর দিকে ছেড়ে দিয়েছিলেন ৷ তিনি বিজেপিতে যোগ দেন ৷ এরপর 9 অগাস্ট এই পদের জন্য উপনির্বাচন হওয়ার কথা ছিল।
প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার 28 জুলাই তৃণমূলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
জহর সরকার প্রায় 42 বছর চাকরির জীবন কাটিয়েছেন ৷ রাজ্যসভার সাংসদ হলে মোদি বিরোধিতায় সংসদে নতুন একজন প্রাজ্ঞ মানুষ পাবে তৃণমূল ৷ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার জানিয়েছিলেন, রাজ্যসভার ভোটে বিজেপি কোনও প্রার্থী দেবে না। তাই বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন জহর সরকার ৷