ETV Bharat / state

দুস্থদের সাহায্যে এগিয়ে এলেন বৃহন্নলা ও রূপান্তরকামীরা

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুস্থদের হাতে প্রয়োজনীয় খাবার তুলে দিচ্ছেন বৃহন্নলা ও রূপান্তরকামীরা ।

Kolkata
কলকাতা
author img

By

Published : Apr 24, 2020, 12:54 AM IST

কলকাতা , 23 এপ্রিল : লকডাউনে কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অনেকে ৷ সরকারি তরফে তাঁদের ত্রাণ দিয়ে সাহায্য করা হচ্ছে ৷ এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এক্ষেত্রে পিছিয়ে নেই রূপান্তরকামী ও বৃহন্নলারাও ।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুস্থদের হাতে প্রয়োজনীয় খাবার তুলে দিচ্ছেন তাঁরা । চাল , ডাল , আলু তেল, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যসামগ্রী শহরের বিভিন্ন প্রান্তে দরিদ্রদের কাছে পৌঁছে দিচ্ছেন । আজ বেহালা রাজা রামমোহন রায়ের কাছে 120 জন দরিদ্রর হাতে চাল, ডাল, তেল, বিস্কুট ও পাউরুটি তুলে দেন তাঁরা । অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজ়েন্ডার অ্যান্ড হিজরে অফ বেঙ্গল-এর পক্ষ থেকে রঞ্জিতা সিনহা জানিয়েছেন , "যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে , সেদিন থেকেই মানুষকে সাহায্য করতে আমরা এগিয়ে এসেছি । বহু রূপান্তরকামী ও বৃহন্নলা আছেন যাঁরা সেভাবে কোনও রোজগার করেন না ৷ বিভিন্ন রাস্তার ধারে সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করে দিন চালান । সেইসঙ্গে সমাজে বহু দুস্থ মানুষ আছেন , তাঁদের সবাইকেই সাধ্যমতো সাহায্য করছি ।"

চাল, ডাল, আলু, পিঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এলাকায় এলাকায় পৌঁছে মানুষদের হাতে ত্রাণ তুলে দিচ্ছে তাঁরা । খবর পেলে বাড়িতে গিয়েও খাদ্যসামগ্রী বিলি করছেন বলে জানিয়েছেন রঞ্জিতা সিনহা ।

কলকাতা , 23 এপ্রিল : লকডাউনে কাজ বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন অনেকে ৷ সরকারি তরফে তাঁদের ত্রাণ দিয়ে সাহায্য করা হচ্ছে ৷ এই কাজে এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ৷ এক্ষেত্রে পিছিয়ে নেই রূপান্তরকামী ও বৃহন্নলারাও ।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দুস্থদের হাতে প্রয়োজনীয় খাবার তুলে দিচ্ছেন তাঁরা । চাল , ডাল , আলু তেল, বিস্কুট সহ বিভিন্ন খাদ্যসামগ্রী শহরের বিভিন্ন প্রান্তে দরিদ্রদের কাছে পৌঁছে দিচ্ছেন । আজ বেহালা রাজা রামমোহন রায়ের কাছে 120 জন দরিদ্রর হাতে চাল, ডাল, তেল, বিস্কুট ও পাউরুটি তুলে দেন তাঁরা । অ্যাসোসিয়েশন অফ ট্রান্সজ়েন্ডার অ্যান্ড হিজরে অফ বেঙ্গল-এর পক্ষ থেকে রঞ্জিতা সিনহা জানিয়েছেন , "যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে , সেদিন থেকেই মানুষকে সাহায্য করতে আমরা এগিয়ে এসেছি । বহু রূপান্তরকামী ও বৃহন্নলা আছেন যাঁরা সেভাবে কোনও রোজগার করেন না ৷ বিভিন্ন রাস্তার ধারে সিগনালে দাঁড়িয়ে ভিক্ষা করে দিন চালান । সেইসঙ্গে সমাজে বহু দুস্থ মানুষ আছেন , তাঁদের সবাইকেই সাধ্যমতো সাহায্য করছি ।"

চাল, ডাল, আলু, পিঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এলাকায় এলাকায় পৌঁছে মানুষদের হাতে ত্রাণ তুলে দিচ্ছে তাঁরা । খবর পেলে বাড়িতে গিয়েও খাদ্যসামগ্রী বিলি করছেন বলে জানিয়েছেন রঞ্জিতা সিনহা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.